আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা আপনাদের TERMUX এপ কে আকর্ষণীয় করতে পারবেন ছোট একটি টুলের সাহায্যে । এছাড়াও আপনাদেরকে Custom Interactive & Auto Suggesstion Shell শেয়ার করব । 

 

কারো জানা থাকলে ইগনোর করুন । যারা জানে না তাদের জন্য এই পোস্ট

 

জেনে আসি টুলটির ফিচারসমূহ ঃ
একবার ইন্সটল করার পর অফলাইন এও থিম চেঞ্জ করতে পারবেন ।
ফন্ট ও থিম আলাদা ভাবে সাজানো ।
20+ Font & 80+ Theme 🙂
ডার্ক থিম ও লাইট থিম ব্যাবহার করতে পারবেন ।

 

প্রথমে TERMUX এর লেটেস্ট ভার্সন নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

 

 

এবার Termux App এ যান ও নিচের কমান্ড গুলো টাইপ করুন

 

  • apt update -y && apt upgrade -y
  • apt install git -y
  • git clone https://github.com/htr-tech/tstyle
  • cd tstyle
  • bash setup.sh

এরকম আসলে বুজবেন টুলটি ইন্সটল হয়ে গেছে !!

এবার tstyle লিখলেই আপনার টুলটি ওপেন হয়ে যাবে । আপনার পছন্দ মত যেকোনো ফন্ট / থিম সিলেক্ট করুন । সেটি ইন্সটল হয়ে যাবে ।।

1 ফন্ট চেঞ্জ করার জন্য এবং ২ থিম চেঞ্জ করার জন্য  🙂

পূর্বের মত করতে মানে Termux এর Default থেম আনতে tstyle টাইপ করার পর Revert to default অপশন টি সিলেক্ট করুন । 

FISH SHELL :

Fish Shell হলো একটি মডিফাইড Custom shell যেটি আপনার ডিভাইস এর প্রতিটি ডিরেক্টরি সার্চ করে ও আপনি কমান্ড টাইপ করার সময় সম্ভাব্য কম্যান্ডটি সাজেস্ট করে । এছাড়া এটির সোর্স কোড অনেক হালকা (৬ এম্বি ) আপনি সহজেই এটি ব্যাবহার করতে পারবেন । এতা প্রায় সব লিনাক্স ইমেজ এই ব্যবহার করা যায় ।

Installation : apt install fish -y

Usage : fish

Exiting Command : exit  or CTRL+D

 

অনেকেই বিভিন্ন Termux টুলের কোড দেখতে চান । তারা দেখতে চান কিভাবে টুলটি তৈরি করা হয়েছে । আবার কোন টুলের মধ্যে Malicious কোন কিছু আছে নাকি যা তাদের ডিভাইসের কোন ক্ষতি করবে নাকি । তাদের জন্য সুখবর !!?

আপনাদের এই সমস্যার জন্য একটি Reverse Engineering Project শুরু করেছি । যেখানে প্রায় প্রতিদিনই বিভিন্ন ডিকোডেড টুল আপলোড করা হবে । কোন টুল ডিকোড করার রিকুয়েস্ট করতে আপনারা Github এ Issue Create করতে পারেন । অথবা আমাকে বলতে পারেন । ডিকোড করার যথাসাধ্য চেস্টা করব ?

 

আজ এই পর্যন্তই। নতুন নতুন ট্রিক পেতে TrickBD এর সাথেই থাকুন।

 

FIND ME ON ,

 

 FACEBOOK          |          GITHUB          |          INSTAGRAM          |          OTHERS

One thought on "সহজেই আপনার TERMUX এপ কে আকর্ষণীয় করে তুলুন !"

Leave a Reply