আমাদের সবারই একটা না একটা পছন্দের ওয়েবসাইট আছে। হতে পারে ফেসবুক/ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইট যেখানে আপনি নিয়মিত ভিজিটর। আপনাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে না? সে ওয়েবসাইটিটি দিনে বা মাসে কত টাকা উপার্জন করছে। আপনার প্রতিটি পেজ ভিউ এ ঐ ওয়েবসাইটটি কত টাকা উপার্জন করছে?
আজকে আমরা শিখবো কোন ওবেওসাইটটি দিনে কত টাকা করে ইনকাম করছে।
সর্বপ্রথম এই লিংকটিতে ক্লিক করুন।
iteworthtraffic.com এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে নিচের মতো একটা ফাকা বক্স দেখতে পাবেন।
এখানে আপনি যে ওয়েবসাইটটির ব্যাপারে বিস্তারিত দেখতে চান সেই ওয়েবসাইটটির নাম দিবেন। ডোমেন সহকারে নামটি দিতে হবে।
আমি এখানে trickbd.com লিখছি এবং Submit বাটন এ ক্লিক করলাম । এখন দেখুন নিচে ট্রিকবিডির সব ডিটেলস দিয়ে দিয়েছে। এখানে দেখাচ্ছে ট্রিকবিডি প্রথম থেকে Goolge Ads থেকে কত টাকা ইনকাম করেছে। কিন্তু এখানে যে ফলাফলটা দেওয়া আছে সেটি ১৪ দিন আগের। আমি আজকেরটা জানতে চাচ্ছি তাহলে কি করবো?
এই খানে দেখুন 14 days ago এর পর লিখা আছে Update Now . এই খানে ক্লিক করবো।
Update Now লিখার উপর ক্লিক করলে একটা ভেরিফিকেশন পেজ পাবেন ।
এখানে ভেরিফিকেশ করে নিচ্ছি।
এখন দেখুন ফলাফলটা আজকের দেখাচ্ছে।
নিচের দিকে নামলে আমরা আরো বিস্তারিত ভাবে সব কিছু দেখতে পাবো।
প্রতিদিনের ইনকাম
মাসিক ইনকাম
এক বছরে কত ইনকাম হচ্ছে আমরা সেটাও দেখতে পাবো।
এভাবেই আপনি আপনার পছন্দের ওয়েবসাইটিটির সম্পর্কে অনেক সহজেই জানতে পারবেন।
Amr nijer site chaek korlam… But income mile nah
একশন নেয়া হবে।