আশা করি সবাই ভালো আছেন।
আল্লাহ্‌-র রহমতে…

————————————————————-

জ আমি দেখাবো কিভাবে আপনারা এই রকম যে কোন Photo এর Background Remove করবেন একদম সহজেই

…..
ফটোর Background Remove করার অনেক App আছে। তো..এতো App থাকার সত্যেও কেনো আমি এই App এর কথা বলতেছি আপনাদের মনে এমন প্রশ্ন জাগতেই পারে তাইনা। এই App এর কিছু বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে তার মধ্যে হলো:-
১). এই App টির মাধ্যমে. Background Remove করার পর ছবির কোয়ালিটির কোন খারাপ হইনা।
.
২). ছবি অনেক অনেক পরিমাণ জুম করে একদম নিখুত ভাবে Background Remove করতে পারবেন।
…..

তার আগে আমার কিছু কথা–
সমস্ত বিশ্বে করোনা ভাইরাস যেভাবে দিন দিন বেরেই চলছে, না জানি শেষ পর্যন্ত কি হয় আল্লাহই তা ভালো জানে।
তো যেহেতু এই রোগের এখন পর্যন্ত কোন ঔষধ বের হইনি তাই আমাদের সকলকেই অনেক সানধাণতার সাথে চলা ফেরা করতে হবে।
আমরা সবাই নিজ দায়িত্ব থেকে সব নিয়ম কানুন গুলো যথা যত মেনে চলি।
নিজে সুস্থ থাকি,নিজের পরিবারকে সুস্থ রাখি,এবং সকলের সুস্থতা কামনা করি।


আর সব থেকে জরুরি কাজ হলো, আমরা সবাই আল্লাহ কে ডাকি। পাঁচ ওয়াক্ত সালাত আদাই করি। তাহলে আল্লাহ আমাদের ওপর রহমত করতে পারে।


.
..

….

আরেকটা Request আপনাদের সবার কাছে যেহেতু আমার এই YouTube Channel টি একেবারে নতুন। তাই আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি। সকলেই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করি।

..

•••••°′′°°°°°°°•••′°°°°°°°••••


এখন মূল কাজে নেমে পড়ি

____

___
ফটোর Background Remove করার জন্য App টি Download করে নিন।
,,
,,
Details :-
.
App Name:- PicSay Pro
App Version:- 1.8.0.5
App Size:- 1.55 MB
.
App link:- →→Click To Download←←
..
..
ডাউনলোড করা হয়ে গেলে নিচে ফলো করুন…

_____________
_____________

স্কিন সর্ট গুলো দেখুন

PicSay Pro App ওপেন করুন

New Blank Picture

আমি যেই সাইজ দিছি আপনারাও সকলেই ওই সাইজ দিবেন।
দিয়ে Create click করেন।

এখন Effect থেকে. Insert Picture এ গিয়ে যেই ফটোর Background Remove করতে চান ওইটা সিলেক্ট করে দেন।


তারপর আপনাদের সুবিধা অনুযায়ী Crop করে ওকে করুন।

এখন ফটো টেনে Full Screen করুন


এখন দুই হাতে ফটো টি টেনে জুম করে Background Remove করুন।


হয়ে গেলে এখন Save করে নিন


দেখুন ফটোর Background Remove করা হয়ে গেছে।

আজকে এই পর্যন্তই।

যদি কারো কোন বুঝতে সম্যসা হয় তাহলে এই ভিডিও টি দেখে নিতে পারেন।


ভিডিও টিউটোরিয়ালঃ-


__________________

______________________________________________________________________
যদি Video টি আপনাদের কাছে একটু ও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু কষ্ট করে আপনারা সকলেই আমার চ্যানেলটি Subscribe করে নিবেন।
আপনাদের সকলেরই সহযোগিতার আশা করছি।

….
….


.

——-

যোগাযোগঃ

….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Like on My Facebook Page:- Anondo Edit Zone
……….

Anondo Edit Zone

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।


12 thoughts on "একদম সহজেই ছবির Background Remove করুন। HD Quality Background Remove করুন।"

  1. VIP Contributor says:
    Shala ai kon leveler abal re vai. ai post 5/6 bar kora ace
  2. hasan13 Contributor says:
    tnk u vai
    1. Anondo Edit Zone Author Post Creator says:
      ??
  3. Md Sagor Author says:
    Atar thake o easy way ache.
    1. Mahmud101 Contributor says:
      ki seta vai?
    2. Anondo Edit Zone Author Post Creator says:
      যেমনটা আপনার খুশি।
  4. Mahmud101 Contributor says:
    এটা তো অনেক কঠিন!
    ইজি না!
    1. Sajel Contributor says:
      কঠিন হলেও ভাই…. কোয়ালিটি HD থাকবে…. এর থেকে সহজ picsart এ আছে,।।। তবে কোয়ালিটি খারাপ হয়ে যাবে একদম
    2. Anondo Edit Zone Author Post Creator says:
      কেনো ভাই। শুধু জুম করে রিমুব করবেন।
    1. Anondo Edit Zone Author Post Creator says:
      ?
  5. reaz101 Contributor says:
    এর থেকে ভালো ফটোশপ দিয়ে

Leave a Reply