হেই গাইস বাধন হেয়ার,
আজকের পোস্টে আমি আপনাদের কে একটা নয় দুইটা নয় পুরো পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে বলব যেগুলো ডেডি লাইফে খুবই কাজের।

তো প্রথমেই আমি কথা বলব খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের একটি ওয়েবসাইট যার নাম।

১। Virustotal.com


এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফোনে ডাউনলোড করা ফাইলগুলি চেক করে দেখতে পারবেন যে সেই ফাইল গুলোর মধ্যে কোন ভাইরাস রয়েছে কিনা,
নরমালি আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেও তার সাথে বিভিন্ন ওয়েবসাইট থেকেও Apk ডাউনলোড করি, বিশেষ করে পেইড অ্যাপ্লিকেশনের ক্রাক ভার্শন তার পাশাপাশি আমরা কম্পিউটারের জন্য কিন্তু এই একই কাজটা করে থাকি।

তো এই ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঐ সকল ফাইল গুলো সহজেই চেক করে দেখতে পারেন ওই ফাইলের মধ্যে কোন রকম কোন ভাইরাস হয়েছে কিনা।
আপনাকে জাস্ট Virustotal.com এ ভিজিট করতে হবে তারপরে আপনি দেখতে পাবেন চুস ফাইল।
আপনি সিম্পল ওইটার উপরে ক্লিক করবেন এবং আপনি যে ফাইলটি চেক করতে চাচ্ছেন ওই ফাইলটি নির্বাচন করবেন আর কম্পিউটারের ক্ষেত্রে জিপ ফাইল সিলেক্ট করবেন।
তারপর একটু অপেক্ষা করুন দেখবেন আপনার সামনে রেজাল্ট চলে আসছে।


তো এখানে মূলত ফাইলটি ৫০ থেকে ৬০ টি অ্যান্টিভাইরাস স্ক্যান করে এবং দেখে যে ফাইল এর মধ্যে কোন ভাইরাস রয়েছে কিনা।

একই কাজটি আপনি করতে পারবেন মনে করুন আপনি হয়তো কোন ওয়েবসাইটে ভিজিট করছেন এবং আপনি হয়তো জানতে চাচ্ছেন যে ওই ওয়েবসাইটে কোন রকম কোন ভাইরাস রয়েছে কিনা,


তো এই গুরুত্বপূর্ণ কাজটিও করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে‌। আর হ্যাঁ এটি মূলত সম্পূর্ণ একটি ফ্রি ওয়েবসাইট তাই আপনি একদম ফ্রিতে যেকোন ফাইল কিংবা ওয়েবসাইট স্ক্যান করে দেখতে পাবেন।

২। Webpushnotifications.com


এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি একদম ফ্রিতে কল করতে পারবেন,
আপনাকে শুধু এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর একটু নিচের দিকে সোয়াইপ করে আসলেই। আপনি কি ফোনের ডায়ালার প্যাড বা ফোনের মত ইন্টারফেস পাবেন।
তো এখন আপনাকে জাস্ট কোলের উপর ক্লিক করতে হবে এবং দেখবেন সাথে সাথে ডায়ালার প্যাড চলে আসবে তো আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন।
এবং আপনি যে নাম্বারে কল করতে চাইছেন সেই নাম্বারটি ইন্টার করবেন
দেন আপনি এবার কোলে কি করে কল করবেন।




এবং আপনি দেখবেন যে আপনি যাকে ফোন করেছেন তার কাছে কল চলে গেছে আপনার নাম্বারটি গোপন রেখেই।

৩। worldometers.info


এটিও চমৎকার একটি ওয়েবসাইট যেখানে আপনি real-time নাম্বার চেক করতে পারবেন যেমন কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন মানে পুরা বিশ্বের জনসংখ্যা কত সেটা একদম লাইভে দেখতে পারবেন।
একই সঙ্গে এ বছরের জন্মহার বা একদিনে কতজন জন্মগ্রহণ করছেন তো এখানে আপনি ইকোনোমি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা সোসাইটি অনেক কিছু আপনি চেক করে দেখতে পাবেন।






এছাড়াও আপনি করোনাভাইরাস এর আপডেট ও এই ওয়েবসাইটের মাধ্যমেই পাবেন।

৪। Remove.bg


এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলেই সিঙ্গেল ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন,
যদিও এই ওয়েবসাইটটি ট্রিকবিডিতে এর আগেও পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন
ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা আসলে সকলেই করতে চান এটি অন্য কোন থার্ড পার্টি এপ্লিকেশন দিয়ে করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়।
কিন্তু আপনি চাইলেই এই ওয়েবসাইটের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন।
আপনাকে শুধুমাত্র আপলোড ফাইলে ক্লিক করতে হবে। এবং আপনি যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে।


এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে।

৫। 10minutemail.com

এটি এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি মাত্র ১০ মিনিটের জন্য একটি ইমেইল আইডি পাবেন এবং সেটি আপনি চাইলে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন।
অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে ইমেইল এর প্রয়োজন পড়ে এন্ড আপনি হয়তো জানেন না আপনার পার্সোনাল ইমেইল ব্যবহার করতে!
এই ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট থেকে একটি মেইল নিয়ে আপনার কাজটি হাসিল করে ফেলতে পারেন।

এবং এখানে আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ইনবক্সে পাবেন অর্থাৎ ইমেইল ব্যবহার করার পর যদি ওটিপির কোনো চক্কর থাকে, তো চাইলে আপনি সেটিও চেক করতে পারবেন।

তো এই ছিল মূলত পাঁচটি ইউসফুল ওয়েবসাইট যেগুলি আমি ডেইলি লাইফে ইউজ করি, তো আশা করি আপনাদের পোস্টটি পছন্দ হয়েছে ভালো থাকুন সকলেই আল্লাহ হাফেজ।

One thought on "৫টি ইউজফুল ওয়েবসাইট যেগুলি আমি ডেইলি লাইফে ব্যবহার করি।"

  1. A2 Contributor says:
    CRDF malicious virus aslo trickbd.com lekhe search korlam virustotal web site a search koray

Leave a Reply