সাবলাইম টেক্সট, এক কথায় বলতে গেলে লাইট ওয়েট, এডভান্সড এবং বহুল জনপ্রিয় একটি কোড এডিটর হচ্ছে সাবলাইম টেক্সট ৩। মাত্র ১০ এম্বি ডাউনলোড সাইজের এই ছোট্ট কোড এডিটর হচ্ছে বহু ডেভেলপার এর ফেবারিট লিস্টের একদম টপ।

আপনি যদি কখনো কোন সময় কোডিং করে থাকেন তাহলে নিশ্চিত ভাবেই বলা যায় যে আপনি সাবলাইম টেক্সট ব্যবহার করেছেন কিংবা শুনেছেন।

ক্রস প্লাটফর্ম, পাইথন এপিআই বেজড সহ ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড এবং ফ্রি সফটওয়্যার লাইসেন্স এর আওতায় বিশাল বড় কমিউনিটি নিয়ে সাবলাইম টেক্সট রাজত্ব করছে কোড এডিটর এর জগতে।

Sublime Text 3 | Screenshot
Sublime Text 3 | Screenshot

 

 

আর সাবলাইম টেক্সট এর এই জনপ্রিয়তাকে বহুগুন বাড়িয়ে দিয়েছে এর প্লাগিন সাপোর্ট। হাজার হাজার প্লাগিন এর মধ্যে থেকে আমাদের প্রয়োজন মতো প্লাগিন ইন্সটল করে নিয়ে সহজেই আপনার কাজ কে আপনি খুব দ্রুত এবং ওয়েল পারফর্মড করে ফেলতে পারবেন।

তাহলে চলুন আজকে দেখে নেই কিভাবে সাব্লাইম টেক্সট এ প্লাগিন এড করবেন।

স্টেপ-১ঃ সাবলাইম টেক্সট ওপেন করে উইন্ডোজ হলে ctrl+shift+p এবং ম্যাক হলে cmd+shift+p এই কি কম্বিনেশন প্রেস করলে সাবলাইম টেক্সট এর কমান্ড প্যালেট ওপেন হবে।

Sublime Text3 Command Pallet | Screenshot
Sublime Text3 Command Pallet | Screenshot

 

স্টেপ-২ঃ এবারে এই প্যালেট এ Install Package Control লিখে এন্টার প্রেস করলেই কিছুক্ষণ পরে নিচের মতোই পপ আপ আসবে

Sublime Text3 Pop Up | Screenshot
Sublime Text3 Pop Up | Screenshot

 

স্টেপ-৩ঃ এখন আবার উইন্ডোজ হলে ctrl+shift+p এবং ম্যাক হলে cmd+shift+p এই কি কম্বিনেশন প্রেস করলে সাবলাইম টেক্সট এর কমান্ড প্যালেট ওপেন করুন এবং সেখানে Package Control: Install Package লিখে এন্টার প্রেস করলেই নিচের মতো স্ক্রিন আসবে।

Sublime Text3 Package Control | Screenshot
Sublime Text3 Package Control | Screenshot

 

 

স্টেপ-৪ঃ এখন এই বক্সে আপনার প্রয়োজনীয় প্লাগিন এর নাম লিখে এন্টার প্রেস করলেই তা ইন্সটল হতে শুরু হবে। এবং তা কিভাবে ব্যবহার করবেন তা জানতে উক্ত প্লাগিন এর ডকুমেন্টেনশন দেখুন।

এবারে চলুন কিছু বহুল জনপ্রিয় সাবলাইম টেক্সট এর ৩ টি জনপ্রিয় প্লাগিন দেখে নেই।

১। Emmet

এমেট, যতগুলো কোড এডিটর এখন অবধি প্রচলিত আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় বলা যায় এমেট কে। বিশেষ করে এমেট সহজ করেছে ওয়েব ডেভেলপিং সিস্টেম কে। এমেট মুলত এব্রেভেশন লিখে বেশি কোড লেখার বিশেষ সিস্টেম। আপনি সিএসএস সিলেক্টর এর মতো করে লিখে অনেক বেশি কোড এ কনভার্ট করতে পারবেন।

প্লাগিন টি ইন্সটল করতে চাইলে https://packagecontrol.io/packages/Emmet

 

২। কালার পিকার

আমরা যখন কোন ওয়েব সাইট নিয়ে কাজ করতে যায় তখন অনেক অনেক সময় বিভিন্ন সময় কোন কালার এর হেক্সাডেসিমেল কোড বা আরজিবি কোড ও প্রয়োজন হয়। সেই সময় আমরা হয়ত ওয়েব সার্চ করে সেই কালার এর কোড মনে রাখি। কিন্তু সেই একই কাজ কে কোড এডিটর এর মধ্যে সহজ করতে আছে কালার পিকার প্লাগিন।

প্লাগিন টি ইন্সটল করতে চাইলে https://packagecontrol.io/packages/ColorPicker

 

৩। গিট

আমরা সবাই গিট এবং গিটহাব নিশ্চয় ব্যবহার করেছি। ভিএস কোড সহ অন্যান্ন বেশি বড় কোড এডিটর এ সাধারণত গিট এম্বডেড থাকে। কিন্তু সাবলাইম টেক্সট ৩ কে লাইট ওয়েট রাখতে বিল্ট ইন গিট এম্বডেড থাকে না। তবে প্রয়োজন মতো চাইলে আমরা প্লাগিন হিসেবে গিট কে ইন্সটল করে ফেলতে পারি।

প্লাগিন টি ইন্সটল করতে চাইলে https://packagecontrol.io/packages/Git

 

পরিশেষ

দেখে নিলাম কিভাবে সাব্লাইম টেক্সট এ প্লাগিন ইন্সটল করতে হয় এবং সেই সাথে বহুল জনপ্রিয় ৩ টি প্লাগিন এর নাম। পরের কোন এক লেখায় দেখা অন্য কোন বিষয় নিয়ে।

সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ ৪ টি কারণ কেন মিন্ট উবুন্টুর থেকে ভালো

4 thoughts on "সাবলাইম টেক্সট ৩ এ কিভাবে প্লাগিন এড করবেন ?"

  1. Abdus Salam Author says:
    Good job bro ❤️
  2. Dip Dey - Walker #57341 Contributor says:
    Vai Akta Help Ami .apk ar .dex .. .java ta nici akn ai .java gula ke abar .dex kivabe korbo ?
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      https://stackoverflow.com/questions/4163167/convert-class-file-to-dex-file/36145360

      আমি কোন এন্ড্রয়েড ডেভেলপার না, তবুও স্বল্প জ্ঞানে মনে হল এখানকার সল্যুশন গুলো আপনার কাজে লাগবে।

Leave a Reply