হোয়াৎসঅ্যাপ গাইস ইস্মিয়া বই ইমরান এন্ড ওয়েলকাম টু পোস্ট ২০৫ ভাবলে অবাক লাগে এত তাড়াতাড়ি ২০০ টা পোস্ট পার করে ফেললাম। আপনাদের দোয়া এবং ভালোবাসা এমন ভাবে থাকলে ইনশাল্লাহ একদিন এক হাজার পোস্টে চলে আসব।

আজকের পোস্ট আপনাদের আমার ব্যক্তিগত কিছু ট্রিক শিখাব মোবাইলে ডিএসএলআর এর মত সুন্দর ফটো তোলার কৌশল।
ছবি ওঠানোর
জন্য আমরা এখন স্মার্টফোন কেই বেশি প্রাধান্য দেই। কারণ সবার পক্ষে DSLR কেনা সম্ভব হয়না। আবার বাজেট ফোনগুলো দুর্দান্ত ছবি ক্লিক করে দেয়। স্মার্টফোন হোক বা DSLR, সবসময় পারফেক্ট ছবি নেওয়ার জন্য আমাদের বিশেষ কয়েকটা নিয়ম মেনে চলা উচিত। আসুন জেনে নিই কিভাবে আপনি এই উৎসবের সময়ে পারফেক্ট ফটোগ্রাফার হবেন।

তো এই ট্রিক গুলো ফলো করলে আপনি একজন পারফেক্ট ফটোগ্রাফার।

১. আপনি যদি খুব বেশি লাইটে ফটো তুলতে চান তাহলে একটি ট্রাইপড বা সেলফ-টাইমার ফিচার ব্যবহার করতে পারেন কারণ এতে ফোন কাঁপবে না।

২. সব সময় ফটো তোলার সময় নাইট মুড অপশন টি সিলেক্ট করে নিবেন তবে আপনার ছবিটি বেশ ভাল হবে।

৩. কোন ছবি ক্লিক করার আগে খুব বেশি জুম করবেন না কারণ খুব বেশী জুম করলে ছবির রেজুলেশন খারাপ হয় এবং ছবির মানও খারাপ হয়ে যেতে পারে।

৪.আপনি আরও স্পষ্ট ছবির জন্য ম্যানুয়ালি এক্সপোজার কমাতে পারেন। এতে আরও সুন্দর ছবি আসে।

৫. আপনি যদি গ্রুপ ফটো তোলেন তাহলে সবাই অর্ধবৃত্তকারে দাঁড়িয়ে থাকলে আরো ভালো ছবি আসবে।

৬. আপনার যদি কোনও বড়ো জায়গার ছবি তুলতে হয় তবে ল্যান্ডস্কেপ মোড ব্যবহার করুন।

৭ . যে কোনও প্রদীপ বা লাইটের ছবি তোলার সময় আলোর বিশেষ যত্ন নিন।

৮ . ক্যান্ডিড শট বা সেলফি নেওয়ার জন্য, পোর্ট্রেট মোড এবং ব্যাকগ্রাউন্ড বোকেহ এফেক্টে ব্যবহার করুন।

৯ . আপনি যদি একটি ছবিতে আরও দৃশ্য ক্যাপচার করতে চান তবে ওয়াইড এঙ্গেল লেন্স ব্যবহার করুন।

এই ট্রিক্সগুলো ফলো করলে আপনিও একজন ভাল মানের ফটোগ্রাফার হয়ে যেত পারেন। পোস্টটি ভাল লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।

২৫৬ জিবি মেমোরি কার্ড কিনুন মাত্র ৭৮৫ টাকা দিয়ে | location: Dhaka, Dhaka North, Banani Road No. 12 – 19 হোম ডেলিভারি অথবা ঢাকার বাইরে যে কোন জেলা থেকে অর্ডার করতে কল করুন : 01316925322

আজকের মতো এই পর্যন্তই ছিল সামনে নিশ্চয়ই ভাল পোস্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আজকের মত আল্লাহ হাফেজ।

11 thoughts on "এই ট্রিক্স গুলা ফলো করলে আপনিও হয়ে যাবেন একজন পারফেক্ট ফটোগ্রাফার | মোবাইল দিয়েই তুলবেন ডিএসএলআর এর মত ছবি।"

  1. 444mdzahid Contributor says:
    মেমোরি কোয়ালিটি কেমন?
    1. Imran Contributor Post Creator says:
      মোটামুটি অনেক ভালো ভাই।
  2. Mr. Spy Contributor says:
    Interested about Memory card, fb page,website thakle din
    1. Imran Contributor Post Creator says:
      আপাতত ওয়েবসাইট কিংবা পেজ নাই তবে চাইলে আরো ডিটেইলস জানার জন্য ফেসবুকে অথবা ফোন করতে পারেন।
      ফেসবুক: http://fb.com/imrankhan770
  3. jbriyad Contributor says:
    Memory ki sandisk er?
    1. Imran Contributor Post Creator says:
      hmmm
  4. mishu.one Contributor says:
    মেমরি এর ওয়ারেন্টি আছে?থাকলে কত?
    1. Imran Contributor Post Creator says:
      1 years
  5. Kafi Contributor says:
    Vaiya Sandisk er mamory 256 GB matro 785 diye kmne possible vaiya??

    Eta ki orginal ??

    1. Imran Contributor Post Creator says:
      হ্যাঁ অরিজিনাল ভাই।

Leave a Reply