ট্রিকবিডির মাধ্যমে অনেক চুরের ব্যবসার আজ নতুন পথ খুলে গিয়েছে। তারা ইউজারদের ইনবক্স এ নিয়ে গিয়ে নানা প্রতারণার ফাদে ফেলছে।
Zihad Ahmed নামের ট্রিকবিডির অথোর পোস্টের শেষে পেপ্যাল আইডি বিক্রয় এর কথা বলে ইনবক্স এ নিয়ে গিয়ে তার টাকা মেরে দিয়েছেন।এভাবে সে অনেকের টাকা মেরেছেন।
ভাইটি ইনবক্স এ এসে আমাই ট্রিকবিডির অথোরিটিকে ব্যাপারটি জানাতে বললো।
প্রতারণার স্কিনশট দেখুনঃ-






চুরের অথোর আইডিঃ-
Zihad Ahmed
আর একটি কথা
ট্রিকবিডিতে পোস্ট করলেই দেখা যাচ্ছে কিছু কন্ট্রিবিউটর অযথাই তুই তুকারি শুরু করছে, অথবা গালি দিচ্ছে কমেন্টে। ফলে অথোরেরা পোস্ট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে।
ট্রিকবিডি হ্যাক হয়েছে,
অথবা, রানা ভাই আর নাসির ভাই এর মধ্যে সম্পর্কে কোনো ত্রুটি ধরেছে?
কারণ অনেক মাস যাবৎ এনাদের কোনো হদিস নাই।
পেনডিং আছে কেন?
রিজেক্ট অথবা অথর কোনোটা তো করবেন ভাই।
10k+ Facebook Page থাকলে এবং বিক্রি করতে উচ্ছুক থাকলে।দাম আলোচনা করে ঠিক করা হবে।
নিচের আইডিতে যোগাযোগ করুন
–
http://www.facebook.com/nadimaliboss