What’s up. গাইস ইটস মি অনামিকা ওয়েলকাম টু ট্রিকবিডি যদিও ইন্ট্রো টি আফ্রিদি ভাইয়ের ছিল। ?

মোবাইলের চার্জার কিনে ঠকেন নাই এমন মানুষ বাংলাদেশে এটলিস্ট খুবই কম সংখ্যক পাওয়া যাবে।
দেখা যায় দোকানে গিয়ে আমরা বলি আমাদের কে অরজিনাল চার্জার দিন দোকানদার বলে যে ভাই-আপু যদি অরজিনাল চার্জার নেন অনেক বেশি দাম হবে।

তো আমাদের মধ্যে দেখা যায় অনেকে অনেক দাম দিয়েও মোবাইলের চার্জার নিয়ে থাকি তারপর যখন বাসায় আসি তারপর মোবাইলে যখনই চার্জ করি তারপরই বুঝতে পারি হায়রে চার্জারটা তো নকল।
তো কি করবেন বা কি করা উচিত ইভেন আপনি যে মোবাইলের চার্জারটা কিনবেন এটা আপনার মোবাইলের সঙ্গে উপযুক্ত কিনা আই মিন পারফেক্ট চার্জার কিনতেছেন কিনা আর আসল নকল তো আছেই।

তো এই সব ধরনের কোশ্চেন আর এইসব ধরণের ই কনফিউশন আজকে ইনশাল্লাহ এই পোস্টে ক্লিয়ার করে দিব। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়বার।

নকল চার্জার কিভাবে চিনবেন তার থেকেও ইম্পরট্যান্ট বিষয় হলো আপনি আসলে কোন চার্জারটি কিনবেন অর্থাৎ আপনার মোবাইলের জন্য উপযুক্ত চার্জার কিনতে গিয়ে কি কি বিষয় আসলে আপনার মাথায় রাখতে হবে?
সব সময় মনে রাখবেন যে তিনটি বিষয় মাথায় রেখে আপনার মোবাইলের চার্জার কিনতে হবে, ১-ভোল্ট ২- ওয়ার্ড ৩- প্লাগ টাইপ।

তো এখানে ভোল্ট কি? ভোল্ট হল বেশিরভাগ মোবাইলে সাধারণত ৫ ভোল্টের চার্জার হয়ে থাকে, কিন্তু স্টিল আপনাকে একটু চেক করে নিতে হবে আপনার মোবাইলের চার্জার টি কত ভোল্টের।
অবশ্যই আপনি যে চার্জারটির নতুন কিনবেন, সেই চার্জারটির সঙ্গে যেন ভোল্ট হান্ডেট পার্সেন্ট ম্যাচ করে , আপনি যদি ফাইভ ভোল্টের চার্জার ইউজ করে থাকেন।
তাহলে আপনাকে অবশ্যই নতুন চার্জারটিও ৫ ভোল্ট এর কিনতে হবে।

এবার আসি ওয়ার্ড এর বিষয় ওয়ার্ড যদি কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম নেই , তবে ওয়ার্ডটা যদি ম্যাচ করে তাহলে আপনার যে সুবিধাটা হবে।
আপনি আগে মোবাইলটি যেই টাইম এর ফুল চার্জ হয়ে যেত এখনো সেই টাইম এর মধ্যেই চার্জ হয়ে যাবে।
তো ওয়ার্ড যদি কম হয় তাহলে চার্জ উঠতে সময় লাগবে এছাড়া ওয়ার্ড কমবেশি তে তেমন কোন প্রবলেম নেই।

আর একটা জিনিস হল প্লাগের টাইপ বা প্লাগ ফরমেট দেখা গেল আপনার ২ পিন এর এর প্লাগ দরকার নাকি ৩ পিনের প্লাগ দরকার
অর্থাৎ আপনি যে বাসায় থাকেন সেই বাসার চাহিদা অর্থাৎ সকেট কী টাইপের তার উপর নির্ভরশীল।
তো এটা অনেক ইম্পরট্যান্ট আমরা অনেক সময় পাত্তা দিই না, বাট এই জিনিসটা মাথায় রাখা উচিত কোন নতুন চার্জার কেনার সময়।

তো এবার নকল চার্জার কিভাবে চিনবেন? নকল চার্জার চেনার জন্য আমি মোট ৬ টি টিপস দিব। তার মধ্যে নাম্বার ওয়ান টিপস হলো নিজেই দেখতে পারছেন।

১। চার্জিং পোর্ট- ফেক চার্জারের যে চার্জিং পোর্ট রয়েছে ওইটা অবশ্যই কতটা ক্লিয়ার দেখা যাবে না, এমনকি আপনি যদি একটু চোখের কাছে নিয়ে যান তাহলে দেখবেন যে চার্জার পোর্ট এর বাইরের বর্ডার টা সবদিক থেকে সমান না।
এবং চার্জারের ফিনিশিংটা ও ক্লিয়ার বোঝা যাচ্ছে না।

কিন্তু অরিজিনাল চার্জার এর চার্জিং পোর্ট এর ফিনিশিং দেখবেন একদম পারফেক্ট এবং বাইরের যে বর্ডার টি রয়েছে সেটি একদম সমান এবং ক্লিয়ার।
এবং একটু দুরে নিল সেটা ক্লিয়ার আপনি বুঝতে পারবেন।

আবার ফেক চার্জার এর চার্জিং পোর্ট এর যে ছিদ্র টি রয়েছে সেটি দেখতে তুলনামূলক অরজিনাল চার্জার থেকে বড় সাইজের হবে।



২। ক্যাবল কানেকশন- চার্জারের কেবল টা যখন আপনি মোবাইলে কানেক্ট করবেন, তখন অরজিনাল ক্যাবল এর সম্পূর্ণ টাই কানেক্ট হয়ে যাবে,
কিন্তু ফেক ক্যাবল এর ক্ষেত্রে দেখা যাবে যে একটু গ্যাপ থাকবে মোবাইল আর কেবল চার্জিং পয়েন্ট এর মাঝখানে। অর্থাৎ ইউএসবি ক্যাবলের যে কানেক্টিং পয়েন্ট থাকবে সেটা নকল চার্জার এর ক্ষেত্রে একটু লম্বা থাকবে।
আর অরিজিনাল চার্জার এর ক্ষেত্রে একদম একুরেট থাকবেন।


৩। চার্জারের ওয়েট- অরজিনাল চার্জার দেখবেন একটু ওয়েট বেশি, আর ফেক চার্জার এ দেখবেন যে অনেক পাতলা অনেকটা হালকা মনে হবে আপনার কাছে।


৪। স্ট্রেন্থ -অরিজিনাল কেবল হার্ড হবে এবং আপনি যতই দুমড়ে-মুচড়ে ফেলুন না কেন এটা আবার ইজিলি সোজা করতে পারবেন। আর ফেক কেবল অনেক সফট থাকবে এবং আপনি দুমড়ে-মুচড়ে ফেললে দেখবেন যে সহজে আর সোজা করা যাচ্ছে না কেবল টি।


৫। থিকনেস- অরিজিনাল চার্জারের যে ক্যাবলটি রয়েছে সেটার থিকনেস দেখা যাবে যে একটু মোটা হবে, তার কারণ হল মোটা ক্যাবল হলে ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্ট কম থাকে, আর ইলেকট্রিসিটি রেজিস্ট্যান্ট কম থাকলে ভোল্টেজ ড্রপ হয় না।

আর ফেক কেবল গুলো দেখবেন যে অনেকটা চিকন হয় এবং এই কেবল দিয়ে চার্জ দিলে অনেক ভোল্টেজ ড্রপ করার কারণে ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে।


৬। চার্জারের লোগো প্লেসমেন্ট- ইউএসবি ক্যাবল এর চার্জিং পয়েন্টে ক্যাবলের লোগো টা অরজিনাল চার্জারের অনেক হালকা করে প্রিন্ট করা থাকে বা খোদাই করা থাকে।
কিন্তু এই ফেক চার্জার বা নকল চার্জার গুলোর ক্ষেত্রে এই লোগোটা অনেক মোটা করে খোদাই করা থাকে অথবা অনেক গাড়ো কালার দেখা যায়।

আবার অরজিনাল চার্জার রে ইউএসবি পয়েন্ট এর চার্জিং লোগো টা একটু বড় দেখা যাবে, কিন্তু ফেক চার্জারে ইউএসবি পয়েন্ট এর চার্জিং লোগোটা ছোট দেখা যাবে বা তুলনামূলক মনে হবে যে পারফেক্ট সাইজ ফেক চার্জার এর ক্ষেত্রে।

তাই আপনারা চার্জার কেনার সময় অবশ্যই এই ছোট্ট জিনিসগুলি খেয়াল করে কিনবেন আই মিন দেখে চেনার চেষ্টা করবেন আপনার ক্যাবলটি বা চার্জারটি অরজিনাল বা নকল কিনা।
আর অবশ্যই আপনার মোবাইলের সঙ্গে উপযুক্ত চার্জারটি মাথায় রেখেই কিন্তু আপনি নতুন চার্জার কিনতে যাবেন।
তো স্টিল আপনারা এই চার্জার নিয়ে যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে পোস্ট এর নিচে কমেন্ট সেকশনে সেটি জানাতে পারেন।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমি http://fb.com/Anamika016
Realme C2s বাংলা আনবক্সিং রিভিউ মাত্র ৪,০০০ টাকায়??

This post is sponsored by IN Gaming,
এরা মূলত গেম প্লের পাশাপাশি বিভিন্ন মোবাইলের রিভিউ দিয়ে থাকেন তাই এখনি সাবস্ক্রাইব করুন এদের ইউটিউব চ্যানেল।

ভালো থাকুন ফিউচার এ আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

49 thoughts on "টাকা দিয়ে চার্জার কিনে ঠকার চেয়ে! আগে জানুন তারপর কিনুন।"

  1. Muhammad Rahad✅ Author says:
    টাইটেল দেখেই বুঝে গেছি এটা আপনার পোস্ট। ধন্যবাদ
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Welcome anytime ♥️
  2. Binidro Contributor says:
    হোয়াটসঅ্যাপ নয়, ওটা হোয়াটস আপ হবে। Whatsapp noy, What’s up.
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Problems fixed
  3. saihum Contributor says:
    অনেক সুন্দর পোস্ট, ধন্যবাদ আপনাকে।বাট ওয়াট কে লিখেছেন ওয়ার্ড,,আশা করি পরবর্তী পোস্টগুলোতে বানানের ব্যাপারে সচেতন থাকবেন।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      কিছু শব্দ বানান ভুল ছিল, তবে সেটা ইতিমধ্যে সমাধান করে ফেলেছি।
      এটা মূলত কীবোর্ড এ স্পেস বাটন এর জন্য হয়েছিল।

      ধন্যবাদ আপনাকে। ♥️

  4. saihum Contributor says:
    অনেক সুন্দর পোস্ট, ধন্যবাদ আপনাকে।বাট ওয়াট কে লিখেছেন ওয়ার্ড,,আশা করি পরবর্তী পোস্টগুলোতে বানানের ব্যাপারে সচেতন থাকবেন।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ধন্যবাদ। ♥️
  5. rustom12 Contributor says:
    Apu, Realme c2s phone 2ta kinbo…but tara to cash on delivery dibe na? Apni jodi tader somporke akto bolten
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      কি কি বিষয় জানতে চান সেগুলো নোট করে আমার ইনবক্সে পাঠাতে পারেন।
      http://fb.com/Anamika016
      এখানে এসব বিষয়ে কথা বলে কমেন্ট সেকশনের পরিবেশ নষ্ট করতে চাচ্ছি না।

      ধন্যবাদ। ♥️

    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      বুঝলাম না।?
    2. YASIR-YCS Author says:
      Sunlam apnar post e naki 200/h comment pore?
  6. সুন্দর একটি পোষ্ট।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
  7. hassin11 Contributor says:
    আপনার দেওয়া ভিডিও থেকে যদি ফোনটা কিনে কতটুক সেভ হবে অরজিনাল ফোন আসবে না কি নকল ফোন ধরিয়ে দিবে
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      দেখুন প্রথমত ভিডিওটা আমার না, তবে এ বিষয়ে আমি কথা বলেছি।
      তবে এটা সেভ এটা নিশ্চিত। ?
    2. hassin11 Contributor says:
      ভিডিওটা যদি আপনার নাই হয় তাহলে এখানে দেওয়ার মানে হয় না আপনার দেওয়া ভিডিও থেকে কেউ যদি কিনে ঠকলে আপনাকে দায়ী করবে
    3. hassin11 Contributor says:
      আমি একটা নিতে চাই যদি আপনি 100% দেন
    4. hassin11 Contributor says:
      কারণ আমার জানামতে এ ফোনটা বাংলাদেশের কোথাও নেই
  8. Tanzir Shakib Contributor says:
    খুবই ভালো লিখেছেন, চার্জার কিনতে গিয়ে অসংখ্য বার ধরা খেয়েছি। ধন্যবাদ আপনাকে।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Welcome
  9. Abedin Contributor says:
    Channel ta to apnar vaiyar ……apni ki channel ar advertisement kortesen…
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      সে আমার ভাইয়ের মতোই,
      আমার দিয়ে তার যদি একটু উপকার হয় তাতে ক্ষতি কি বলুন।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
  10. Pranto Contributor says:
    200% sure আপনি একজন ছেলে মানুষ…ফেক নাম দিয়ে আইডি ব্যবহার করতেছেন – যেনো সবাই মেয়ে মনেকরে নিচু গলায় কথা বলে এটাইতো? আবার দেখি স্পন্সর নিয়ে পোস্ট দেন বাহ্ বাহ্ ? সত্যি করে বলেনতো আপনার কি চুলকানি উঠছে?
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      কে বলেছে আপনাকে মেয়েরা স্পন্সর নিতে পারে না??

      আমার পোস্ট বাজে হলে আমি ছেলে অথবা মেয়ে যেটাই হোক না কেন এমনিতেই মানুষ গলা উঁচু করে কথা বলবে।

      এখানে মেয়ে বা মেয়ের নাম ব্যবহার করলেই যে স্ক্যাম কপি ইত্যাদি কার্যক্রম করলে তার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করবে না।
      বা তার বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হবে না এমনটা কিন্তু নয়।

      তাছাড়া আপনার কিছু কিছু কথার উপর বোঝা যাচ্ছে আপনার পরিবারের ও আপনার পরিচয়।

      ? আপনি আমাকে যেটা খুশি ভাবতে পারেন তাতে আমার কিছু যাবে বা আসবে না।

    2. DJ RKY Contributor says:
      @Pranto চুলকানি তো আপনার উঠেছে মিয়া, সে ফেক আইডি ইউজ করছে তাতে আপনার চুলকানি টা কোথায়?

      এতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার ক্যারেক্টার সম্পর্কেও। ???

  11. Nayeem Ahmed Contributor says:
    চার্জারের ওয়াট বেশি হলে ব্যাটারির সমস্যা হবে না। নাকি চার্জ তাড়াতাড়ি হবে মানে লাভ হবে।
    1. Pranto Contributor says:
      ভাই এনার বুদ্বিতে চার্জার কিনিয়েন না। এনার মনটাও ভাই তিতা কথা গুলোও তিতা..এনার পরামর্শ নিয়ে চার্জার কিনলে দেখা যাইবো আপনার মোবাইল হার্ড স্টোক খাইতে পারে? আবার চার্জার ফুটো হয়ে বোম ব্লাস্ট ও হইতে পারে? ভাই সাবধান। এমনিই কিন্তু পোস্টে উল্লেখ করা আছে (ওয়াড) না জানি এইটা আবার কোন উইরেনিয়াম কিনা ???
  12. Pranto Contributor says:
    আরে আব্দুল আমি কি কখনো বলছি মেয়েরা স্পন্সর নিতে পারেনা? ট্রিকবিডিতে স্পন্সর এলাউ না, তারপরেও আপনি এইটা করতেছেন।
    (পরিবারে আর নিজের পরিচয় এক হইলে, আপনি তাহলে হইতেন … ‘><' কমুনা ??
    1. Farhan Rafi Contributor says:
      @Pranto কোথায় লেখা আছে যে স্পন্সর নেওয়া যায় না।

      আর তুই তো ব্যাটা কামলা তুই এসবের কি বুঝবি।

      আর তোর পরিবার ও তোর পরিচয় এক আমি নিশ্চিত। ???

      @Anamika Chowdhury আপু এসব পাগলের কথায় কান না দিয়ে সরাসরি ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইল করুন।
      এখনই দেখবেন কামলাগিরি বের করে দিবে। ???

    2. farhan87 Contributor says:
      @Pranto কোথায় লেখা আছে যে স্পন্সর নেওয়া যায় না।?

      আর তুই তো ব্যাটা কামলা তুই এসবের কি বুঝবি।
      আর তোর পরিবার ও তোর পরিচয় এক আমি নিশ্চিত। ?

      @Anamika Chowdhury আপু এসব পাগলের কথায় কান না দিয়ে সরাসরি ট্রিকবিডি সাপোর্ট টিমকে মেইল করুন।
      এখনই দেখবেন কামলাগিরি বের করে দিবে।???

  13. Pranto Contributor says:
    @farhan87 ভাই বুজছি, তুই এই খালাম্মার অনেক বড় ভক্ত? মাফ চাই দোয়াও চাই..?
    1. Monir Hussain Contributor says:
      @Pranto তুমি তো মিয়া আসলেই ফালতু।

      আপনি ২০০% সিওর কিভাবে হলেন সে একজন পুরুষ?পাবনায় ছিলেন মনে হচ্ছে কিছুদিন। ?

      ভাইরে কিছুক্ষণ আগেও আমি আপুর সঙ্গে কথা বললাম কিন্তু আপনার ২০০% সিওর এটা দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম আসলে আমি কথা বলি নাই। ?

      আপনি ব্যান খেয়ে যাচ্ছেন নিশ্চিত থাকেন।

      কারণ আপনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মেইল করা হয়েছে বলে আমি আশাবাদী।

      যদি কোনভাবে এ যাত্রায় বেঁচে ও যান তাহলে পরবর্তীতে জেনে-শুনে-বুঝে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ?

    2. monir200 Contributor says:
      @Pranto তুমি তো মিয়া আসলেই ফালতু।
      ২০০% সিওর কিভাবে হলে সে একজন পুরুষ?পাবনায় ছিলে মনে হচ্ছে কিছুদিন। ?

      ভাইরে কিছুক্ষণ আগেও আমি আপুর সঙ্গে কথা বললাম কিন্তু আপনার ২০০% সিওর এটা দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছিলাম আসলে আমি কথা বলি নাই। ?

      আপনি ব্যান খেয়ে যাচ্ছেন নিশ্চিত থাকেন।
      কারণ আপনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মেইল করা হয়েছে বলে আমি আশাবাদী।

      যদি কোনভাবে এ যাত্রায় বেঁচে ও যান তাহলে পরবর্তীতে জেনে-শুনে-বুঝে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। ?

  14. Anamika Chowdhury Subscriber Post Creator says:
    @Pranto ভাইয়া সহ সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা এখানে এগুলো নিয়ে কথা বলবেন না।

    বিশেষ করে প্রান্ত ভাই দয়া করে আপনি এখানে কমেন্ট করে পরিবেশটা নষ্ট করবেন না।
    আপনি আমাকে ফেক ভাবতেই পারেন আমার কোন সমস্যা নেই ভাইয়া বিশ্বাস করেন।?

  15. Pranto Contributor says:
    @monir200 আমি শেষ ?? আহারে ব্যান খাইয়া যাইতেছি..কস্টে আমার হার্ট বিট সেকেন্ডে ২০০ বার লাফাচ্ছে ?
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      আশ্চর্য ব্যাপার ভাইয়া আপনাকে বললাম না এ বিষয়ে কথা না বলার জন্য।

      প্লিজ।?

    2. Farhan Rafi Contributor says:
      @Pranto ছাগল নাকি আপনি? ?

      https://youtu.be/29QcPGkBBIk

      সময় হলে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন ছাগল আপনি এটা নিশ্চিত। ???

  16. Rs Abubokor Contributor says:
    ভালো পোস্ট ভাইয়া
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Thanks ♥️
  17. Dark_Superman (Mr. Merciless) Contributor says:
    দারুণ পোস্ট জুনিয়র, কয়েকটা পয়েন্ট খুবই দরকারী ছিলো।
  18. সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ফোনে Ampere অ্যাপটা ইন্সটল করে নেয়া।চার্জার এর Mah বোজা যায় খুব সহজেই।শুধু চার্জার না কেবল কিনতেও কাজে লাগে অ্যাপ টা
  19. ধন্যবাদ আপু

Leave a Reply