টাকা ছাড়া চাকরি আছে ভাই ? ( ভিডিও )

  • তাও আবার সরকারি চাকরি –  সরকারি চাকরি তো সোনার হরিণ
    আসলেই তো সোনার হরিণ কি কেও ফ্রি তে পায় ?
  • [ যাই হোক এরকম না না কথা আছে মানুষের মুখে মুখে ]

অন্য কোন সরকারি চাকির নয় আজ আমরা সেনাবাহিনীর চাকরি নিয়ে কথা বলব –
সেনাবাহিনী চাকরি জন্য কেমন প্রার্থী চায় এটি নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে দেখে নিবেন ।

প্রতিটি সেক্টর এ ভালো এবং খারাপ মানুষ রয়েছে । এবং এটি একটি স্বাভাবিক বিষয় ।
ডিফেন্স এর চাকরি বিষয় টি সাধারণ মানুষ আগে এতটা গুরুত্ব না দিলেও । #CareerMessages বর্তমানে বিভিন্ন ধরনের সুযোগ – সুবিধার জন্য এটি এখন সোনার হরিণ । 

প্রশ্ন হল ,

যদি এক – ভরি সোনার দাম – ৫০ হাজার টাকা হয় তাহলে একটি সোনার হরিণ এর দাম কত টাকা হবে ?

 [ এটি আপনারা ক্যালকুলেশন করে কমেন্ট করবেন ]

যাই হোক আসল কোথায় যাওয়া যাক –

দালাল – খুবি পরিচিত একটি নাম – যে গ্রাম বা শহর সব যায় ই আছে ।
[ আপনি যদি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান তাহলে আপনার জন্য দালালি ব্যবসা রয়েছে ]

গ্রামের মানুষ বেশির ভাগ ই সহজ – সরল হয়ে থাকে এজন্য দালালি ব্যবসা টি গ্রামে বেস জনপ্রিয় ।

তবে ,

  • শহরের শিক্ষিত মানুষ রাও মাঝে মাঝে এদের কাছে ধোঁকা খেয়ে থাকে তবে হয়ত খুব কম 

[ চাকরি মানেই যেন এখন মামা – চাচা লাগবেই নয়ত চাকরি নেই ]

তবে সেনাবাহিনীর ক্ষেত্রে কোন মাম – চাচা দিয়ে কাজ হয় না আর দালাল এর কথা নাই বা বললাম

কিছু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করি –

  • লুঙ্গি পরা আন্ডার এস এস সি পাস একজন মানুষ যদি বলে আপনাকে যে , আমার ভাই আছে সেনাবাহিনীতে মেজর বা অন্য কোন অফিসার পদবী তে #CareerMessages যার সাথে নাকি প্রায় ই দেখা হয় এবং সব সময় ফোন এ কথা হয় । এই কথা টি কে কে বিশ্বাস করবেন ? কমেন্ট করুন ।

 [ কিন্তু বাস্তবতা হল সে মানুষ টির হয়ত কোন দিন ক্যান্টনমেন্ট এর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার মত সৌভাগ্য হয় নি ]

সেনাবাহিনীতে যদি আপনার যোগ্যতা থাকে প্রথম মাঠেই চাকরি হবে নয় ২য় বার হবে নয়ত ৩য় বার হবেই ।

এই বার আশা যাক সুপারিশ এর বেপার টি ,

  • যদি কোন প্রার্থীর কোণ আত্মীয় সেনাবাহিনীতে চাকরি রত অবস্থায় থাকে –
    এবং অফিসার পদবী তে থাকে তাহলে সেই আর্মি পার্সন চাইলে একটি সুপারিশ করতে পাড়বে প্রার্থীর জন্য ।
    তবে সুপারিশ মানেই যে চাকরি হয়ে গেলো এটি ভুল #CareerMessages ধারনা ।
    সুপারিশ করলে আপনাকে একটু ভালো ভাবে দেখবে যে কোন সমস্যা আছে কিনা । যদি মেডিক্যাল এ আপনার কোন সমস্যা বের হয় তাহলে যেই সুপারিশ করুক না কেন আপনাকে চাকরি নিয়ে দিতে পাড়বে না ।

[ উদাহরণ- আপনার উচ্চতা মনে করুন ৫ ফিট ৪ ইঞ্চি কিন্তু সৈনিক এর জন্য মিনিমাম উচ্চতা লাগবে ৫ ফিট ৬ ইঞ্চি এর পরেও যদি আপনার চাকরি হয়ে তাহলে আপনাকে যে #CareerMessages নির্বাচিত করেছে তার সহ আপনার চাকরি চলে যাবে ]

দালাল রা মূলত কি করে ,

৪ জন বা ৫ জন মোটামুটি বা শতভাগ ফিট প্রার্থী বাছাই করে – তারপর মেডিক্যাল চেকাপ করিয়ে দেখে কোন সমস্যা আছে কিনা । যদি কোন সমস্যা থাকে সেটি ট্রিটমেন্ট করে ঠিক করে নেয় আগেই ।

  • তারপর মাঠে পাঠায় – শতভাগ নিশ্চয়তা দিয়ে কারণ সে জানে এই প্রার্থীর কোন সমস্যা নেই চাকরি হবার সম্ভাবনা বেশি এবং যদি চাকরি না হয় বাদ পরে তাহলে দালাল কে #CareerMessages এসে বলার পর দালাল উপর দেয় – আমি একটু অফিসার এর সাথে কথা বলে শুনি কেন এমন টি হল – কিছুক্ষণ পর এসে বলবে আজে কপাল খারাপ লোক নিবে মাএ ২ জন তাই হল না বা অন্য কোন বাহানা ।

অপরদিকে একজন প্রার্থীর যখন কোন সমস্যা ছাড়া নিজ যোগ্যতায় চাকরি হয় তখন কিছু অসাধু মানুষ টাকা দাবি করে হোক সেটি দালাল বা পরিচিত কেও । তখন আপনি ভাবেন হ্যাঁ টাকা দিয়েই চাকরি হয়েছে টাকা দিতেই হবে ।
দালাল সব সময় বলবে চাকরি #CareerMessages নিয়ে দিয়েছি ট্রেনিং এ কোন সমস্যা হলে আমি কিছু জানি না । আর ট্রেনিং বাদ পরলে আপনার চাকরি ও গেলে টাকাও গেলো ।

আমাদের সবার বিচার বিবেচনা করার ক্ষমতা আছে সুতরাং –

  • চাকরি জন্য কেও কোন টাকার লেনদেন করবেন কারো সাথে ।
    যেহেতু যুগ পরিবর্তন হয়েছে তাই এখন দালাল চক্র দের ও প্রতারণা করার পদ্ধতি আরও আধুনিক হয়েছে । যাই হোক কেও কোন ভাবে প্রতারিত হবেন না । কোন কিছু করার #CareerMessages আগে ভেবে কাজ করবেন । মনে রাখবেন আবেগ দিয়ে দুনিয়া চলে না দুনিয়া চায় প্রাক্টিকাল বা বাস্তবতা ।
  • [ আশা করছি সম্পূর্ণ বেপার টি ভালোভাবে বুঝতে পেড়েছেন । পরবর্তীতে কোন বিষয় এ জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ]

    [  কেও কপি করলে ক্রেডিট  দিবেন #CareerMessages এর  ] ক্রেডিট দিলে আরো পোষ্ট পাবেন নয়ত পাবেন না ।

    (আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

    বিদ্রঃ –

    ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।

    (ভালো লাগলে Subscribe করবেন)

    ( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

    ( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

    আমাদের চ্যানেল – Career Messages 

    যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

9 thoughts on "সেনাবাহিনীর চাকরি নিতে কত টাকা লাগে ? কে – কিভাবে ঘুষ খায় ? ঘুষ এর টাকা কোথায় যায় (বিস্তারিত)"

  1. Labib Author says:
    গুড পোষ্ট #CareerMessages। বাট #CareerMessages টাইটেলটা একটু#CareerMessages উল্টো। মারাত্মক #CareerMessages SEO করেছেন।

    🙂

    1. IshFaQ Subscriber Post Creator says:
      thanks
  2. Xunayed Contributor says:
    ভালই
  3. শরিফুল Author says:
    গুড। আমি আপনার সাথে একমত।আমি নিজেই সেনাবাহিনীর একজন সদস্য
    1. Zubaer Ahmed Contributor says:
      ভাই,আপনি যদি সেনা বাহিনীর সদস্য হয়ে থাকেন,তাহলে আমি বলবো বাংলাদেশের পুলিশ গুলারে আগে পিটায়া মানুষ করেন

Leave a Reply