আস্সালামুআলাইকুম
আপডেট: github এর বেশিরভাগ rdp নিয়ে repo গুলো github এর system desable করে দিয়েছে ।এখন rdp চালাইতে হইলে গিটহাব এ গিয়ে উইন্ডোস rdp বা এরখম keyword দিয়ে নতুন repo গুলো দিয়ে কাজ চালাইতে পারেন । কিন্তু এগুলো ব্যবহারে বেশিরভাগ সময় আপনার অ্যাকশন মেনুটা desable করে দিবে । গিটহাব এর নতুন কোনো ট্রিক বা কোড আসলে গ্রুপ এ জানাবো এখন । পরের পোস্ট macos rdp নিয়ে করতাম লেখাও শেষ ।পোস্ট করা আর হলো না । ?
আজকে উইন্ডোস ১০ rdp বানানো দেখাবো। সাথে ১৫ ডিস্ট্রো এর rdp কিভাবে create করবেন তও থাকছে এই পোস্ট এ । আমি আগেই বলেছি যে এটি করতে আপনার নতুন একাউন্ট এ কাজ করা লাগবে।আগের একাউন্ট ইউজ করবেন না। বিভিন্ন কারণে একাউন্ট ডিলেট\suspend হতে পারে। এবং যেহেতু github এ অনেক একাউন্ট খোলা যায় তাই নতুন একাউন্ট খুলে নিলে সমস্যা নেই । তো চলুন শুরু করা যাক|
Rdp কনফিগারেশন:
processor : intel (R) Xeon (R) CPU E5-2673 v4 @ 2.30GHz
ram: 7 gb
operating system:windows 10 server এন্ড কিছু linux distro
architecture: x64
uptine: 6 ঘন্টা stable
privilage: root and administrator
1. প্রথমে github- এ একটি নতুন অ্যাকাউন্ট খুলুন।
2. তারপর এই repo টি fork করুন (আমি এই রিপোটাকে randomly সার্চ করেছি। আপনি চাইলে Google বা Github থেকে ভালো repo বের করে নিতে পারেন।)
৩.এবার ngrok.io তে গিয়ে auth কোড টি কপি করে নিন।
৪. এখন অ্যাকশন এ গিয়ে উইন্ডোস ngrok select করেন ।
৬. এখন রান workflow তে ngrok এর কোড টি বসায় দিন । রান workflow দিন
৭. এবার built করুন । বিল্ট হতে ১ মিন এর মতো লাগবে ।
৮. এরপর আপনাকে rdp এর সব credentails দিয়ে দিবে। enjoy
বোনাস :
বাকি ১৫ টি লিনাক্স ডিস্ট্রো গুলো চালাতে:
১. উবুন্টুর পোস্ট টি follow করূন
২. শুধু রান workflow এর সময় রিমোট ডেস্কটপ পর desktop নাম = ubuntu দেখতে পাবেন সেখানে আপনি এইগুলোর মধ্যে আপনার যেইটা ভালো লাগে সেইটার নাম বসায় দিয়ে রান করুন’।
1 Ubuntu
2 UKUI
3 LXDE
4 Mate
5 Budgie
6 KDE Plasma
7 Deepin
8 XFCE
10 Unity
11 Xubuntu
12 Kubuntu
13 Lubuntu
14 Ubuntu Studio
15 Kylin
।।।।।।।rdp smooth চালাতে rdp teamviewer ইনস্টল করে আপনার পিসি থেকে teamviewer দিয়া কানেক্ট করুন ।।।।।।
Join our community = https://t.me/unknownintellect
python + Pycharm e run korsi script but kaj kortase na.
apni chaile ami reffer hack er file link ta dite pari oikhane step ache try kore ekta post den kemne korte pari.