বিদ্যুৎ বিল বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল বেশি এলে যে ৪টি কাজ করবেন :
বিদ্যুৎ বিল বেশি আসার কারন, করণিয়,

বিদ্যুৎ এর কথা চিন্তা করে মাঝে মাঝে মাথায় আকাশ ভেঙে পরে। দেখা গেছে গত কয়েকমাস ধরে যে বিল আসত হঠাৎ করে তা বেড়ে দিগুণ হয়ে গেছে। অনেকে রীতিমতো চিন্তায় পরে যাচ্ছেন যে বিদ্যুৎ বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল কমানোর উপায়, বিদ্যুৎ বিল বেশি আসলে করনীয়, বিদ্যুৎ বিল বেশি আসার কারণ আর এজন্য করনিয় কি? বিদ্যুৎ বিল বেশি এলে কী করতে হবে তা অনেকেরই জানা নেই। বিদ্যুৎ বিল বেশি হলে চিন্তিত না হয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

১. আপনার হাতে আসা বিলটিতে যদি টাকার অংশ অস্বাভাবিক মনে হয় তাহলে প্রথমেই আপনাকে বিলে উল্লেখিত ইউনিটের দিকে খেয়াল করুন। অর্থাৎ আপনার আগের বিল থেকে বর্তমান বিল পর্যন্ত আপনি মোট কত ইউনিট ব্যবহার করেছেন বলে বলে উল্লেখ আছে তা দেখুন।

২. এবার আপনার বিদ্যুৎ সংযোগের মিটারটি দেখুন। আপনার বিলে সবশেষ কত ইউনিট পর্যন্ত উল্লেখ রয়েছে আর মিটারে কত ইউনিট উঠেছে তা মিলিয়ে দেখুন। মিটারে প্রদর্শিত সর্বমোট ইউনিট সংখ্যার চেয়ে যদি আপনার বিলে উল্লেখিত মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিক আছে।
এক্ষেত্রে এক মাসে হঠাৎ বেশি বিল আসলেও সেটি আপনাকে দিতে হবে। ইতিপূর্বে মিটার না দেখে কম বিল করায় আপনার মিটারে অতিরিক্ত ইউনিট জমে ছিল এবং সবশেষ বিলে সেই ইউনিট সংযুক্ত হয়েছে।

৩. আর যদি বিলে উল্লেখিত সর্বমোট ইউনিটের সংখ্যা মিটারে প্রদর্শিত ইউনিট সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে নিশ্চিত হওয়া যাবে এটি বিল প্রস্তুতকারীদের ভুল। এমন হলে বিলের কপিটি নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে।

৪.বিদ্যুৎ বিলের জটিলতা এভাবে সংশোধনের জন্য কোনো ফি বা খরচ নেই। সরাসরি গিয়ে বিলের কপিটি সংশোধন করিয়ে নিন।
এক্ষেত্রে আপনি যদি বিলের কপি সংশোধন না করিয়ে অতিরিক্ত বিল জমা দেন তাহলে সেটি আপনার পরবর্তী বিল থেকে কর্তন হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা বেশি দিয়েছেন পরের মাসের বিলে সেই পরিমাণ কম আসবে।

ই পাসপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিজিট করুন

11 thoughts on "বিদ্যুৎ বিল বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল বেশি এলে যে ৪টি কাজ করবেন"

    1. Avatar photo Mohin Author Post Creator says:
      এটি আমার ওয়েবসাইট পোস্ট অনেক আগেই ডিলেট করা হয়েছে
    2. Avatar photo Abdus Sobhan Author says:
      jani ami se karonei sudhu link diyechi kichu boli ni
  1. Avatar photo Rifat Author says:
    Kaj kintu aktai .. step 4 ta hote pare .
    1. Avatar photo Mohin Author Post Creator says:
      ji but age obossoi nijer ektu jachai kore dekhte hbe.
  2. Avatar photo Rifat Author says:
    Ji vaiya ?? Bujhlam naa
  3. Avatar photo MD Sagor Contributor says:
    aghe apnr site a korcen,akhon trickbd te!
    1. Avatar photo Mohin Author Post Creator says:
      Amar site theke delete kora hoyese aro 1 mas age.
  4. Avatar photo Mr Hanif Contributor says:
    মিটারে দেখানো ইউনিট এবং বিলের কাগজে দেখানো ইউনিট, দুটাই সমান…
    এ ক্ষেত্রে আপনি তো বলবেন তাহলে বিল ঠিকই আছে…
    কিন্তু না ভাই,,,
    আসল কথা হচ্ছে আপনি ৫০ ইউনিট খরচ করা সত্ত্বেও মিটারে দেখাবে আগের মাসের মোট ইউনিট থেকে প্রায় ৮০-৮৫ ইউনিট বেশি..
    তার মানে কি আপনার খরচ প্রায় ৮০-৮৫ ইউনিট???
    না ভাই…
    পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অফিসে বসেই আপনার মিটারের ইউনিট ইচ্ছে মত বাড়িয়ে দিতে পারে যদিও আপনি অনেক কম ইউনিট খরচ করেন…
    যাকে আমরা বলি ভূতুরে বিল……
    কয়েক মাস পর্যবেক্ষণ করুন…
    বিশ্বাস করতে হবেই…
    যদিও প্রথম দিকে এটা নিয়ে আমিও উপহাস করতাম…
    শেষ পর্যন্ত বিশ্বাস করতে হয়েছে…..
    দেশটি যে যেভাবে পারছে চেটে পুটে লুটিয়ে খাচ্ছে।
    এ যেন বলার মত, দেখার মত কেউ নেই…….
    1. Avatar photo Mohin Author Post Creator says:
      ?

Leave a Reply