আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকলেও আমি ভালো নেই। কারণ, এতো আশা নিয়ে কষ্ট করে গতকাল আপনাদেরকে কিছু জানাবো-এই নিয়াতে ধারাবাহিকের প্রথম Post করলাম, কিন্তু কিছু মানুষ (যারা নিজেদেরকে পর্বতসম জ্ঞানী ভাবেন) আমার Post-এর ভুল ধরেছেন যেই তথ্যগুলো ছিলো পুরোপুরি সঠিক। আবার কেউ কেউ বলছেন যে তারা আরো বিস্তারিত চান। কিন্তু বিস্তারিত লিখলে তো ইতিহাস হয়ে যাবে….! তাই আজকের Post-এ তথ্যসূত্র দিয়ে দিবো। আপনারা Link থেকে যেয়ে দেখে নিবেন (যদি বেশিকিছু জানতে চান)। * -এ ক্লিক করলেই সেখানে যেতে পারবেন। যাই হোক, অনেক কথা হলো এবার শুরু করি।

 

[খারাপ মন্তব্য করার আগে সঠিক তথ্য জেনে করবেন। অন্যথায়, নিজের মূর্খতার পরিচয় নিজেই দিয়ে ফেলবেন!]

 

আপনি জানেন কি?

ইংরেজি “Hundred” শব্দটি এসেছে “Hundrath” শব্দ থেকে, যার অর্থ “১২০” , “১০০” নয়! *

 

 

স্ট্রবেরির থেকে লেবুতে “Sugar” (সুক্রোজ, গ্লুকোজ, গ্যালাকটোজ) বেশি! *

 

 

তরল অক্সিজেনের রং নীল! *

 

 

পৃথিবীর বুকে এন্টারটিকা একমাত্র অঞ্চল যেখানে কোনো সরীসৃপ প্রাণি নেই! *

 

 

“মোনালিসা” আঁকতে লিওনার্দো দ্যা ভিঞ্চির দশ বছর সময় লেগেছিল! *

 

 

আইনস্টাইনকে “ইসরায়েলের প্রেসিডেন্ট” পদের প্রস্তাব দেওয়া হয়েছিলো। তিনি তা নাকোচ করে দিয়েছিলেন! *

 

 

প্রত্যেক চিংড়িই পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে। এরপর কিছু চিংড়ি স্ত্রীতে পরিণত হয়! *

 

 

মিশরের থেকে পেরুতে বেশি “পিরামিড” আছে! *

 

 

পৃথিবীর মোট জনসংখ্যার ১১% মানুষ বাঁহাতি! *

 

 

সৌরজগতের গ্রহগুলোর নামের মধ্যে শুধু একটি নামই রয়েছে, যা কোনো গ্রিক বা রোমান দেবতার নামানুযায়ী হয়নি। সেটা হচ্ছে “Earth” ! *

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

17 thoughts on "Believe it or not । বিশ্বাস করুন বা না করুন। (পর্বঃ০২)"

    1. Azim Author Post Creator says:
      Thanks.
    1. Azim Author Post Creator says:
      Thanks a lot.
    1. Azim Author Post Creator says:
      Dhonnobad.
  1. sabbir7763 Contributor says:
    Onkkkk valo. next post Chai…
    1. Azim Author Post Creator says:
      ধন্যবাদ।
  2. RK RAYHAN ✔ Contributor says:
    আপনি জানেন কি?

    – প্রত্যেক Tiktok ব্যবহারকারী হিজড়া হিসেবে জন্মগ্রহণ করছে!!

    1. Azim Author Post Creator says:
      কি জানি ভাই, জানতাম না। তবে এটা ভালো তামাশা।
    1. Azim Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Azim Author Post Creator says:
      প্রতিটা Text-এর শেষে থাকা Star-এ (*) ক্লিক করুন।
  3. Saimon Contributor says:
    part-3 chai
  4. Labib Author says:
    ১ম পর্ব ও এই পর্ব – আপনার “Believe it or not” Fact পোষ্ট সিরিজ করতেছেন। ভালোই। নতুন ও ইন্টারেস্টিং অনেক কিছু জানা যায়।
    তবে! এই Fact গুলোর ১ বা ২ লাইনের ব্যাখ্যা দিলে ইতিহাসের পোষ্ট না হয়ে, মনে হয়, আরো ভালো ও সুন্দর হয়। কারণ এইরকম one word Fact ইন্টারনেটে বিভিন্ন English সাইটে রয়েছে। (যা পড়া যায়।) কিন্তু আপনার এই ‘এক লাইনের’ ফ্যাক্টের সাথে যদি হালকা বিস্তারিত লিখেন তবে তা একটা তথ্যবহুল + ফ্যাক্টের পোষ্ট হবে।

    বাকিটা আপনার উপর, আপনি কেমন করতে চান। Keep it continue, it’s interesting.

  5. M Rahman Contributor says:
    Thank you so much

Leave a Reply