চলে এলো ফেসবুকের অফিসিয়াল এপস মেসেঞ্জার কিডস
মেসেঞ্জার কিডস
অবশেষে পাবলিশ হলো ফেসবুকের নিজেস্ব এপস
ফেসবুক কিডস ৷ফেসবুক প্রতিবেদনে জানা যায় তদের এপস টি মূলত পেরেন্টাল কোট্রল সেবা দেয়ার জন্যই চালু করা ৷
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় করোনার কারনে বাধ্যতামূলকভাবে ঘরে অবস্থান করছে শিশুরাও। অবসর সময়ে সহপাঠী বা বন্ধুদের সঙ্গে শিশুদের বার্তা বিনিময়ের সুযোগ দিতে বাংলাদেশসহ প্রায় ৭০ টি দেশে এর ও বেশি নিজেদের মেসেঞ্জার কিডস সেবা চালু করেছে । এই কিডস ভার্সন মেসেঞ্জারের শিশুতোষ সংস্করণটিতে প্যারেন্টাল কন্ট্রোল ফিচার থাকায় সন্তানরা কোন কোন বন্ধুর সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা কি সুন্দর একটা ফিচার ৷
এমনকি ‘সুপারভাইজড ফ্রেন্ডিং’ ফিচার কাজে লাগিয়ে অন্যদের পাঠানো বন্ধুত্বের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানও করতে পারবেন অভিবাবকগন ৷ ফলে শিশুরা অনলাইনে নিরাপদে বন্ধুদের সঙ্গে বার্তা বা ছবি বিনিময় করতে পারবে অনেক নিরাপত্তায় ৷
তাছাড়াও যেসব সুবিধা রয়েছে এপসটিতে
- নাইড ভার্সন
- ইমেজ ছেইভ মোড
- ডাটা সেইভ মোড
- থাকছে অফলাইনএ চার্ট করঅর সুবিধা
- বিভিন্ন কালারের থিমস
- ফন্ট চেন্জ করার সুবিধা
আরো অনেক সুবিধা নিয়ে তৈরি হয়েছে মেসেন্জার কিডস ভার্সন টি ৷আপনারা চাইলেও ডাউনলোড দিতে পারেন ৷ নিচের ডাউনলোড লিংক থেকে ৷
Download Messenjer Kids apps
মেসেন্জার কিডস সম্পর্কে আপডেট নিউজ পেতে চোখ রাখুন
মেসেঞ্জার কিডস ফেসবুক ভেরিফাই পেইজাএ
পষ্টটি প্রথম প্রকাশিত হয় Freelancing24.com সাইট এ
সৈজন্য:ProDokan.com
ভালো থাকবেন ৷ ভালো রাখবেন ৷আজ এ পর্যন্তই ৷
8 thoughts on "চলে এলো ফেসবুকের অফিসিয়াল এপস মেসেঞ্জার কিডস"