বাড়ি তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর কথা ভাবলেই মনে পড়ে হোস্টিং আর ডোমেইনের কথা।

একটা সময় ছিলো যখন হোস্টিং সার্ভার অনেক কম ছিলো, আর তখন বাংলাদেশী হোস্ট প্রোভাইডার তো ছিলোই না। আর বিদেশি সার্ভার থেকে হোস্ট নিতে হলে আরেক ঝামেলা পেমেন্ট মেথড।

-মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তো আর বিদেশি সার্ভারে পেমেন্ট করা যেতো না, বিদেশি সার্ভার থেকে নিতে হলে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড এর প্রয়োজন হতো।

-পেমেন্ট মেথড আবার আরেক ঝামেলা, তাছাড়া সে সময় হোস্টিং ডোমেইনের মূল্যো ও অনেক ছিলো এখনকার তূলনায়।

তাই কারোর ওয়েবসাইট তৈরীর ইচ্ছা থাকলেও উপায় থাকতো না, আর বর্তমানে প্রযুক্তির অনেকটাই উন্নতি হয়েছে যার কারণে আমরা এখন আমাদের বাংলাদেশী প্রোভাইডার থেকেই হোস্ট ডোমেইন কিনতে পারি।

আজকে আমরা বাংলাদেশি অনেক ভালো একটি হোস্টিং ডোমেইন প্রোভাইডার এর সাথে পরিচিত হবো,

HostsBD.Com (হোস্টবিডি.কম)

হোস্টবিডি.ডট কম একটি বাংলাদেশী ডোমেইন সরবারাহকারী সার্ভার, সুপার ফাস্ট হোস্টিং এবং সবচেয়ে ভালো ডোমেইন সরবরাহ করে হোস্টবিডি।
তাছাড়া খুব সল্প মূল্যোই হোস্টবিডি থেকে ভালো মানের হোস্টিং নিতে পারেন।

আমি সাজেস্ট করব, আপনি যদি ভালো মানের হোস্টিং ডোমেইন চান? এবং আপনি যদি আপনার প্রতিষ্ঠানটি অনেক বড় করতে চান তাহলে অবশ্যয় হোস্টিবিডি থেকে সার্ভিস নিবেন।

কেনো হোস্টবিডি থেকে সার্ভিস নিবেন?

হোস্টবিডি থেকে কেনো আপনি হোস্টিং ডোমেইন নিবেন?

• প্রথমত হোস্টবিডি বাংলাদেশের সবচেয়ে ফাস্ট হোস্টিং সরবারহ করে।
• মূল্যোও অনেক কম।
• যেকোনো সমস্যাই তাৎক্ষণিক সমাধানের জন্য আছে সাপোর্ট টিম।
• প্রতিদিন ২৪ ঘন্টা লাইভ চ্যাট, সাপোর্ট টিকেট, এবং ফোন কল এর মাধ্যমে হোস্টবিডি তার ক্লাইন্টকে সাপোর্ট দেই

তাছাড়া আরো অনেক গুলো এক্সট্রা সুবিধা আছে হোস্টবিডিতে যেসব সুবিধা বাংলাদেশি কোনো হোস্টিং প্রোভাইডার দিবে না।

কিভাবে হোস্ট ডোমেইন অর্ডার করবেন?

প্রথমে…

আপনার ফোন, অথবা পিসির যেকোনো ব্রাউজার গিয়ে https://hostsbd.com লিখে ভিজিট করুন।

এবার হোস্টবিডি সাইটটি ওপেন হবে এখান থেকে Get started now এ ক্লিক করে হোস্টিং প্যাকেজ দেখুন।

অনেক গুলো প্যাকেজ পাবেন সেখান থেকে যেকোনো একটি প্যাকেজ অর্ডার করুন।
আমি সাজেস্ট করব ৫জিবি এবং ১০জিবি প্যাকটি নিন, এটিতে প্রাইচ অনেক কম

এবার ডোমেইনের কেনার জন্য সর্বপ্রথম ডোমেইন সার্চ করুন, আর ডোমেইন যদি অলরেডি আপনার কেনা থাকে তাহলে
I will use my existing domain and update my nameservers এখানে ক্লিক করে আপনার কেনা ডোমেইনটির নাম লিখুন।

এরপর Continue করুন।

আবারও Continue এ ক্লিক দিন।

সবকিছু থেকে এবার Checkout এ ক্লিক দিন।

এবার উপরের স্ক্রিনশট এর মতো একটি ফর্ম পাবেন সেগুলো পূরোণ করুন।
আর যদি আগের একাউন্ট থাকে তাহলে লাগইন করুন।
এরপর পেমেন্ট মেথড সিলেক্টেড করুন।
এবং Complete Order এ ক্লিক করুন।

অর্ডারটি হয়ে গেছে এখন পেমেন্ট করে দিন।
যেকোনো একটি মেথড সিলেক্টেড করে পেমেন্ট করে দিন।
পেমেন্ট করার ৫মিনিটের মধ্যো আপনার সার্ভিসটি একটিভ হয়ে যাবে।
পেমেন্ট করার ৫মিনিটের মধ্যে একটিভ নাহলে লাইভ চ্যাট অথবা সাপোর্ট টিকেটে বললেও একটিভ করে দিবে।

ক্লাইন এরিয়া থেকে Service এ ক্লিক করে…

আপনার সার্ভিস গুলো দেখতে পাবেন।

আজকের এই পোস্টার মূল উদ্দেশ্য হলো মানুষকে ভালো কিছু উপহার দেওয়া। অনেকে অনেক জায়গা থেকে হোস্ট কিনছে কিন্ত ভালো হোস্ট নয় সেগুলো আবারও টাকা ও মার খাচ্ছে।

হোস্টবিডি.কম এর হোস্ট এবং কাস্টমার সেবা দেখে আমার ভালো লেগেছে তাই আপনাদেরকেও সাইটটির কথা জানিয়ে দিলাম।

যেকোনো সাহায্য আমাকেও বলতে পারেন।

15 thoughts on "হোস্টিং খুজছেন? ভালো মানের হোস্ট খুজে পান না? তাহলে এই পোস্টা আপনার জন্য…কম দামে দেশের সেরা হোস্ট নিয়ে নিন"

  1. Avatar photo MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      tnq u.
  2. Avatar photo Md Baijit Bustami Author says:
    Tnq u for share…?
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      Tnx
  3. Avatar photo MD Nazir Ahmmed Arno Contributor says:
    Vai Java Phn Thake Ke Host Niya Jabe
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      Eta aapnar phoner upor nirvor.
      Jodi kena na jai tahole hostsbd er live chat othoba support ticket othoba fb page e bolle hote pare tara kine dibe.
  4. Avatar photo Fazley Sabbir Contributor says:
    বায়েজিদ বোস্তামির পোস্ট আপনি করছেন কেন?
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      Onar permission niyei kora hoyeche.
  5. Avatar photo JS Jubayer Contributor says:
    Tnq u for share…?
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      Tnq u
  6. Avatar photo MD Nazir Ahmmed Arno Contributor says:
    Hostbd er admin k ?
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      View this page : About
  7. Avatar photo Macro Spotr Contributor says:
    Nulled WHMCS License :v যে প্রোভাইডারেরা WHMCS Nulled ব্যবহার করে তাদের থেকে কি রকম সেবা পাবে মানুষেরা তা এমনিতেই বুঝা যায়।
  8. Avatar photo Tuhin Author says:
    আপনার বাসা কি চুয়াডাঙ্গা জেলা তে নাকি ভাই?
    আমার বাসা মেহেরপুর জেলা।
    1. Sadikur R. Mejan Sadikur Rahman Author Post Creator says:
      Bhai Amr basa Sylhet

Leave a Reply