মুভিটা শেষ হওয়ার পর জাস্ট হ্যাং হয়ে গেলাম মারাত্মক ধরনের টুইস্ট ছিল মুভিতে। কি হয়ে গেলো মুভির ভিতর সেই নিয়ে চিন্তা। প্রিয় কিছু থ্রিলার মুভির মধ্যে আরো একটি মুভি যুক্ত হলো। প্রথমবার স্পেন এর কোনো মুভি দেখলাম আর প্রথম মুভিতে অবাক হলাম।৷ থ্রিলার হিসাবে দারুন ছিলো মুভিটি।টুইস্ট টা খুবই ভালো।যারা থ্রিলার পছন্দ করেন
তাদের জন্য মোস্ট ওয়াচ।আর হ্যাঁ মুভিটার রিমেইক করেছে ইমরান হাসমি ২০১৯ সালে তবে আমি সাজেস্ট করবো ওরিজিনাল দেখারআছে।মুভির শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত দেখে যখনই আপনি কাহিনী সম্পর্কে মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হবেন ঠিক তখনই মুভিটির ক্লাইম্যাক্স এসে আপনার সিদ্ধান্তকে একশ আশি ডিগ্রি ঘুরিয়ে পুরো উল্টো দিকে ছুড়ে ফেলবে।
প্লটঃ মুভির শুরুতেই দেখা যায় হাসপাতালের মর্গে ডিউটিরত গার্ড কোন কিছু দেখে ভয় পেয়ে পলায়নরত অবস্থায় এক্সিডেন্ট করে কোমায় চলে যায়।তার কিছুক্ষণ পরেই ওই মর্গ থেকে কার্ডিয়াক এরেস্টে মৃত এক মহিলার লাশ উধাও হয়ে যাওয়ার ঘটনা আবিষ্কার হয়।
লাশ উধাওয়ের ঘটনার সূত্র ধরে এগোতে থাকলে গোয়েন্দা কমিটির ধারণা হয় যে মহিলার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না।হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন মহিলাটা।আর এক্ষেত্রে গোয়েন্দা পুলিশের প্রধানের সন্দেহের কাটাটা পড়ে মহিলার হাজবেন্ডের উপরে।সন্দেহটা যে একেবারে অমূলক তাও না।
কিন্তু যদিও বা হাজবেন্ডই খুন করে থাকে তাহলে লাশই কেন বা উধাও হলো আর কিভাবেই বা উধাও হলো?আবার……না থাক,আরো কিছু বলে মুভি দেখার মজা নস্ট করে দিতে চাই না।মজা পেতে হলে অবশ্যই নিজ দায়িত্বে দেখে নিতে হবে মুভিটা।
movie name : the bodyPersonal rating : 9.5
Industry : Spanish
Imdb : 7.6
Direct Download Link: Download 480p 400mb
Direct Download Link: Download 720p 1gb
Google Drive Share Link: Download 480p 400mb
Google Drive Share Link: Download 720p 1gb
Bangla Subtitle Link: Download Subtitle
11 thoughts on "The Body | এমন এক অসাধারণ মুভি যা আপনার মাথাকে হ্যাং করে দিবে।"