শুভ সকাল

কেমন আছেন সবাই আসা করি ভালো আছেন আজকের পর্বে আপনাকে স্বাগতম ৷

যারা আগের পোস্ট দেখেননি তারা দেখে নিন ৷

ধারাবাহিক ভাবে গার্মেন্টস এর কাজ শিখুন (সূচনা)

ধারাবাহিক ভাবে গার্মেন্টসের কাজ শিখুন(টেক্সটাইল ভাইবা প্রশ্ন)

আগের পোস্ট 01-34 টিছিল বাকি গুলা এখন দিলাম

প্রশ্ন – ৩৫. প্রোডাকশন স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ উৎপাদন চলাকালীন অবস্থায় ক্রেতা কিছু উৎপাদিত দ্রব্য (পোশাক) সংগ্রহ করে থাকেন। যা থেকে তিনি বুঝতে চেষ্টা করেন তার অর্ডার দেওয়া মালামালের গুণগত মাণ ঠিক আছে কি না।

প্রশ্ন – ৩৬. ফ্যাশন শো স্যাম্পল কাকে বলে?
উত্তরঃ যে স্যাম্পল নিয়ে ক্রেতা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ফ্যাশন শো করে থাকেন তাকে ফ্যাশন শো স্যাম্পল বলে।

প্রশ্ন – ৩৭. কাপড় বিছানোর সংজ্ঞা দাও।
উত্তরঃ একাধিক পোশাকের কাপড় একবারে কাটার জন্য উৎপাদনের পরিকল্পনা এবং মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী নির্ধারিত দৈর্ঘ্য ও প্রস্থে স্তর আকারে কাপড় সাজানোর প্রক্রিয়াকে কাপড় বিছানো বলে।

প্রশ্ন – ৩৮. নিটেড কাপড় বিছানোর কত ঘন্টা পর কাটা হয়?
উত্তরঃ ১২ থেকে ২৪ ঘন্টা পর।

প্রশ্ন – ৩৯. কাপড়ের লে তৈরি করা হয় কেন?
উত্তরঃ কাপড় বাচানোর জন্য ও পোশাক প্রতি কাপড় কাটার সময় বাচানোর জন্য।

প্রশ্ন – ৪০. সোজা লে বলতে কি বুঝায়?
উত্তরঃ একই প্রকার লে এর মধ্যে কাপড়ের প্রতিটি প্লাই মার্কারের দৈর্ঘ্য অনুযায়ী পূর্ণ দৈর্ঘ্যে বিছানো হয়।

প্রশ্ন – ৪১. ওয়ান পিস বেন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে ওয়ান পিস বেন্ডেড কলার বলে।

প্রশ্ন – ৪২. স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার কাকে বলে?
উত্তরঃ ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলাত বিছানো থাকে, তবে তাকে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে।

প্রশ্ন – ৪৩. সেলাই সুতার সাইজ বা কাউন্টকে কি বলে?
উত্তরঃ টিকিট নাম্বার।

প্রশ্ন – ৪৪. সেলাই সুতার মধ্যে কি ধরনের ফিনিশিং মেটারিয়ালস ব্যবহার করা হয়?
উত্তরঃ লুব্রিক্যান্ট।

প্রশ্ন – ৪৫. সুতার মেট্রিক নাম্বার ৮০/২ হলে, টিকিট নাম্বার কত?
উত্তরঃ ১২০।

প্রশ্ন – ৪৬. ফেব্রিক লে বলতে কি বুঝ?
উত্তরঃ কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকার ধারণ করে তাকে ফেব্রিক লে বলে।

প্রশ্ন – ৪৭. কাপড়ের লে তৈরির মৌলিক লে শর্ত কয়টি?
উত্তরঃ ৩ টি।

প্রশ্ন – ৪৮. কাপড়ের মোড়ক বলতে কি বুঝ?
উত্তরঃ খোলা অবস্থায় কাপড়কে স্তরে স্তরে সাজানোকে কাপড়ের মোড়ক বলে।

প্রশ্ন – ৪৯. প্লাই বলতে কি বুঝ?
উত্তরঃ ফেব্রিক লে এর মধ্যে একটি কাপড়কে প্লাই বলে।

প্রশ্ন – ৫০. স্প্লাইসের অপর নাম কি?
উত্তরঃ ওভারল্যাপিং।

প্রশ্ন – ৫১. স্প্লাইস কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. সরলরেখা স্প্লাইস, খ. ইন্টারলক স্প্লাইস।

প্রশ্ন – ৫২. স্প্লাইসের কারণ কি?
উত্তরঃ ক. কাপড়ের মধ্যে কোন ধরনের দাগ থাকলে।

খ. কাপড় ছেঁড়া বা বা ছিদ্রযুক্ত হলে।
গ. কাপড়ের রোলের কাপড় শেষ হয়ে গেলে নতুন রোল সংযুক্ত করতে হয়, যার ফলে স্প্লাইস করার প্রয়োজন হয়।

প্রশ্ন – ৫৩. কাপড়া কাটা কাকে বলে।
উত্তরঃ কাপড় বিছানোর পর নাইফ দ্বারা পোশাকের বিভিন্ন অংশ কাটাকে কাপড় কাটা বলে।

প্রশ্ন – ৫৪. কাপড় কাটার শর্তাবলি কি কি?
উত্তরঃ ক. কাটার সূক্ষ্মতা, খ. সুন্দর কর্তিত প্রান্ত, গ. পোড়া ও গলনহীন প্রান্ত, ঘ. কাপড়ের লে ধারক, ঙ. সামঞ্জস্যপূর্ন কাটা।

প্রশ্ন – ৫৫. রাউন্ড নাইফ মেশিনের আর.পি.এম ও ব্লেডের উচ্চতা কত?
উত্তরঃ আর.পি.এম ১০০০ থেকে ৩৫০০ ও ব্লেডের উচ্চতা ১০ থেকে ৩৩ মিটার।

প্রশ্ন – ৫৬. পোশাক শিল্পে কাপড় কাটার জন্য সর্বাধিক ব্যবহৃত হয় কোন নাইফ মেশিন?
উত্তরঃ স্ট্রেইট নাইফ কাটিং মেশিন।

প্রশ্ন – ৫৭. ওয়াটার জেট কাটিং মেশিনের পানির চাপ কত?
উত্তরঃ প্রতি বর্গিঞ্চিতে ৬০,০০০ পাউন্ড।

প্রশ্ন – ৫৮. স্ট্রেইট নাইফ কাটিং মেশিনের স্ট্রোক কত?
উত্তরঃ ২.৫ থেকে ৪.৫ সেন্টিমিটার।

প্রশ্ন – ৫৯. প্রাকৃতিক আঁশ থেকে প্রাপ্ত সেলাই সুতা কি কি?
উত্তরঃ ক. লিনেন সুতা, খ. সিল্কের সুতা, গ. কটন সুতা, ঘ. ভিসকস সুতা।

প্রশ্ন – ৬০. সিনথেটিক আঁশ থেকে প্রাপ্ত সেলাই সুতা কি কি?
উত্তরঃ ক. পলিয়েস্টার থ্রেড, খ. নাইলন থ্রেড, গ. অ্যারামাইড থ্রেড।

প্রশ্ন – ৬১. মাল্টিফিলামেন্ট থ্রেড কাকে বলে?
উত্তরঃ একাধিক ফিলামেন্ট একত্রে পাক দিয়ে যে সুতা তৈরি করা হয়, তাকে মাল্টিফিলামেন্ট থ্রেড বলে।
প্রশ্ন – ৬২. সেলাই সুতা প্রধানত কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. কটন সুতা, খ. ফিলামেন্ট সুতা।

প্রশ্ন – ৬৩. সেলাই সুতার সংজ্ঞা দাও।

উত্তরঃ পোশাকের বিভিন্ন অংশ জোড়া দেওয়ার জন্য যে সুতা ব্যবহার করা হয়, তাকে সেলাই সুতা বলে।

প্রশ্ন – ৬৪. মার্সেরাইজড সুতা কাকে বলে?
উত্তরঃ যে সকল কটন থ্রেডকে কস্টিক সোডা দ্রবণে টান টান অবস্থায় ফিনিশিং করা হয়, তাকে মার্সেরাইজড সুতা বলে।

প্রশ্ন – ৬৫. ইন্ট্রালুপিং কি?
উত্তরঃ যখন একটি সুতার লুপ একই সুতার অন্য একটি লুপের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্ট্রালুপিং বলে।

প্রশ্ন – ৬৬. ইন্টারলুপিং কি?
উত্তরঃ যখন একটি সুতার লুপ অন্য একটি সুতার লুপের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্টারলুপিং বলে।

প্রশ্ন – ৬৭. ইন্টারলেসিং কি?
উত্তরঃ যখন একটি অন্য একটি সুতা বা লুপের উপর দিয়ে অতিক্রম করে তখন তাকে ইন্টারলেসিং বলে।

প্রশ্ন – ৬৮. সেলাই এর সংজ্ঞা দাও।
উত্তরঃ সুই ও সুতার সাহায্যে দুটি কাপড়ের প্রান্তভাগ জোড়া লাগানো বা একই কাপড়ের প্রান্তভাগ সেলাই করাকেই সেলাই বলে।

প্রশ্ন – ৬৯. ওভারলক মেশিনের এস.পি.এম কত?
উত্তরঃ ৬৫০০ থেকে ৮৫০০।

প্রশ্ন – ৭০. ফ্ল্যাটলক মেশিনের এস.পি.এম কত?
উত্তরঃ ৬০০০।

প্রশ্ন – ৭১. অ্যালাউন্স কি?
উত্তরঃ শরীরের মাপের সাথে আরো কিছু অতিরিক্ত মাপ যোগ করে পোশাক তৈরি করা হয়, তাকে অ্যালাউন্স বলে।

প্রশ্ন – ৭২. বাস্ট পয়েন্ট কি?
উত্তরঃ বুকের সবচেয়ে দৃশ্যমান স্থানকে (বুনি) বাস্ট পয়েন্ট বলে।

প্রশ্ন – ৭৩. সি.এম.টি কি?
উত্তরঃ কাট মেইক ট্রিম।

প্রশ্ন – ৭৪. ডিসপোজেবল গার্মেন্টস কি?
উত্তরঃ যে সকল গার্মেন্টস শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, তাকে ডিসপোজেবল গার্মেন্টস বলে।

অপেক্ষা করুন পরের পোস্টের জন্য ↺

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

4 thoughts on "[গার্মেন্টস ep-03] Textile ভাইবা প্রশ্ন জেনে নিন (part-02)"

  1. Mehedi+Hasan Contributor says:
    Nice post carry on
  2. Ronju Contributor says:
    good post.. helpfull
    1. Shamim Author Post Creator says:
      Thanks

Leave a Reply