ভিসাভিসা কার্এডে খন ঘরে বসে বিকাশ অ্যাপ থেকেই আপনার ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন, নিজের সুবিধামত সময়ে। বাংলাদেশের যেকোনো কমার্শিয়াল ব্যাংক থেকে ইস্যুকৃত ভিসা ক্রেডিট কার্ডের বিল বিকাশ অ্যাপ থেকে পরিশোধ করা যাবে।

  • অফারঃ
  • একজন বিকাশ গ্রাহক ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রথমবারের মতো বিকাশ করলেই সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
  • অফার চলাকালীন একজন গ্রাহক অফারটি একবারই পাবেন
    যে সকল গ্রাহক নভেম্বর ২০১৯ থেকে জানুয়ারি ২০২১ এর মধ্যে কখনো ভিসা ক্রেডিট কার্ডের বিল বিকাশ করেননি, তাদের জন্য অফারটি প্রযোজ্য।
    অফারের সময়সীমাঃ ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত

অফারের বিস্তারিতঃ

  • একজন গ্রাহক প্রথমবার ভিসা ক্রেডিট কার্ডের বিল বিকাশ করলে ১% ক্যাশব্যাক সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত উপভোগ করতে পারবেন, ক্যাম্পেইন চলাকালীন সময়ে একবার।
    বিকাশ অ্যাপের উল্লেখিত ভিসা ক্রেডিট কার্ডের পেমেন্ট বিকাশ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে
    গ্রাহকের বিকাশ একাউন্টে ২-৩ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক দেওয়া হবে
    গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসজনিত জটিলতা ব্যতীত অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে, ক্যাম্পেইন শেষ হওয়ার দুই মাসের মধ্যে বিকাশ একবার পুনরায় ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। এতেও যদি ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তবে আর কোনো চেষ্টা করা হবেনা এবং গ্রাহক ক্যাশব্যাক পাওয়ার জন্য বিবেচিত হবেন না
    বিকাশ ও সংশ্লিষ্ট ব্যাংক কোনো পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
    লিমিটঃ বিল পেমেন্টে কোনো লিমিট নেই

চার্জ: গ্রাহকের ভিসা কার্ডের বিল পেমেন্ট বিকাশ করলে বিলের পরিমাণের উপর ১% হারে চার্জ প্রযোজ্য হবে।

  • সার্ভিসের বিস্তারিত:

এই সার্ভিস ব্যবহার করে শুধুমাত্র ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান করা যাবে
শুধুমাত্র সক্রিয় বিকাশ একাউন্ট এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকলেই এই সার্ভিসটি পাওয়া যাবে
শুধুমাত্র বাংলাদেশি টাকায় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে যা ক্রেডিট কার্ডের লোকাল (বাংলাদেশ) লিমিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে
ক্রেডিট কার্ডের বিল পেমেন্টে লিমিট নেই। তবে, সংশ্লিষ্ট ব্যাংকের পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলী প্রযোজ্য হবে
ব্যাংকের ক্রেডিট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে বিলটি পরিশোধের জন্য পাঠানো হবে। বিল প্রদান করার পর ৩ কর্মদিবসের মধ্যে পেমেন্ট আপডেট হবে
যদি বিল পরিশোধ ব্যর্থ হয়, লেনদেনের ২৪ ঘন্টার মধ্যে ডুয়েল ব্যালেন্স সংক্রান্ত জটিলতা সমাধান করা হবে
যদি গ্রাহক শেষ মুহূর্তে বিকাশ এর মাধ্যমে ক্রেডিট কার্ড বিল প্রদান করার ফলে ব্যাংক কর্তৃক লেট ফি চার্জ করা হয়, তাহলে এই সংক্রান্ত জটিলতা সমাধানে গ্রাহককে কার্ড ইস্যুকারী ব্যাংকে যোগাযোগ করতে হবে
গ্রাহক বিকাশ অ্যাপ থেকে ক্রেডিট কার্ড বিল চেক করতে পারবেন না। বিকাশ সার্ভিস ব্যবহার করে শুধুমাত্র ভিসা ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করা যাবে
যদি ভুল কার্ড নাম্বারে ভুলবশত পেমেন্ট হয়ে যায়, তাহলে গ্রাহককে তার ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংকে যোগাযোগ করতে হবে
যদি পেমেন্টের সময় টাকার পরিমাণ প্রদানে ভুল হয় (উদা: পেমেন্ট করতে চেয়েছিলেন ৫০০, কিন্তু করেছেন ৫০০০) তাহলে গ্রাহক তার কার্ড ইস্যুকারী ব্যাংকে যোগাযোগ করতে হবে
বিকাশ গ্রাহক সার্ভিস প্রতিনিধি টিকেটিং সিস্টেমে, ইমেইলে বা কাগজে (যদি প্রয়োজন হয়) ক্রেডিট কার্ড নাম্বারের শেষ ৪ ডিজিট নোট করে রাখতে পারেন, তবে গ্রাহককে এই বিষয়ে সচেতন থাকতে হবে যে ইচ্ছায়/অনিচ্ছায় কোনো অবস্থাতেই সম্পূর্ণ কার্ড নাম্বার প্রকাশ করা যাবে না
একজন গ্রাহক কোনো অবস্থাতেই তার বিকাশ একাউন্টের পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। গ্রাহক কোনো প্রকার জালিয়াতি/ প্রতারণার শিকার হলে, তার দায়ভার বিকাশ নেবে না। গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে যেকোনো লেনদেনের দায়ভার পুরোপুরি গ্রাহকের

গ্রাহককে অবশ্যই ক্রেডিট কার্ড নাম্বার এবং টাকার পরিমাণ দেওয়ার সময় সাবধান হতে হবে। বিকাশ শুধুমাত্র একটি নিরাপদ লেনদেনের প্ল্যাটফর্ম দিচ্ছে। লেনদেন করতে গিয়ে কোনো ভুল হওয়া কিংবা সার্ভিসের অপব্যবহারের জন্য বিকাশ কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না !

More offers –

নগদ থেকে গ্রামীণফোনে মোবাইল রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক অফার !

নগদ থেকে রবিতে মোবাইল রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক পেতে বিস্তারিত পড়ুন ।

 

Visit My website : Rifat’s Diary

4 thoughts on "দেরি না করে আজই নিয়ে নিন বিকাশ থেকে ১৫০ টাকা ক্যাশ ব্যাক !"

  1. Gl sourov Contributor says:
    khub upokar hoilo 🙂
  2. Taofik+Taskin+Emon Contributor says:
    এখানে বিকাশ কে বোকা কেমনে বানাইলেন ?
    1. Taofik+Taskin+Emon Contributor says:
      ভুলে comment করছি ।sorry
    2. ShaRiar IMRAN Contributor says:
      আপনি Daraz এর পোস্ট দেখেছিলেন Maybe?

Leave a Reply