এখন বিকাশ একাউন্ট থেকে ব্যাংকে টাকা পাঠান মুহূর্তেই আর টাকা পাঠিয়ে নিয়ে নিন ক্যাশব্যাক।

সেকোনো বিকাশ একাউন্ট থেকে প্রথম বার ব্যাংক একাউন্ট এ টাকা পাঠিয়ে নিয়ে নিন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক শুধুমাত্র ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকের একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

ট্রান্সফার মানি করতে নিচের ধাপগুলাে অনুসরণ করুনঃ

  • বিকাশ অ্যাপ এ লগ ইন করুন।
    • বিকাশ মেনুতে যান।নিজের ব্যাংক একাউন্ট সেন্ড করুন।
    ট্রান্সফার মানি আইকন সিলেক্ট করুন।
    • আপনি যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন।
    • ব্যাংক একাউন্টের প্রয়ােজনীয় তথ্যগুলাে লিখুন।
    • আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন।
    • লেনদেনের একটি রেফারেন্স দিন।
    • আপনার বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন।

অফারের শর্তাবলীঃ

  • ট্রান্সফার মানি সার্ভিস দিয়ে শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
  • যারা আগে কখনোই বিকাশ অ্যাপের মাধ্যমে ট্রান্সফার মানি করেন নি এই অফারটি শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য।
  • অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।
  • অফার চলাকালীন এই অফারটি ১ বার উপভোগ করতে পারবেন।
  • ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী ২-৩ কার্যদিবসের মধ্যে।

অফারের বিস্তারিতঃ

  • আপনার সক্রিয় বিকাশ একাউন্ট থাকা সাপেক্ষে অফারের শর্তাবলী পূরণ করলে ক্যাশব্যাক পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • ক্যাশব্যাক পেতে আপনার একাউন্টের ইনকামিং লেনদেন অ্যাক্টিভ থাকতে হবে। একাউন্টের স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে আপনি এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না।
  • কোন প্রতারণাপূর্ণ কার্যকলাপ শনাক্ত করা হয় হলে সেই বিকাশ একাউন্ট বাতিল করে দেওয়ার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
  • সফলভাবে লেনদেন সম্পন্ন করলে গ্রাহক একাউন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেয়া হবে।
  • গ্রাহককে অবশ্যই নিজ দায়িত্বে সঠিক ব্যাংক একাউন্ট অ্যাড করতে হবে।

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

 

টেকনিক্যাল বিষয়ে যে কোনো কিছু জানতে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হলো…!

 

 

ধন্যবাদ

10 thoughts on "বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট এ টাকা পাঠিয়ে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন!"

  1. JM Sujon Contributor says:
    DBBL আছে?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ??
  2. sopon Author says:
    Copy past করেন কেন?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Koi copy pailen
  3. abirh104 Contributor says:
    ট্রান্সফার মানি করলে ক্যাশব্যাক দিবে মাত্র ১% আর সার্ভিস চার্জ কাটবে ২%
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ??
  4. HQ Shakib Author says:
    Egulo ekhn bkash app ei lekha thake
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ??
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Thanks

Leave a Reply