আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বেশি কথা না বলে কাজের কথায় আসি।

শেয়ার ইট খুবই জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সফটওয়্যার। বর্তমানে আমাদের প্রায় সকলের ফোনেই এটি ইন্সটল রয়েছে। শেয়ার ইটের নতুন ভার্সনে তারা একটি চমৎকার সিস্টেম রেখেছে। এটি হলো ফাইল হাইড করা। এখন শেয়ার ইটের মাধ্যমে খুব সহজেই ফাইল হাইড করা যায়। অনেকেই ফিচারটি সম্পর্কে তেমন কিছু জানে না। তাই আমার আজকের এই লেখা।

যেভাবে হাইড করবেন:


প্রথমেই শেয়ার ইট এপসটি ওপেন করে
Local লেখাটিতে ক্লিক করুন।
image title
Safe লেখায় ক্লিক করুন।
image title.
Create লেখায় ক্লিক করুন।
image title
প্রথম বক্সে যেকোনো নাম দিন। দ্বিতীয় এবং তৃতীয় বক্সে পাসওয়ার্ড দিয়ে Next লেখায় ক্লিক করুন।
image title
এরকম ইন্টারফেস আসলে প্রথম বক্সে একটি প্রশ্ন সিলেক্ট করুন এবং পরের বক্সে এর উত্তর লিখে Create লেখায় ক্লিক করুন।
image title
এরপর Add লেখায় ক্লিক করুন।
image title
ছবি হাইড করবেন না ভিডিও হাইড করবেন তা নির্বাচন করুন।
image title
আপনার কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও সিলেক্ট করে OK চাপুন।
image title
দেখবেন এখানে একটি গ্যালারির মতো দেখা যাচ্ছে এবং আপনার কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও হাইড হয়ে গেছে।
image title

যেভাবে হাইড ফাইল রিস্টোর করবেন:

হাইড গ্যালারি থেকে ফাইলটি সিলেক্ট করুন।
image title
Restore লেখায় ক্লিক করুন।
image title

কনফারমেশন চাইলে ওকে দিন।
image title

ব্যাস, কাজ শেষ।

আজকের মতো বিদায় নিলাম। সবসময় ভালো থাকবেন। যেকোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক দিন।

এতক্ষণ ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আমার পূর্ববর্তী পোস্ট: ডাউনলোড করে নিন শেয়ার ইটের লেটেস্ট মোড ভার্সন

2 thoughts on "দেখে নিন খুব সহজেই যেভাবে শেয়ার ইটের মাধ্যমে যেকোনো ফাইল হাইড করবেন"

Leave a Reply