বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই পোস্ট এ আমরা জানবো সেরা ১০টি বাংলা ওয়েব সিরিজ সম্পর্কে।
তবে বাংলা ওয়েব সিরিজ মানে কিন্তু কলকাতা নয় এই লিস্টে বাংলাদেশ ও ভারত দুই দেশের ওয়েব সিরিজ গুলো নিয়ে তালিকা তৈরি করা হয়েছে।

তবে একটা কথা না বললেই নয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গুলো এর বর্তমানে যেমন অবস্থা সেই তুলনায় বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রি এবং ওয়েব সিরিজ গুলো বেশ উন্নতি লাভ করেছে।

তো সেটা যাইহোক বর্তমানে ঘরবন্দি সময় কাটাতে অনলাইন প্ল্যাটফর্ম কে বেছে নেন অনেকে!
নেটফ্লিক্স অ্যামাজনের মতো সময়ের দাবি মেনে বাংলাদেশেও হইচই বাইস্কোপ , রবি টিভি বা zee5 এর মত ওয়েব প্ল্যাটফর্ম গুলো সিনেমা হল টিভি ডিভিডির ছাড়িয়ে দখল করে নিচ্ছে বিনোদনের ক্ষেত্র।

আর তাই বাংলা ভাষার সেরা ১০টি ওয়েব সিরিজ নিয়েই আজকে আমাদের আয়োজন।
তো এই লিস্টের বাইরেও অনেক ভাল ভাল ওয়েব সিরিজ থাকতে পারে তবে আমাদের টিমের কাছে যেগুলো ভালো লেগেছে শুধু সেগুলো এই লিস্টে জায়গা পেয়েছে।
তো চলুন জেনে নেওয়া যাক লিস্টে কোন কোন ওয়েব সিরিজ রয়েছে।


১। 71
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে প্রেম ও অপরাধের কাহিনী নিয়ে স্বাধীনতা দিবসে রিলিজ হয় এই ওয়েব সিরিজটি।

এই ওয়েব সিরিজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পুরান ঢাকায় সাহসের সাথে লড়াই করে যাওয়া এক তরুণের জীবনের ছায়ার অবলম্বনে তৈরি করা হয়েছে।

তো ওয়েব সিরিজ টির এপিসোড সংখ্যা মোট ৮টি তাছাড়া দুটি ভিন্ন পটভূমিতে কিছু মানুষের জীবনের গল্পের সাথে স্বাধীনতা সংগ্রামের জড়িয়ে যাওয়া দেখানো হয় এই ওয়েব সিরিজ টিতে।


২। একেনবাবু।
থ্রিলার এর সাথে কমিটির দারুণ কম্বিনেশনের শাদ পাবেন এই ওয়েব সিরিজটি তে, গল্পের মূল চরিত্রে আছেন একজন ছাপোষা ভদ্রলোক যিনি আসলে ক্ষুরধার মস্তিষ্কের একজন গোয়েন্দা।

গ্রেট কমিটির সাথে একেনবাবু বুদ্ধিদীপ্ত রহস্যের উদ্ঘাটন নিঃসন্দেহে আপনাকে সীট থেকে একটুও উঠতে দেবে না।
তো এই ওয়েব সিরিজ টি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী এবং এর সিজন রয়েছে মোট চারটি এবং এপিসোড রয়েছে মোট ২৭টি।

আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে বাঙালিরাও এরকম ডিটেকটিভ ওয়েব সিরিজ তৈরি করতে পারে!


৩। মাইনকার চিপা।
সম্প্রতি এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে জি ফাইভ এ
এবং মুক্তি পাওয়ার সাথে সাথে g5 এ ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ।
বড়লোকের মাদকাসক্ত ছেলে স্বামীর অধিকার শফিকের সাথে ঢাকার কোন এক চিপায় দেখা হয় ছোটপর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশোর।

তারা তিনজন তিন ধরনের মানুষ এই তিনজনের একরাতের জার্নি নিয়েই তৈরি করা হয়েছে মাইনকার চিপা ওয়েব সিরিজটি।

জাদুর শহর ঢাকা একে কখন কিভাবে মাইনকার চিপায় পড়ে যায় তা জানতে দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি।
তো এই ওয়েব সিরিজ টির এপিসোড সংখ্যা মাত্র একটি।


৪। লালবাজার।

এটি একটি ভারতীয় ওয়েব সিরিজ তো এ ওয়েব সিরিজের কাহিনী তো কিছুটা এরকম যে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার রোজ এখানে কত কিছুই না ঘটে।
রোজ নতুন ক্রাইম নতুন কোন ঘটনা বা পুরোনো ঘটনার নতুন মোড় নিয়ে নির্মিত হয়েছে লাল বাজার ওয়েব সিরিজটি।

লালবাজার কে কেন্দ্র করে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজটি তৈরি করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল এই ওয়েবসাইটটির এপিসোড সংখ্যা ১০ টি আর এটি আপনি ওয়েব সিরিজের যে কোন প্লাটফর্ম থেকে দেখতে পারেন।


৫। ব্যোমকেশ
ব্যোমকেশ এর সম্পূর্ণ দুটি আলাদা গল্প নিয়ে দারুণ টানটান উত্তেজনার সাথে চিত্রনাট্যকার বেঁধে ফেলেছে একটি প্লট এ প্রেক্ষাপটে রেখেছেন তেতাল্লিশের মন্বন্তর খুঁজি খুঁজি নারীকে।

গল্পদুটিকে যেভাবে চিত্রনাট্যকার একটি প্লোট এ মিশেছেন তার সত্যিই অনবদ্য আর ব্যোমকেশ ভক্ত হলে এখনই দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি।

তো এই ওয়েব সিরিজ টির সিজন সংখ্যা মাত্র পাঁচটি এবং এপিসোড রয়েছে ১১টি।


৬। তানপুরা
আনন্দ গরের নবাব তানসেনের তানপুরা উপহার দেন শ্রুতির দাদুকে তানসেনের তানপুরা পেতে গেলে দিতে হবে ধাঁধার উত্তর লুকিয়ে রয়েছে রাগ সঙ্গীতে।

তবে উত্তর পেতে গেলে নির্দৃষ্ট বাদ্যযন্ত্র পরিবেশন করতে হবে সেই সুর তার কপালে আছে এই তানসেনের তানপুরা উত্তরটি পেতে দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি

অতি ওয়েব সিরিজ টির সিজন রয়েছে ২ টি এবং এপিসোড রয়েছে ১৯ টি


৭। তাকদীর
সম্প্রতি ও টি টি প্লাটফর্মে মুক্তি পাওয়া বাংলাদেশী ওয়েব সিরিজ টি রীতিমত ঝড় তুলে দিয়েছে এই ওয়েব সিরিজ টির কাহিনী হচ্ছে তাকদীর একজন লাশবাহী গাড়ির ড্রাইভার।

একদিন তার গাড়ির ভেতর একজন অচেনা মহিলার নিস্তেজ দেহের লাশ পাওয়া যায় এবং সেটি দেখে তাকদীর অবাক হয়ে যান এবং রীতিমত ভয় পেয়ে যান।

কে রাখল তার গাড়িতে লাশ, লাশটাকে নিয়ে সে কি করবে এখন এই চিন্তায় যখন সে অস্থির তখনই একটি অচেনা নাম্বার থেকে কল করে বেওয়ারিশ লাশ টি কে চাওয়া হয়।

অচেনা মহিলাটির লাশটির কারণে তাকদীরের জীবনে কি ঘটতে চলেছে তা দেখতে চটপট দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি।


৮। রহস্য রোমাঞ্চ
রহস্য এবং রোমাঞ্চ এই দুটি শব্দের প্রতি সব সময় বাঙালির অনেক টান,
কালো নেকড়ে আর মোড়া খুঁজছে অমৃতা কে কিন্তু এরই মধ্যে গল্পে আসছে একেক রকম বাধা কার হাতে সমাধান এর বেশি কিছু বললে ওয়েব সিরিজটির মজাই থাকবে না।

এই ওয়েব সিরিজ এর সিজন রয়েছে দুইটি এবং এপিসোড রয়েছে মোট সতেরোটি আপনি চাইলেই এই ওয়েব সিরিজটি হইচই এ দেখতে পারেন।


৯। শব্দজব্দ
কাছের মানুষগুলো যখন ষড়যন্ত্র করে তখন একজন মানুষের জীবন কতটা নরক হয়ে ওঠে।
তা ধারণা করা মুশকিল নিজের অজান্তেই একগাদা সমস্যা এসে ভিড় করে জীবনে ঘনিষ্ঠ লোকদের ষড়যন্ত্রে কিভাবে জড়িয়ে পড়ে শেষ হয়ে যেতে পারে একজনের জীবন।

এ নিয়েই হইচই এ মুক্তি পাওয়া টানটান উত্তেজনাকর সাসপেন্স এ ভরা ওয়েব সিরিজ টির কাহিনী এগিয়েছে।

এই ওয়েব সিরিজ টির এপিসোড সংখ্যা মোট ৭টি যারা টানটান উত্তেজনা আর সাসপেন্স পছন্দ করেন তারা এখনি দেখে ফেলুন এই ওয়েব সিরিজটি‌।

জঘন্য ক্রাইম এর সাথে দমবন্ধ করা সাসপেন্স নিয়ে আমাদের লিস্টের ১০ নম্বরে রয়েছে।


১০। অগাস্ট ফোর্টিন।
শিহাব শাহীনের চমৎকার স্টরি ডেলিভারি ও মেকিং এ ২০১৩ সালে একটি সত্য ঘটনা উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ওয়েব সিরিজটি।

মেয়ে ঐশীর হাতে খুন হওয়া তার মা-বাবার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে নিপুন ভাবে ফুটিয়ে তোলে পরিচালক।

মায়ের কন্ঠ নকল করে বাড়ির কেয়ারটেকার কে বোকা বানিয়ে তুষী ভোরবেলা বাড়ি থেকে পালিয়ে যায় কোন এক জিমির সন্ধানে।
সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারে স্ত্রী সহ নিহত পুলিশ কর্মকর্তার বড় মেয়ে তুলসীকে পেলেই খুলবে রহস্যের জট।

কিন্তু কেউ জানেনা তুশি কোথায় আছে কি হয় এরপর গল্পের মোর কোন দিকে ঘোরে এই নিয়ে এগিয়েছে। এই ওয়েব সিরিজটি! তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন।

পোষ্টটি সম্পর্কে কোন মতামত থাকলে, তা নিশ্চয়ই কমেন্ট বক্সেএ জানাবেন।
তো এতক্ষণ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

10 thoughts on "১০ টি সেরা বাংলা ওয়েব সিরিজ | যদি না দেখে থাকেন তাহলে আপনি কিছুই দেখেননি।"

  1. Avatar photo MD Shakib Hasan Author says:
    আগের পোস্টের কিছু আছে এখানে
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      জি হ্যাঁ আছে
  2. Avatar photo Lipon Islam Author says:
    কিছু জিনিস আগে পড়েছি বলে মনে হচ্ছে
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      জি আগের কিছু অ্যাড করে দিয়েছি এই পোস্টের মধ্যে।
  3. Avatar photo MD Zakaria Contributor says:
    Apni fb te fake id use koren kno,, Aoni jar pic fb te upload den, se amar porichito
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ? ও আচ্ছা ? কিছু বলার নাই ?
    2. Avatar photo MD Zakaria Contributor says:
      Kisu bolar thakle yo bolben
  4. Avatar photo Prince? ?? Contributor says:
    টাইটেল দেইখখাই বুঝছি এটা কার পোস্ট!!!!!!
    1. Avatar photo Anamika Chowdhury Subscriber Post Creator says:
      ??❣️❣️❣️
    2. Avatar photo Prince? ?? Contributor says:
      ???

Leave a Reply