ফ্রি ইন্টারনেট সেবা দেবে ফেসবুকের নতুন ডিসকভার অ্যাপ

মানুষকে অনলাইনে আনার জন্য ফেসবুকের প্রচেষ্টার শেষ নেই।
ফ্রি ব্যাসিকস, ফ্রি মেসেঞ্জার, জিরো ফেসবুক সহ তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে মানুষকে ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত করে তোলার জন্য।
এরই ধারাবাহিকতায় ফেসবুক প্রকাশ করল তাদের নতুন উদ্যোগ ডিসকভার।


আপনি হয়তো ভাবছেন ফ্রি ব্যাসিকস থাকতে আবার ডিসকভার কেন!
হ্যাঁ প্রথমে প্রশ্নটা আমার মনেও জেগেছিল। ফ্রি ব্যাসিক্স অ্যাপ এবং সাইটে ফেসবুক কর্তৃক কিছু ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করা যায়।

তাহলে কেন ডিসকভার অ্যাপ ৷

কিন্তু ফেসবুকের নতুন ডিসকভার অ্যাপের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ মোবাইল ডাটা ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবেন।


 

আচ্ছা বুঝিয়ে বলি ,

সম্ভবত ডিসকভার অ্যাপ এ তারা প্রতিদিন ১০০ MB ব্যবহারের লিমট দিবে ৷ তবে ঐ MB দিয়ে শুধূ ডিসকভার অ্যাপ টিই চলবে ৷ এই ডাটা ব্যবহার করে খুব সম্ভবত ওয়েবসাইটগুলোর টেক্সট ভার্সন বা লাইট ভার্সন ব্রাউজ করতে পারবেন।

কী কী ওয়েবসাইট থাকবে ? নাকি ফ্রিবেসিক এর মতোই সামান্য কিছু ওয়েবসাইট?


এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নেই।
কারণ ডিসকভার অ্যাপ এর মধ্যে যেসব সাইট ভিজিট করবেন সেগুলোতে কোন ছবি বা ভিডিও নাও দেখাতে পারে ফেসবুক।
মূলত সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সাথে চুক্তি করে এই ডিসকভার অ্যাপ এবং ডিসকভার ওয়েবসাইট থেকে সীমিত পরিমাণ ডাটা ব্যবহার করে যে কোন ওয়েবসাইট ভিজিট করা যাবে।সম্ভবত ফ্রিবেসিক এর বিকল্প ৷

তবে এই ডাটার পরিমাণ এবং ওয়েবসাইটের কনটেন্ট অর্থাৎ শুধু টেক্সট দেখা যাবে নাকি ছবিও দেখা যাবে সেটা মোবাইল অপারেটর এবং ফেসবুক আলোচনার মাধ্যমে ঠিক করে নেবে ।

এটা ব্যবহার করে জরুরি খবর কিংবা আবহাওয়ার তথ্যের মত দরকারি সব তথ্য পেতে পারেন। আর বিনামূল্যে ফেসবুক ব্যবহার করার জন্য ফ্রি বেসিকস তো থাকছেই।

বর্তমানে ডিসকভার অ্যাপটি শুধুমাত্র পেরু’তে আছে অর্থাৎ সব দেশে এটি এখনো আসেনি। ভবিষ্যতে হয়তো কোন এক সময় বাংলাদেশে ডিসকভার লঞ্চ করবে ফেসবুক।
বাংলাদেশে বসে ডিসকভার অ্যাপটি ব্যবহার করতে চাইলে আপনাকে সেই দিনের অপেক্ষায় থাকতে হবে।
তবে সম্ভবত ২০২১ সালের শেষের দিকে এই এপসটি বাংলাদেশে লান্স হতে পারে ৷

ডিসকভার অ্যাপটি ডাউনলোড করতে এখানে চাপুন (বর্তমানে বাংলাদেশে নট সাপর্ট)

আজ এ পর্যন্তই ভালো থাকবন ভালো রাখবেন ৷
আল্লাহ হাফেজ ৷



সৈজন্য :JobKhujo.com



এখন ফ্রি

>প্রিমিয়াম ব্লোগার টেমপ্লেট
>প্রিমিয়াম WordPress Thems
>প্রিমিয়াম Andrioad Apps
>প্রিমিয়াম PC Apps পেতে জোয়েন করুন ProDokan ফেসবুক গ্রুপ এ ৷ জোয়েন করতে এখানে চাপুন

7 thoughts on "ফ্রি ইন্টারনেট সেবা দেবে ফেসবুকের নতুন ডিসকভার অ্যাপ"

  1. abirh104 Contributor says:
    সমস্যা নেই। ভিপিএনে পেরুর সার্ভার কানেক্ট করে ডিসকভার অ্যাপ চালাব
    1. Rxs Abubokor Contributor says:
      বলদ ভিপিএন কানেক্ট করতেও তো এম্বি লাগে
  2. Mahmudcnm Contributor says:
    কিভাবে হ্যাক করতে হবে,সেটা নিয়ে লেগে পড়েন।
    বাঙালি বলে কথা।
    1. Boss No1 Contributor says:
      Hahahahahaahahaha
  3. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share

Leave a Reply