আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ! আমি রিফাত । আজ এক অসম্ভব কিন্তু বাস্তবে আছেন এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যিনি খুব দ্রুত প্রায় এক সেকেন্ডের মধ্যে যেকোনো ধরনের হিসাব করে দিতে পারেন । ” হিউম্যান ক্যালকুলেটর ” নাম শুনে চ্যাপ্টা ক্যালকুলেটর সদৃশ কোন মানুষ আপনার কল্পনায় আসতে পারে । কিন্তু তিনি আসলে তা নন । বরং তিনিও আমার আপনার মতই একজন মানুষ । তার নাম Scott Flansburg, জন্মেছেন December 28, 1963 তারিখে Herkimer, New York এ । তিনি পেশায় একজন শিক্ষক হলেও তার রয়েছে অস্বাভাবিক ক্যাল্কুলেটিং পাওয়ার । বাচ্চাদের গণিতের প্রতি আগ্রহ বাড়াতে ক্যালকুলেটর এর সাথে কম্পিটিশন করে যোগ বিয়োগ গুন ভাগ করে তাক লাগিয়ে দিতেই তিনি প্রায় সময় এক স্কুল থেকে আরেক স্কুল ভ্রমন করে থাকেন । ২০০১ সালে Guinness World Record এ তার নাম আসে । মাত্র নয় বছর বয়সে তার মধ্যে এই অসাধারণ প্রতিভা দেখা যায় । ব্যাখ্যাতিত দ্রুততার সাথে তিনি যোগ গুন এমন কি বর্গমূল তাও আবার দশমিকের পর আনলিমিটেড ঘর পর্যন্ত বলে যেতে পারেন সেকেন্ডেরও কম সময়েই !!! যেমন আপনাকে কোন সালের কোন তারিখ বলে জিজ্ঞেস করা হয় ,” সেটা কোন বার ছিল” । তবে বেশ কিছু জটিল গনিত করে বের করতে হবে । কিন্তু তিনি এক সেকেন্ড মত সময় নিয়ে প্রতিবারই নির্ভুল ভাবে বলে দিতে পারেন সেদিন কোন বার ছিল তিনি জানান , আমাদের মাথার যে অংশটি ক্যাল্কুলেট করে , আমরা সেটা ইউজ করেই গানিতিক হিসেব করি । কিন্তু শুনতে আশ্চর্য মনে হলেও Scott Flansburg হিসেব করে থাকেন মস্তিস্কের ভিন্ন অংশ দিয়ে । আমাদের হাত পা বা সহজাত যে সব কাজ মস্তিস্কের যে অংশটি নিয়ন্ত্রণ করে থাকে Scott Flansburg সেই অংশটিকেও তার হিসাব নিকাশের কাজে ব্যবহার করতে পারেন । যেমন করে আমরা কিছু গিলে খেয়ে ফেলি যেটা আমাদের কে শেখাতে হয় নি , তেমন করেই তিনি হিসেব করে থাকেন । এর মানে হলো প্রশ্ন পেলেই উত্তরটা তার মাথায় চলে আসে তাকে ভাবতেই হয় না উত্তর নিয়ে । অর্থাৎ খাবার চাবানো , গেলা এসব কাজে আমাদেরকে যেমন ভাবা লাগে না তেমনি অংক দেখলেই তাঁর উত্তর সাথে সাথেই দিয়ে দিতে পারেন অবচেতন মনেই ! ঠিক ক্যালকুলেটরের মতোই ! এখন আপনিই বলুন, অনেক বড় বড় অঙ্ক আপনি ক্যালকুলেটর ব্যবহার করে করার আগেই কেউ প্রশ্ন পাওয়ার সাথে সাথে উত্তর টা যদি কেউ বলে দেয় তাহলে কেমন লাগবে আপনার ! এটি আসলেই কি সম্ভব ? এটি জম্মগত একটি ক্ষমতা নাকি কঠোর পরিশ্রম এবং অসংখ্য চর্চার ফল ? কেমন লাগলো কমেন্টে জানাবেন ।

4 thoughts on "দেখুন গিনেজ বুক স্বীকৃত অসাধারণ ক্ষমতাসম্পন্ন একজন মানুষ ! কেন তা জানতে বিস্তারিত পড়ুন ।"

  1. Cyber mad Contributor says:
    I saw a human calculator on
    #America got talent#.
    He was 15 years old and Malaysian.
    1. Mahmudmuqtadir Contributor says:
      I saw that too

Leave a Reply