অ্যান্ড্রয়েড 11 ভার্সনে যেসব মাথানষ্ট যে ফিচার থাকছে

এর মধ্যেই এন্ডয়েটের নিজেস্ব ওয়েবসাইটে তাদের এ আপডেটের বিষয়ে জানিয়ে দিয়েছে

অ্যান্ড্রয়েড ১১ এর আপডেট ফিচার গুলো দেখতে চোক রাখুন তাদের নিজেস্ব ওয়েবসাইট এ এখানে চাপুন ৷

বন্ধূরা অতি শিগগিরই বাজারে আসছে গুগলের নিজস্ব স্মার্টফোন পিক্সেলে অ্যান্ড্রয়েড ১১ ভার্সনটি ৷

চলতি বছরের শেষে লঞ্চিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই এন্ডয়েটের ১১ ভার্সনটি ।

এরইমধ্যে অনলাইন ভিত্তির সংবাদ মাধ্যমগুলোতে অ্যান্ড্রয়েড ১১ এর ফিচার নিয়ে আলোচনা হতে শুরু হয়ে গেছে ৷

চলুন তাহলে একনজরে দেখে

নেয়া যাক কি কি ফিচার থাকছে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণে:

নাম১:নোটিফিকেশন এর অসাধারন পরিবর্তন

স্মার্টফোনে কিছু অ্যাপ থাকে যেগুলোর নোটিফিকেশন ইউজার রিসিভ করতে না চাইলেও তা নোটিফিকেশনস প্ল্যানেলে ভেসে থাকে।
তবে অবার নতুন অ্যান্ড্রয়েডে ইউজাররা চাইলেই যে কোনো নোটিফিকেশন মুছে দিতে পারবে।

No২:
রিসেন্ট অ্যাপে বড় প্রিভিউ

আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সনে রিসেন্ট অ্যাপের প্যানেল ভিউ আরো বড় করা হয়েছে। ফলে আগের থেকে একটু বড় পরিসরে প্রিভিউ দেখা যাবে। সেখানে স্ক্রিনশট ও শেয়ার বাটন যোগ হয়েছে।

No৩:পপ-আপ স্ক্রিনশট ফিচার

ন্ত্রিনশর্চ নেয়ার একটা ঝামেলা প্রায় সব ফনেই ৷
গুগলের নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে আইওএস এর মত স্ক্রিনশট নিলে ডিসপ্লেতে পপ-আপ উইন্ডোতে তা দেখা যাবে। এখান থেকে সরাসরি তা এডিট ও শেয়ার করার অপশন থাকবে।

নাম ৪: ইন্টারনেট শেয়ারিং

এর হটস্পট ও শেয়ারিং মেন্যুতে ইন্টারনেট শেয়ারিং ফিচার দেয়া হয়েছে। ফলে ইউএসবি কানেক্টর ব্যবহার করে স্মার্টফোনের ইন্টারনেট থেকে পিসি কিংবা রাউটারে ইউজ করা যাবে।

এছাড়াও স্ক্রলিং স্ক্রিনশট, টাচ সেনসিটিভিটির উন্নয়ন এবং রেকর্ডিংয়ের সময় নোটিফিকেশনস বন্ধসহ বেশকিছু ইউসফুল ফিচার থাকবে নতুন অ্যান্ড্রয়েড ১১ ভার্সনে।

তাছাড়াও তাদের নিজেস্ব ওয়েবসাইটে বলা হয়েছে :

 Get started with Android 11 Developer Preview
Review the program and timeline - read the Overview for key dates and details.

Set up a runtime environment - see Get Android 11 to flash a Google Pixel device or set up an emulator.

Set up Android Studio - try the preview SDK and tools - see Setup Guide for steps.

Learn about what's new - review the privacy features and behavior changes that may affect your app.

Test your app - run through all flows to look for issues.
 Toggle behavior changes at runtime to isolate issues.
Update your app - targeting Android 11 if possible, test with users via beta channels or other groups.

 



সৈজন্য :JobKhujo.com





4 thoughts on "অ্যান্ড্রয়েড 11 ভার্সনে যেসব মাথানষ্ট যে ফিচার থাকছে"

  1. Md Al-Amin Islam Contributor says:
    কোন মডেলের ফোনগুলোর জন্য এই ভার্শনটি রিলিজ পাবে তা উল্লেখ করলে আরো ভালো হতো…
  2. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
  3. Swapnil Contributor says:
    সবগুলা ফিচার অলরেডি শাওমি ফোনে আছে
  4. RJ JAHID Contributor says:
    এইসবগুলো অলরেডি আছে এন্ড্রয়েড ১০-এ । আমি স্যামসাং ইউজার।

Leave a Reply