বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই পোস্ট এ আমরা জানবো সেরা ১০টি বাংলা ওয়েব সিরিজ সম্পর্কে।
তবে বাংলা ওয়েব সিরিজ মানে কিন্তু কলকাতা নয় এই লিস্টে বাংলাদেশ ও ভারত দুই দেশের ওয়েব সিরিজ গুলো নিয়ে তালিকা তৈরি করা হয়েছে।

তবে একটা কথা না বললেই নয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো এর বর্তমানে যেমন অবস্থা সেই তুলনায় বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি এবং ওয়েব সিরিজ গুলো বেশ উন্নতি লাভ করেছে।

তো সেটা যাইহোক বর্তমানে ঘরবন্দি সময় কাটাতে অনলাইন প্ল্যাটফর্ম কে বেছে নেন অনেকে!
নেটফ্লিক্স অ্যামাজনের মতো সময়ের দাবি মেনে বাংলাদেশেও হইচই বাইস্কোপ , রবি টিভি বা zee5 এর মত ওয়েব প্ল্যাটফর্ম গুলো সিনেমা হল টিভি ডিভিডির ছাড়িয়ে দখল করে নিচ্ছে বিনোদনের ক্ষেত্র।

আর তাই বাংলা ভাষার সেরা ১০টি ওয়েব সিরিজ নিয়েই আজকে আমাদের আয়োজন।
তো এই লিস্টের বাইরেও অনেক ভাল ভাল ওয়েব সিরিজ থাকতে পারে তবে আমাদের টিমের কাছে যেগুলো ভালো লেগেছে শুধু সেগুলো এই লিস্টে জায়গা পেয়েছে।
তো চলুন জেনে নেওয়া যাক লিস্টে কোন কোন ওয়েব সিরিজ রয়েছে।


১। 71
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রেম ও অপরাধের কাহিনী নিয়ে স্বাধীনতা দিবসে রিলিজ হয় এই ওয়েব সিরিজটি।

এই ওয়েব সিরিজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পুরান ঢাকায় সাহসের সাথে লড়াই করে যাওয়া এক তরুণের জীবনের ছায়ার অবলম্বনে তৈরি করা হয়েছে।

তো ওয়েব সিরিজ টির এপিসোড সংখ্যা মোট ৮টি তাছাড়া দুটি ভিন্ন পটভূমিতে কিছু মানুষের জীবনের গল্পের সাথে স্বাধীনতা সংগ্রামের জড়িয়ে যাওয়া দেখানো হয় এই ওয়েব সিরিজ টিতে।


২। একেনবাবু।
থ্রিলার এর সাথে কমিটির দারুণ কম্বিনেশনের শাদ পাবেন এই ওয়েব সিরিজটি তে, গল্পের মূল চরিত্রে আছেন একজন ছাপোষা ভদ্রলোক যিনি আসলে ক্ষুরধার মস্তিষ্কের একজন গোয়েন্দা।

গ্রেট কমিটির সাথে একেনবাবু বুদ্ধিদীপ্ত রহস্যের উদ্ঘাটন নিঃসন্দেহে আপনাকে সীট থেকে একটুও উঠতে দেবে না।
তো এই ওয়েব সিরিজ টি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী এবং এর সিজন রয়েছে মোট চারটি এবং এপিসোড রয়েছে মোট ২৭টি।

আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে বাঙালিরাও এরকম ডিটেকটিভ ওয়েব সিরিজ তৈরি করতে পারে।


৩। মাইনকার চিপা।
সম্প্রতি এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে জি ফাইভ এ
এবং মুক্তি পাওয়ার সাথে সাথে g5 এ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ।
বড়লোকের মাদকাসক্ত ছেলে স্বামীর অধিকার শফিকের সাথে ঢাকার কোন এক চিপায় দেখা হয় ছোটপর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশোর।

তারা তিনজন তিন ধরনের মানুষ এই তিনজনের একরাতের জার্নি নিয়েই তৈরি করা হয়েছে মাইনকার চিপা ওয়েব সিরিজটি।

জাদুর শহর ঢাকা একে কখন কিভাবে মাইনকার চিপায় পড়ে যায় তা জানতে দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি।
তো এই ওয়েব সিরিজ টির এপিসোড সংখ্যা মাত্র একটি।


৪। লালবাজার।

এটি একটি ভারতীয় ওয়েব সিরিজ তো এ ওয়েব সিরিজের কাহিনী তো কিছুটা এরকম যে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার রোজ এখানে কত কিছুই না ঘটে।
রোজ নতুন ক্রাইম নতুন কোন ঘটনা বা পুরোনো ঘটনার নতুন মোড় নিয়ে নির্মিত হয়েছে লাল বাজার ওয়েব সিরিজটি।

লালবাজার কে কেন্দ্র করে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজটি তৈরি করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল এই ওয়েবসাইটটির এপিসোড সংখ্যা ১০ টি আর এটি আপনি ওয়েব সিরিজের যে কোন প্লাটফর্ম থেকে দেখতে পারেন।


৫। ব্যোমকেশ
ব্যোমকেশ এর সম্পূর্ণ দুটি আলাদা গল্প নিয়ে দারুণ টানটান উত্তেজনার সাথে চিত্রনাট্যকার বেঁধে ফেলেছে একটি প্লট এ প্রেক্ষাপটে রেখেছেন তেতাল্লিশের মন্বন্তর খুঁজি খুঁজি নারীকে।

গল্পদুটিকে যেভাবে চিত্রনাট্যকার একটি প্লোট এ মিশেছেন তার সত্যিই অনবদ্য আর ব্যোমকেশ ভক্ত হলে এখনই দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি।

তো এই ওয়েব সিরিজ টির সিজন সংখ্যা মাত্র পাঁচটি এবং এপিসোড রয়েছে ১১টি।

তো এই লিস্টের দশটা ওয়েব সিরিজ এর মধ্যে পাঁচটা অলরেডি শেয়ার করে দিলাম! বাকি পাঁচটা লেখালেখি চলছে আগামী কাল চলে আসবে।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন পোষ্টটি সম্পর্কে কোন মতামত থাকলে, তা নিশ্চয়ই কমেন্ট বক্সেএ জানাবেন।

তো এতক্ষণ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

4 thoughts on "১০ টি সেরা বাংলা ওয়েব সিরিজ | এখনো না দেখে থাকলে ভালো কিছু মিস করছেন।"

  1. rex boy Contributor says:
    Download link dile valo hoto..
  2. IBNUL Contributor says:
    আমি শিওর এই আইডি ফেক
    সবাইরে মগা বানাচ্ছে , আর অ্যাডমিন গুলো কি দেখে না এসব ?
    পোষ্টের মধ্যে বিজ্ঞাপন দিয়ে দিসে
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ও আচ্ছা জি ধন্যবাদ ?

Leave a Reply