হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।

তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে মুভির সাথে পরিচয় করে দেব। মুভিটির নাম The Shawshank Redemption. এটা দারুন একটা মুভি। অনেকেই মুভিটা দেখেছেন। যারা দেখেননি তারা আজই দেখে নিবেন।

তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

NAME: THE SHAWSHANK REDEMPTION(1994)
genere: drama, crime
rating:9.3/10 imdb, 96% google user liked
my rating:9.5/10

The Shawshank Redemption ১৯৯৪ সালের আমেরিকান চলচ্চিত্র যা ১৯৮২ সালের স্টিফেন কিং উপন্যাস ”রিতা হায়ওয়ার্থ এবং শওশঙ্ক রিডিম্পশন” অবলম্বনে ফ্র্যাঙ্ক ডারাবন্টের পরিচালিত ও পরিচালিত।

এটি ব্যাঙ্কার অ্যান্ডি ডুফ্রেসনের কথা দিয়ে শুরু, যিনি তার স্ত্রীকে হত্যা না করেও হত্যার জন্য Shawshank জেলে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত হয়েছেন। পরের দুই দশক ধরে, তিনি সহকর্মী বন্দীর সাথে বন্ধুত্ব করে, চোরাচালানকারী এলিসকে “রেড” রেডিং নিষিদ্ধ করে এবং কারাগারের ওয়ার্ডেন স্যামুয়েল নর্টনের নেতৃত্বে অর্থ পাচারের কাজে সাহায্যকারী হয়ে ওঠে। এরপরের ঘটনাগুলি আমি আর বলবো না, কারন তাহলে আর সিক্রেট থাকবে না। ফলে আর দেখতে ইচ্ছা করবেনা। but last পর্বগুলো খুবই ইন্টারেস্টিং l

description: movie টা তার প্রকাশের বিষয়ে অনেক ইতিবাচক পর্যালোচনা পেয়েছে, বিশেষত এটির গল্প এবং রবিনস এবং ফ্রিম্যানের পারফরম্যান্সের জন্য l এটি প্রথম থিয়েটারিক রানের সময় মাত্র 1$ মিলিয়ন ডলার আয় করেছিল। পাল্প ফিকশন এবং ফরেস্ট গাম্পের মতো চলচ্চিত্র থেকে শুরু করে কারাগারের চলচ্চিত্রের সাধারণ জনগণের জনপ্রিয়তা, মহিলা চরিত্রের অভাব, এমনকি শিরোনাম, যা দর্শকদের জন্য বিভ্রান্তিকর বলে মনে করা হয়েছিল, এর ব্যর্থতার জন্য অনেকগুলি কারণ উল্লেখ করা হয়েছিল। তা সত্ত্বেও, এটি একাডেমি পুরষ্কারের সাতটি মনোনয়ন সহ একাধিক পুরষ্কারের নমিনেশন পেয়েছিল এবং একটি আন্তর্জাতিক নাটকের পুনঃপ্রকাশ, যা আন্তর্জাতিক টাকার সাথে মিলিয়ে মুভিটির বক্স অফিসের আয়কে $8.3 মিলিয়ন ডলারে উন্নীত করেছে।

সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 320,000 এরও বেশি VHS অনুলিপি প্রেরণ করা হয়েছিল এবং এটির পুরষ্কারের মনোনয়ন এবং মুখের শব্দগুলির উপর ভিত্তি করে এটি 1995 এর শীর্ষে ভাড়া নেওয়া চলচ্চিত্রগুলির মধ্যে একটিতে পরিণত হয়। এটি এখন অনেকে 1990 এর দশকের সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচনা করেছেন এবং আমিও করি l

২০১৩ সাল পর্যন্ত, ছবিটি নিয়মিত বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় এবং এটি বেশ কয়েকটি দেশে জনপ্রিয় হয় l দর্শকদের সদস্য এবং সেলিব্রিটিরা এটিকে অনুপ্রেরণার আধার হিসাবে উল্লেখ করে এবং বিভিন্ন সমীক্ষায় চলচ্চিত্রটির তাদের favourite হিসাবে নামকরণ করে।

এখনও আপনি ‍যদি কাওকে মুভিটির বিষয়ে জিজ্ঞাসা করেন, কেউ এটার ব্যাপারে আপনাকে নেতিবাচক কিছু বলবে না। তাছাড়া ২০১৫ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস লাইব্রেরি জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রি সংরক্ষণের জন্য চলচ্চিত্রটি বেছে নিয়েছিল।

মুভিটির মেইন থিম হলো— ‘যে আশাই মানুষকে বাচিয়ে রাখে। তাকে সব বাধা পার করতে সাহায্য করে।‘ চলুন কিছু ‍SS দেখে আসি।






movie download link

(ডিরেক্ট লিঙ্ক অনেক খুজেও পাই নাই। এখান থেকে দয়া করে ডাওনলোড করে নিবেন। যদি না করতে পারেন তাহলে এই পোষ্টটা দেেখ আসুন। কিভাবে ডাওনলোড করবেন—)

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই। আশা রাখি পোষ্টটা আপনাদের কাজে দিবে।

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।

আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



10 thoughts on "গত শতকের দারুণ একটা motivational crime মুভি- “The Shawshank Redemption” review (rating 9.3/10 imdb)"

  1. Jahid Hasan Contributor says:
    এটা কেমন রিভিউ ছিলো?

    পোস্টের ৯০% ট্রান্সলেট করা।
    কোনো ডিরেক্ট লিংক নেই।
    জাস্ট কয়েকটা স্ক্রীনশট অ্যাড করেই পোস্ট?
    তাও আবার মুভি রিভিউ টাইপ পোস্ট???

    1. Prottoy Saha Contributor Post Creator says:
      hum, kichuta ongsho translate kora, karon movie er ইতিহাস to google thekei nite hobe, tai ami translator use kore itihashta ber korechi, tarpore google voice writer diye ইতিহাসের kichuta add korechi, bakituku sompurno amar nijosso motamot. majhkhane just ইতিহাস ta সংগৃহীত, amr mone hoy na etate kono problem ache.

      ar direct download link na dewar jonne i am extremely sorry? onek khuje o direct link pai nai kono site ei.

      and thanks for your feedback, I will try to cover up the mistakes next time.?

    2. Jahid Hasan Contributor says:
      আমার কমেন্ট টা যেভাবে গ্রহণ করেছেন সেটা দেখে ভালো লাগলো।

      আগামীতে আরো ভালো মানের পোস্টের অপেক্ষায় রইলাম।

    3. JonyKar2 Contributor says:
      আপনি যেরকম করলেন তো সেরকম আপনার কিছু আরো ভালো করার জন্য বলা যায়l যেমন ডাইরেক্ট লিংক নেই নিজেরাই খুঁজে বের করে ডাউনলোড করে নিন, তারপর মুভি ইতিহাস দেখতে হলে আইএমডিবি থেকে দেখে নিন, তারপর ট্রেইলার দেখতে হলে ইউটিউব থেকে দেখে নিনl আর শেষমেষ বুঝতে পারবেন যে আমার পোস্টটি দেখে কোন লাভই হয়নিl কারণ সবকিছু সার্চ করে যখন দেখতে হচ্ছে তো আপনি কয়েকটা মুভির নাম বলে দিলেই হয় আমরা এসব সার্চ করে করে দেখতে থাকবোl আবার সেটাও বলতে পারেন সার্চ করে দেখে নিনl
    4. Prottoy Saha Contributor Post Creator says:
      @jonikar brother, ami download link ta direct dei nai, but ekta link disi to.

      tachara baki sob to thik e ase, apnar ei কমেন্ট এর kono ভিত্তি পেলাম না আমি

  2. ???????? ????? ✔ Shafiq Contributor says:
    অনেক ভালো একটা মুভি Tom এর আত্মহত্যা, জেল থেকে পালিয়ে Red এর জন্য মাছ ধরার স্বপ্ন পূরন।
    এক কথায় অসাধারণ মুভি। আমার কাছে রেটিং ৯.৮/১০
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      hum, amr kache o sei legeche movie ta, manush ke বেঁচে থাকার আশা দেয় মুভিটা
  3. Mahafuj Alam Contributor says:
    এই মুভি টা খুপ অসাধারণ
    হলিউড এর নম্বর ১ মুভি এই টা
    1. Prottoy Saha Contributor Post Creator says:
      হুম সহমত

Leave a Reply