৯৩ তম একাডেমি বা অস্কারের বাংলাদেশ ও ভারত থেকে দুটি সিনেমা মনোনীত করা হয়েছে, আর এই দুইটি সিনেমা আদতেই কেমন তার একটি বিস্তারিত রিভিউ নিয়ে আজ আমি হাজির হয়েছি।


১। এবার বাংলাদেশ থেকে অস্কারের প্রতিনিধিত্ব করবে *ইতি তোমারই ঢাকা* এই সিনেমাটি বাংলাদেশের প্রথম অ্যান্থোলজি ফিল্ম।
মোট ১১ টি গল্প বা শর্ট ফিল্ম এর সমন্বয়ে গঠিত হয়েছে ইতি তোমারই ঢাকা,

সিনেমাটি বাংলাদেশের এগারোটা ডিরেকটর ডিরেকশন দিয়েছে এই সিনেমায় যে ১১ টি গল্প রয়েছে, তারমধ্যে অন্তমিল হচ্ছে ঢাকা শহর।

প্রতিটি গল্পের দৈর্ঘ্য ১০ থেকে ১২ কিংবা ১৩ মিনিট, বলা যেতে পারে শহরে বাস করা মানুষের জীবন সংগ্রাম নিয়েই গড়ে উঠেছে প্রতিটি গল্প।

এই সিনেমার প্লাস পয়েন্ট হচ্ছে প্রতিটি গল্পের লিট ক্যারেক্টারের থাকা অভিনেতাদের অভিনয়। আর কিছু গল্প সত্যি অনেক ভালো ছিল।
তবে কিছু গল্প আপ টু দ্যা মার্ক ছিলনা, টেকনিক্যাল কাজগুলো চেষ্টা করা হয়েছে যথাসাধ্য ভালো করবার।

তবে এ ক্ষেত্রে কিছুটা সফল আবার কিছুটা ব্যর্থ, তবে সিনেমা গুলোর প্লট গুলো তুলনামূলক রিয়ালিস্টিক থাকায় অনেক গল্প সাথেই হয়তো নিজেকে কানেক্ট করতে পারবেন।

এই সিনেমাটি প্রায় ২৫ টির বেশি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এবং রীতিমত অনেক প্রশংসা কুড়িয়েছে।
তো এখন দেখার বিষয় অস্কারে এই সিনেমার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয়।


২। একটি মহিষ ছুটছে গ্রামকে প্রায় লন্ডভন্ড করে দিচ্ছে, আর সেই মহিষ কে ধরার জন্য গ্রামের মানুষ ছুটছে।
আক্ষরিক অর্থে বলতে গেলে মূলগল্প এটি ই খুবই সাধারণ গল্প মনে হচ্ছে কি???

আদতে কিন্তু মোটেও এমন নয় সিনেমাটি ২০২১ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে, ইন্ডিয়াকে প্রতিধ্বনিত করবে। সিনেমার নাম জাল্লিকাট্টু

মালায়লাম মাস্টারপিস এই সিনেমাটির প্রেজেন্টেশনের জন্য দিরেক্টর সত্যি স্যালুট প্রাপ্ত। একটি আপাত দৃষ্টির সাধারণ ঘটনার মাঝে দারুন কিছু লেয়ার যোগ করে অসাধারণ একটি মেসেজ দিয়ে সিনেমাটি উপস্থাপন করা হয়েছে।

যা আপনারা দেখলে রীতিমত অবাক হয়ে যাবেন, নামমাত্র গল্প দিয়ে যে ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা বানানো যায় তা মালায়লাম ইন্ডাস্ট্রি প্রমাণ করে দিচ্ছে।

সিনেমার প্রচুর প্লাস পয়েন্ট রয়েছে যার মাঝে সিনেমাটোগ্রাফি অন্যতম, রয়েছে তার লাগানোর মত ক্যামেরা ওয়ার্ক আর দুর্দান্ত বিজিএম যা আপনাকে প্রতি সেকেন্ডে থ্রিল্লের মাঝে রাখবে।

সিনেমা স্ক্রিনপ্লে খুবই টাইট, কোন অপ্রয়োজনীয়’ সিন নেই অশুদ্ধ বা মনুষ্যত্ব এর মাঝে এক দারুন ধাঁধা এ ফেলে সিনেমাটি যখন এগোতে থাকে, তখন আপনিও যেন পশু মানুষের এই খেলাই সঠিক দল কে বেছে নিতে ধাঁধায় পড়ে যাবেন।


প্লিজ ? সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসুন এবং একটি সাবস্ক্রাইব করে দিন।?

শেষ করছি আমার আজকের পোষ্ট পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন।

পরবর্তী কোন টপিকের উপর পোস্ট চান তা কমেন্ট করে অবশ্যই জানান, ফিরে আসছি পরবর্তী পোষ্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

22 thoughts on "ভারত এবং বাংলাদেশ থেকে অস্কার ছিনিয়ে নিবে যে দুটি সিনেমা | ইতি তোমারই ঢাকা & জাল্লিকাট্টু অস্কার পাবে ২০২১ সালে।"

  1. Md Emon Khan Author says:
    oh tai good post nobab l.l.b senema ta kobe public hobe bolte parben
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      না ভাইয়া সঠিক আমি আসলে জানি না। ?
  2. Najmul Author says:
    গাজা খেয়ে পোস্ট করতে আসছেন? হুদাই, একটা কথা বললেই হয়ে যায় না। এসব মুভি কেনো অস্কার পাবে? কোন ক্যাটেগরিতে পাবে? আপনি অস্কারের ‘অ’ ও জানেন না আবার পোস্ট করতে আসছেন।
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      এখানে আমার কিছু বলার নেই ভাইয়া, আমি জাস্ট একটা স্ক্রিনশট নিব এবং ট্রিকবিডি টিমকে মেইল করবো।?

      আর বাকিটা তারাই দেখবেন। ?

    2. Najmul Author says:
      আচ্ছা, আমি মানলাম ‘গাজা’ লেখাটা ভূল হয়েছে বাট আপনিই বলেন অস্কার এরা কীভাবে পাবে? অস্কার কয় ক্যাটেগরীতে পুরস্কার দেয় আপনি এটা জানলে টাইটেল ওটা দিতেন না।
    3. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      জি ভাইয়া তবে সেটা তো আপনি ভালোভাবেই বলতে পারতেন এখানে গাজা আসলো কোথা থেকে। ?

      আর আপনি কিভাবে বুঝলেন যে শুধুমাত্র গাঁজা খেলেই এধরনের পোষ্ট করা সম্ভব। ???

    4. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      তাছাড়া এই সিনেমা দুটি নিয়ে বিভিন্ন রিসার্চ করার পরেই এ ধরনের টাইটেল ব্যবহার করেছি।?
  3. saihum Contributor says:
    “অস্কার ছিনিয়ে নেবে”,”২০২১ সালে অস্কার পাবে” এসব কি? অস্কার পেতে পারে এটাও লেখেননি সরাসরি লেখেছেন অস্কার পাবে??
    এত বড় একটা প্লাটফর্মে ক্লিকবেইট টাইটেল,, জাস্ট ভিউ কাউন্ট বাড়ানো ছাড়া এরকম টাইটেল কেউ করবে না,, মুভিগুলো ভালো মানছি,বাট অস্কার পাবে এরকম কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে না অন্তত যারা সাম্প্রতিক সময়ের মুভি সম্পর্কে ধারণা রাখে।
    আপু,পোস্টটা লিখতে নিশ্চয় অনেক সময় আর পরিশ্রম লেগেছে তাই বলে এরকম ক্লিকবেইট টাইটেল প্লিজ দিবেন না। ট্রিকবিডি জাস্ট আপনাদের কাছে একটা নিজের চ্যানেল প্রোমোশনের জন্য হইলেই আমাদের মত অনেকের কাছে ট্রিকবিডি একটা ভালবাসার নাম। সো এরকম চিপ টাইটেলের পোস্ট দেখলে খুব খারাপ লাগে।
    আশা করি,বিষয়টি বুঝবেন এবং এর থেকে ভালো,উন্নতমানের পোস্ট করবেন।অথর হিসেবে আসলে আপনারাই পারবেন ট্রিকবিডিকে আবার আগের উচ্চতায় নিতে। ভালো থাকবেন।
  4. Jahid Hasan Contributor says:
    দুটো মুভিই দেখেছি।

    ভালো ছিলো। তবে অস্কার যে পাবেই পাবে এরকম নয়।
    পেতে পারে, ভালো সম্ভাবনা আছে।

    টাইটেলে পেতে পারে বা এই ধরনের কোনো বাক্য ব্যবহার করলে আরো ভালো হতো।

  5. Rony7 Contributor says:
    Oscar পাওয়াটা এতো সহজ নয়। কারণ ওরকম শত শত মুভি মনোনয়নের জন্য সেখানে যাবে। তবে অস্কার পাওয়া সেটা বড় কথা নয়, অস্কারের মতো জায়গাতে যাওয়াটাই গর্বের বিষয়।
  6. Sompa44 Contributor says:
    TrickBD তে আপনিই একমাত্র ব্যক্তি, যিনি নিজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করানোর জন্য মোবাইল রিচার্জ অফার, যেনতেন মানের পোস্ট শেয়ার করেন।
  7. Najmul Author says:
    এতো অপমানিত হওয়ার পরেও টাইটেল চেঞ্জ করলেন না, শেম!
    1. Forhad Rahman Author says:
      LOL, bro ???
  8. Md Himul Contributor says:
    সহমত। মনগড়া যুক্তি দিয়ে যা ইচ্ছা বলে দিল, নাই একটার বেশি স্কিনসর্ট। আবার টাইটেলে পাবে লিখে ভিউ বাড়ানোর ধান্দা।

    মুভিগুলো যতেষ্ট ভাল, তবে এই নয় যে পাবেই।

  9. Minhaj Contributor says:
    আরেকটু রিসার্চ করে পোস্ট করলে ভালো হয় !
  10. Shujon Contributor says:
    post ta to movie loverbd group ntheke copy marsen??
    1. Abdus Sobhan Author says:
      link hobe pls
  11. oni136901 Contributor says:
    নাই যুক্তি,নাই সস যা খুশি তাই লেখে দিলেই হবে?
    আপনার একটা পোস্টতো ইউটিউব ভিডিও থেকে কপি করা।পাবলিকের গালিওতো কম খাননাই।আর এটাতেওতো কম কথা শুনলেননা।চরম লেভেলের বেহায়াতো আপনি!
    1. oni136901 Contributor says:
      https://m.facebook.com/story.php?story_fbid=879945012744166&id=196694347735906

      ট্রিকবিডির নাম পরিবর্তন করে মারোকপি.কম দিলে কেমন হয়?

    2. Abdus Sobhan Author says:
      na abal bd dile aro vhalo hoi aj kal copy mukto post gulor man dekhechen
  12. jbriyad Contributor says:
    আপনার টাইটেল ঠিক আছে, আমার মতে। অস্কার ছিনিয়ে নিলে নিতে পারবে এরা বাট অস্কার এর অ ও দিবে না এদের। আর জাল্লিকাট্টু এটা অনেক রেটিং দেখে ডাউনলোড করেছিলাম বাট সত্যি বলতে এমন ফালতু মুভি আমি আজ পর্যন্ত দেখি নাই। যতটুকু সময় নিয়ে দেখেছি… জীবনে প্রথমবার মনে হয়েছিলো সময়টুকু নষ্ট করলাম ??….
  13. ak Contributor says:
    Apnr Contact number den….

Leave a Reply