আমার প্রিয় রং কালো – আপনার প্রিয় রং হয়ত লাল – এভাবে আর একজনের প্রিয় রং হয়ত নীল ইত্যাদি কত মানুষের কত রং ই পছন্দ – তাই তো নাম হয়েছে রং এর দুনিয়া –
আসলে প্রিয় রং বলতে কিছু নেই_ কেননা –
বিয়ের কনের কাছে লাল শাড়ি ভাল লাগলেও লাল রক্ত ভাল লাগবে না । অপর দিকে লাল শাড়ি স্বপ্নের প্রতীক হলেও লাল রক্ত কিন্তু ভয়ের প্রতীক ।
হয়তো দোকানে গিয়া আপনি হলুদ টি-শার্ট পছন্দ করলেন
কিন্তু গাড়ি কেনার সময় এই রং টি অসহ্য লাগবে ।
এই প্রিয় রঙের ঝামেলা থেকে বাচতে অনেকেই আবার কালো রং টি বেছে নেয়, তবে তার ঘরের দেয়ালে এই রঙ লাগাতে বললে অবশ্যই সে নিষেধ করবে ।
আসলে প্রিয় রং বলতে কিছুই নেই. ব্যাপারটি এক ধরনের ক্ষেএ বিশেষ,ভিন্ন ভিন্ন বস্তু আমাদের ভিন্ন ভিন্ন রঙ্গে ভাল লাগছে ।
এবং সময় বলেও আসলে কিছু নেই,
সূর্য উঠেও না,নামেও না আমরাই চারদিকে ঘুরি, সময় চলতেই থাকে __অন্যভাবে চিন্তা করলে পৃথিবী সৃষ্টির আগেও সময় ছিল।
এবং,
একে ঘড়ি দিয়ে হিসেব করে ফয়দা নেই, ঘড়ি বা ইতিহাস কিছুই এটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না,সময় চলতেই থাকবে অমীমাংসিত কোন রহস্যে।
পৃথিবী ধ্বংসের পড়েও সময় চলবে,কেয়ামতের পড়েও চলবে। বিষয় টি সহজ মনে করলে সহজ,জটিল মনে করলে জটিল.
Credit – #ZunayedEvan
Modified – #অনুপ্রেরণারগল্প
চিকন কোমর বা আকর্ষণীয় ফিগার এর মেয়েদের ইতিহাস । অভাবনীয় শিক্ষণীয় গল্প – ভিডিও লিং –
**আমাদের চ্যানেল এ আপনি কি কি পাবেন ?
- (1) পড়াশোনা সম্পর্কিত টিপস এবং ট্রিকস ,
(2) অনুপ্রেরণামূলক ভিডিও্ - (3) অনুপ্রেরণামূলক গল্প ,
(4) সফল ব্যক্তিত্বদের অনুপ্রেরণামূলক জীবনী ।
এ ছাড়াও উক্ত বিষয়ের ওপর কোন ধরনের ভিডিও চান তা আমাদের জানালে আমরা সেই ভিডিও বানানোর চেষ্টা করবো ।
**আমাদের মূল উদ্দেশ্য হলো –
আশা করি সাথেই থাকবেন ।
আমাদের চ্যানেল – অনুপ্রেরণার গল্প ঘুরে আসতে পারে ভালো লাগলে SUBSCRIBE করবেন ।
7 thoughts on "প্রিয় রং বলতে কিছু নেই । এবং চিকন কোমর বা আকর্ষণীয় ফিগার এর মেয়েদের ইতিহাস"