এখন আপনার বিকাশ একাউন্ট এর বিকাশ অ্যাপ এ যে কোনো পে-বিল এর তথ্য সেভ করে বিল প্রদান করে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন।

অফারটি পেতে বিকাশ গ্রহণ কে সর্বনিম্ন ৩০০ টাকা বেশি বিল এর তথ্য সেভ করে বিল প্রদান করতে হবে। একটি বিল এর তথ্য সেভ করে বিল প্রদান করলে ১০ টাকা ক্যাশব্যাক এই ভাবে বিল এর তথ্য সেভ করে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

তো দেখে নিয়া যাক কি ভাবে বিল এর তথ্য সেভ করবেন।

প্রথমে বিকাশ অ্যাপ ঢুকে পে-বিল সিলেক্ট করেন।

আপনি কি সের বিল প্রদান করবেন তা সিলেক্ট করেন।

আপনার বিল একাউন্ট এর এসএমএস নাম্বার প্রদান করেন এবং নিচে ঠিক দিন।

আপনার বিল একাউন্ট এর তথ্য কি নামে সেভ করতে চান তা দিয়ে দিন এবং নিচে ক্লিক করুন।

তার পর পরের ধাপ অনুসরণ করে আপনার বিল প্রদান করুন।

অফারের বিস্তারিতঃ

  • অফারের সময়সীমা: ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত।
  • ক্যাম্পেইন চলাকালীন প্রথম ৫ টি সফল লেনদেনের জন্য অফার পাওয়া যাবে।
  • একটি সেভ করা বিল থেকে ১ বার ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • অ্যাপ-এর সেভ বিল একাউন্ট থেকে বিল পেমেন্ট বিকাশ করলে ১০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • সর্বনিম্ন ৩০০ টাকা বিল পেমেন্ট বিকাশ করলে অফার পাওয়া যাবে।

 

নতুন বিকাশ একাউন্ট খুলে ৫০ টাকা বোনাস নিয়ে নিন

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

Airtel সিমে ফ্রি ১জিবি নিয়ে নিন।

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন এবং সাথে থাকছে প্রতি রেফারে ১জিবি ডাটা বোনান।

ধন্যবাদ

2 thoughts on "বিকাশ অ্যাপ এ বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ইত্যাদি বিল এর তথ্য সেভ করে বিল প্রদান করে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়ে নিন সবাই পাবেন…!!"

    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Welcome

Leave a Reply