কিছুদিন আগে এক অথার ভাই পোস্ট করেছেন তিনি দিচ্ছেন পেইড হোস্টিং একদম ফ্রি তাও আবার ১ বছরের জন্য যা 100% নামক প্রমো কোড ব্যবহার করলে একদম ফ্রি পাওয়া যাবে।
যা আসলেই আমরা সবাই পেয়েছিলাম।দেখুন পোস্টের কিছু স্ক্রিনশট।
এই হলো সেই ভদ্রলোক এর প্রোফাইল যে এই ধান্দা করেছে।কেন ধান্দা বলছি নিচে গেলেই ক্লিয়ার হয়ে যাবে।
হ্যা।এখন পুরো তথ্যে চলে আসি।
আমরা অনেকেই এই হোস্টিং ট্রাই করি।যা দেখি সে প্রথম বছরের জন্য প্রমো দিয়ে ভালোই করে এবং হোস্টিং মোটামুটি ছিল।কিন্তু ভালো বলা চলে না।
এখন আসি কবে কি কি হলো:
১.যেদিন এই লোক পোস্ট করে সেদিন শুধু তগককে এই অফার।
২.পরের দিনই উনি জানিয়ে দেন অফারের মেয়াদ শেষ।
যাক এটা হতেই পারে উনার অনেক ইউজার হয়েছে।তাই বন্ধ করতেই পারে।
৩.বাটপাড়ি এর লেভেল এখন বেড়ে যায়।২ দিন পর আমি এই সাইটের প্যানেল এ লগিন করি এবং দেখায় আমার পাসওয়ার্ড ভুল।যা কোনো রকমেই হওয়া সম্ভব না।কারন আমি ১০০% ঠিক এবং মনে রাখার মত পাসওয়ার্ড দেই।
৪.এর মানে এই যে আমার প্যানেল এর পাসওয়ার্ড এডমিন চেঞ্জ করে দিয়েছে।
৫.এখন আসে আরো বাটপাড়ি।আমি forgot passwprd দিলে কোনো মেইল আসে না।যার মানে এই সাইট থেকে হোস্টিং নেওয়ার জন্য আমি যেই ডাটা এবং সময় ব্যায় করি তা নষ্ট হলো সাথে সেই প্যানেলে এড করা ডোমেইন ও শেষ।
৬.এখন বলছে সাইটে সমস্যা,সাইটেই এক্সেস করা যায় না।স্ক্রিনশট দেখুন:
তাহলে দেখুন যদি কেউ এখান থেকে তার টাকা দিয়ে অইনে তাহলে তার টাকা একদম শেষ।মানে ধান্দা হয়েছে অনেকের টাকা।সাথে অনেক ডোমেইন ও নষ্ট।
আরো বড় কথা হলো এই সব লোক ট্রিকবিডি কে একদম তাদের নিজের লাভের জন্য ব্যবহার করে।কিভাবে ট্রিকবিডি থেকে ধান্দা করা যায়,কিভাবে মানুষ ঠকানো যায়।এর সন্য কত লোকের কত সময় নষ্ট হয়।
এসব লোকের জন্য ট্রিকবিডির টাইটেল Know for shareing এর মূল প্রতিপাদ্য নষ্ট হয়।তাই এ সকল একাউন্টের Author বাতিল করা হোক।আর কেউ যেন এরকম লোক ঠকাতে না পারে ট্রিকবিডি এর মাধ্যমে সেই কামনা রইল।
Share:
আসলে এসব ব্যাপারে আরো কঠোর হতে হবে।এমন অথার রিমুভ করা উচিত।কি বলেন?
আমার কমেন্ট গোলা দেখেন।
সব বুঝবেন।
আমি শুধু ফ্রি নিয়েছিলাম।যদি ভুলেও পেইড নিতাম পুরা মারা খাইতাম।তাই এসকল অথার ট্রিকবিডি থেকে রিমুভ দরকার
যদি এডমিনরা একটিভ হতো তাহলে এমন ধান্দা করার সাহস পেতো না।
তারা আমাকে বলেছিল সেল্ফ ক্লিক এপ্স কিংবা ওয়েবসাইট ট্রিকবিডি সাপোর্ট করে না।
কিত্নু কিছুদিন আগে এমনি এক ওয়েবসাইট শেয়ার করা হয় যাকিনা ট্রিকবিডি সাপোর্ট করে না। শুধু এতটুকুই
নয় ট্রিকবিডি সেই পোস্টটিলে একেবারে Hot Post এ রাখে।( তাদের উদ্দেশ্য পপুলার পোস্ট গুলো যা বেশি ভিউ হয়)… ট্রিকবিডি যদি সাপোর্ট ই না করে এই ধরণের কাজ তবে তাকে হট পোস্টে রাখার কারণ কি। রিপোর্ট দেয়ার ৩ দিন পর সে পোস্ট ডিলেট করা হয়। এই ৩ দিন তারা কই ছিল?। আসলে হতে পারে এখানে সাপোর্ট টিম এ একাধিক মেম্বার হওয়াতে তাদের মত ভিন্য। কেউ একটা জিনিস সাপোর্ট করলে অন্যজন তা করে না। কিন্তু এভাবে হলে ত চলবে না। আর কুইক একশন নেয়া উচিত।
শুধু 9hostbd না এ বছর এমন আরো ৩ টি পোস্ট ট্রিকবিডিতে শেয়ার হয়েছে যার দ্বারা আমি প্রতারিত হয়েছে। এই কারণে বাংলাদেশি কোনো ওয়েবসাইট কিংবা সুবিধাই আমি বিশ্বাস রাখি না।
রিপোর্ট দিলে সাথে সাথে যদি একশন নেয়া হত তাহলে ট্রিকবিডি আগের হওয়া সম্ভব?
ম্যানুয়ালি এড করলে স্টিকি পোস্ট হিসেবে থাকে।
যেমন: সাপোর্ট টিমের পোস্টটি।
সর্বনিম্ন ৫ টি রিপোর্ট পেলেই আমাদের কাছে নোটিফিকেশন আসে।
তাই দোষটা আপনাদেরই।
বারবার রিপোর্ট করতে উৎসাহিত করার পরেও কমেন্ট করে গালিগালাজ করে।
কিন্তু রিপোর্ট করেনা।
সাধারণ দৃষ্টিতে স্ক্যাম পোস্ট হলে রিমুভ করা হয়।
কিন্তু কিছু ট্রিক ইউজ না করলে আসল কি নকল বুঝা যায়না।
সেগুলোর জন্য রিপোর্টের অপেক্ষায় থাকতে হয়।
তাই আগে বুঝুন, তারপর দোষারোপ করুন।
আশাকরি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
এসব মিথ্যা অযুহাত দিবেন না।
তাহলে পেছন মারা কোনটা?
কেউ আছেন যে একাউন্ট করেছিলেন এখন ডিলিট করে দিছে?
এমন নিজের ধান্দা সফল তাই ফ্রি ইউজার কে লাথি মারছে
আমার মতো অনেকেউ ফুল ভেরিফাই করেছে।তারপর ও তাদের একাউন্ট নাই।বাটপারি বন্ধ দেন।ম
কোনো খারাপ কিছু দেখিনী ।
চিটার এক নাম্ভার।।