আসসালামুয়ালাইকুম

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

[ আপনাদের উপকার হলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে ডিফেন্স রিলেটেড আরও পোষ্ট করার চেষ্টা করব ]

সরাসরি ওয়ারেন্ট অফিসার কি ? কি-কি যোগ্যতা লাগে ?এবং এর সুযোগ সুবিধা গুলো কি ইত্যাদি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেল এ দেয়া আছে প্রয়োজন হলে দেখে আসতে পারেন – লিং Video 1

নির্বাচন প্রক্রিয়া-

প্রথম দিন মাঠে প্রাথমিক মেডিক্যাল এবং প্রাথমিক ভাইবা অনুষ্ঠিত হবে । ( যাকে প্রিলিমিনারি সিলেকশন বলা হয় )
ক্যান্টনমেন্ট এর গেট এ যাবার পর আপনাকে অটো রিক্সা বা হেটে যেখানে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে সেখানে যেতে হবে ।
তারপর জেলা ভেদে আপনাদের আলাদা করা হবে ।

প্রাথমিক মেডিক্যাল কিভাবে হবে – ?

ভিতরে প্রবেশ করার পর আপনাদের পোশাক খুলতে হবে পরিধান এ শুধুমাত্র আন্ডার ওয়্যার বা জাঙ্গিয়া পরা থাকবে এবং সেটি হাঁটুর উপর পর্যন্ত থাকতে হবে ।

তারপর একটি ফর্ম দেয়া হবে সেখানে আপনার সম্পর্কে বিস্তারিত ফর্ম ফিলাপ করতে হবে ।

তারপর সিরিয়াল করে একে একে প্রাথমিক মেডিক্যাল হবে যেমন উচ্চতা – ওজন ইত্যাদি
প্রাথমিক মেডিক্যাল এবং চূড়ান্ত মেডিক্যাল সমস্যা এবং সমাধান ভিডিও – VIdeo –

সৈনিক এর ক্ষেত্রে প্রাথমিক মেডিক্যাল এবং চূড়ান্ত মেডিক্যাল আলাদা আলাদা ভাবে গণ্য করা হয় এবং আলাদা হয়ে থাকে । কিন্তু সরাসরি ওয়ারেন্ট অফিসার এর প্রাথমিক মেডিক্যাল মানে হল প্রাথমিক মেডিক্যাল এবং চূড়ান্ত মেডিক্যাল (২টি মিলে একটি)

  • যারা প্রাথমিক মেডিক্যাল এ উত্তীর্ণ হবে তাদের ভাইভা পরীক্ষার জন্য পোশাক পরে প্রস্তুত হতে বলা হবে । তারপর কিছু সময় পর ভাইভা পরীক্ষা শুরু হবে এবং একে একে যেতে হবে ।

 

  • প্রাথমিক ভাইবা তে প্রথমে আপনার সম্পর্কে জিজ্ঞাস করা হবে । তারপর Lets Start মানে এইবার প্রশ্ন শুরু করা হবে ।
    ভাইবা বোর্ড এ ৩ থেকে ৪ জন থাকবে ২-৩ জন প্রশ্ন করবে । বেশির ভাগ প্রশ্ন ইংরেজি তে করা হবে । তবে কয়েকটি বাংলা প্রশ্ন ও করতে পারে ।

 

  • তারপর একপর্যায়ে একটি স্টেজ এ যেতে বলা হবে এবং আপনাকে একটি বিষয় দেয়া হবে যেমন- The Liberation War এই বিষয় এর উপরে আপনাকে ইংরেজিতে বক্তব্য/লেকচার দিতে বলা হবে।
  • তারপর আবারও চেয়ারে বসতে বলবে তারপর যে বিষয়ে স্নাতক পাশ করেছেন সে বিষয় এ কয়েকটি প্রশ্ন করতে পারে এবং সাধারণ জ্ঞান এবং আই-কিউ ইত্যাদি প্রশ্ন করা হবে ।

 

  • তারপর ভাইভা পরীক্ষার রেজাল্ট কবে দিবে – সেটি বলে দিবে অথবা আপনার মোবাইল নাম্বার এ এস এম এস করে জানিয়ে দেয়া হবে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা ।

 

  • যারা ভাইবা তে উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষার তারিখ – সময় ও স্থান বলে দেয়া হবে । লিখিত পরীক্ষায় মোট ৪ টি বিষয় থাকবে – বাংলা – ইংরেজি- গনিত এবং সাধারণ জ্ঞান (বাংলা ভার্সন এ লিখিত পরীক্ষা হবে MCQ না)
  • সর্বমোট ১০০ নম্বর এ পরীক্ষা হবে । বিগত সালের প্রশ্ন দেয়া সম্ভব হচ্ছে না কারণ এগুলা প্রশ্ন বাহিরে প্রকাশ হয় না ।

 

  • লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের বাংলাদেশ সামরিক হাসপাতাল এ চূড়ান্ত মেডিক্যাল করানো হবে আবারো আপনাকে সম্পূর্ণ ভাবে দেখা হবে এবং সেই সাথে আপনার রক্ত পরীক্ষা করা হবে ।যে রক্তে কোন প্রকার সমস্যা আছে কিনা ।

 

  • চূড়ান্ত মেডিক্যাল এ উত্তীর্ণ হলে চূড়ান্ত ভাইবা হবে – আগের মতই কয়েকটি প্রশ্ন করবে । তারপর আপানকে চূড়ান্ত ফলাফল দেয়া হবে যে আপনি নির্বাচিত হয়েছেন কিনা । তারপর নির্দিষ্ট তারিখ এ চূড়ান্ত নিয়োগ পত্র প্রদান করা হবে ।

[ উল্লেখ্য যে সকল জেলা অথবা সকল ক্যান্টনমেন্ট এ নিয়োগ পদ্ধতি এক নাও হতে পারে । তবে প্রসেস সব গুলো একি থাকবে। হয়ত আগে পরে হতে পারে ক্যান্টনমেন্ট ভেদে ]

 [  কেও কপি করলে ক্রেডিট  দিবেন #CareerMessages এর  ] ক্রেডিট দিলে আর পোষ্ট পাবেন নয়ত পাবেন না । 

(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

বিদ্রঃ 

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Messages 

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

9 thoughts on "সেনাবাহিনীর সরাসরি ওয়ারেন্ট অফিসার কি ? এবং এর নির্বাচন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা"

    1. IshFaQ Subscriber Post Creator says:
      thanks
    1. IshFaQ Subscriber Post Creator says:
      thanks
  1. শিশির Author says:
    ভাই আপনার লেখার স্টাইলের নাম টা জানতে পারি? মনে হচ্ছে ক্লাস ২-৩ স্টুডেন্ট লিখেছে । স্টাইল নাই কিছু নাই কেমনে লিখলেন ভাই? পোস্টের মান নষ্ট করে ফেলেছেন ভাই । পারলে এডিট করে দেন । ভালো দেখাবে। পড়তেও ইচ্ছা করবে।
    1. IshFaQ Subscriber Post Creator says:
      thanks
  2. শিশির Author says:
    https://prnt.sc/q83lak
    https://prnt.sc/q83lg0

    দেখেন তো ভাই কোণ্টা সুন্দর লাগছে দেখনে? আপনার টা নাকি আমার টা?

    1. IshFaQ Subscriber Post Creator says:
      ame akmatro author je at 1st defense related post kori , majhe majhe hyto somoyer karone sajano hoy na … its not complicated thanks

Leave a Reply