ট্রিকবিডিথে prince Hridoy নামে একজন অথর আছে,যে কিনা ট্রিকবিডির মাধ্যমে মানুষের বিস্বস্থতা অর্জন করে এরপর অন্যের টাকা লেনদেনের নামে আত্মসাৎ করে আসছে।
দয়া করে এইসব প্রতারক থেকে সবাই সাবধান হউন।
আমার সাথে লেনদেনের নামে আমার কাছ থেকে টাকা মেরে খাইছে।
এদের মত চুরদের থেকে সবাই নিরাপদ থাকুন।আমার পোস্ট লেখার একটাই উদ্দেশ্য সবাই যেন আমার মত এইসব চুরের মাধ্যমে তাদের টাকা পয়সা না হারায়।
#Prince Hridoy নামের এই লেখক ট্রিকবিডিতে পোস্ট করেছে কিভাবে সে মাসে ৭লক্ষ্য টাকা ইনকাম করেছে।অতচ অন্যের কাছ থেকে ৫০ডলার মেরে খায় জালিয়াতি করে।
এরা আসলে অন্যান্যদের তাদের ট্রাপ এ ফেলার জন্য এরকম পোস্ট করে।
এগুলাতে এড করে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে।
ট্রিকবিডিতে পোস্টের মাধ্যমে এধরণের দুর্নীতি দেখলেই প্রমাণসহ hellotrickbd@gmail.com বা support@trickbd.com এ মেইল করবেন।
এতে আমাদের একশন নিতে সুবিধা হবে।