pngtree কি?
Pngtree এমন একটা ওয়েবসাইট যেখানে লক্ষ লক্ষ PNG ইমেজ এবং graphic এর file পাওয়া যায়। pngtree ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। বিভিন্ন গ্রাফিক্স বা অন্য ডিজাইন এর জন্য এই সাইটের কালেকশন গুলো অসাধারণ। এই ওয়েবসাইট থেকে প্রতিদিন একটি একাউন্ট থেকে ফ্রিতে একটি মাত্র Download করা যায়
আমি আজকে দেখাবো png tree থেকে কি করে ফ্রি তে আনলিমিটেড download করা যায়।
pngtree থেকে ফ্রিতে আনলিমিটেড download ২টা উপায় আছে ।
1. ইমেল ব্যবহার করে (যেমনঃ১০ টা ইমেইল থাকলে ১০ download করা যাবে। প্রত্যেক বার ভিন্ন ভিন্ন ইমেইল দিয়ে লগইন করে Download করা। কিন্তু একটা ইমেইল দিয়ে ১দিনে একটাই download করা যাবে।)
২.Downloader সাইট ব্যবহার করে।
আজ আমি দেখাবো downloader site ব্যবহার করে কি করে pngtree থেকে আনলিমিটেড download করা যায়।
প্রথমে pngtree site এ প্রবেশ করতে হবে
pngtree সাইটঃ এখানে ক্লিক করুন

এবং যেটা download করতে চাই সেটা সিলেক্ট করতে হবে

সিলেক্ট করার পর তার লিংক কপি করে নিতে হবে

তারপর আমাদের downloader সাইট এ প্রবেশ করতে হবে
Downloader সাইটঃ
এখানে ক্লিক করুন
এবং তা লিংক দেওয়ার জায়গায় paste করতে হবে
এবং download চিহ্নে ক্লিক করতে হবে।

তার পর আমাদের সিলেক্ট করা আইটেম টি দেখাবে তার পর এবার তার উপর Download লেখা থাকবে সেখানে ক্লিক করে আমাদের ছবিটি Download করে নিতে হবে।

এখানেই পোস্টা শেষ হতে পারতো কিন্তু না একটা সমস্যা রয়ে গেছে
বলে না “সস্তার তিন আবস্থা ”
দেখা যাবে ছবিটা png আকারে ব্যবহার করা যাবে না ব্যাকগ্রাউন্ড থেকে যাবে কারন আমরা যখন ছবিটা Download দেই তখন. jpg
আকারে নামে।
এখন সেই ছবিটাকে png তে আনতে আমাদের আরো একটা সাইট ব্যবহার করতে হবে।
যে সাইটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কাজ করবে এবং ছবিকে png আকারে রূপ দিবে
png বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাইটঃ এখানে ক্লিক করুন

এখন আমরা upload এ ক্লিক করে ঐ ছবিটা সিলেক্ট করবো।

তার পর ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়ে আমাদের ব্যবহার এর উপযোগী হয়ে যাবে। এবং তার পর আমরা তা download করে নিব।

ব্যাস আজ এই পর্যন্তই।

shutterstock থেকে ফ্রিতে unlimited download করার উপায়

9 thoughts on "Png tree থেকে আনলিমিটেড ফ্রী Download করার উপায়"

  1. Nayeem Arafat Contributor says:
    Vai aivabe download kore abr background remove korle pic size ank low hoye jabe na
    1. sazib Killer Author Post Creator says:
      1টা ট্রাই করে দেখতে পারেন
  2. Jahid Hasan Contributor says:
    FreePic er emon kono tricks ache?
    1. sazib Killer Author Post Creator says:
      ??
  3. SagorSrkian Author says:
    The website is Dangerous My Antivirus Saying. https://i.ibb.co/gRp4tLW/Screenshot-158.jpg
    1. sazib Killer Author Post Creator says:
      এই সম্পর্কে ধারণা নাই
      যদি এরকম হয় এটা এরিয়ে চলাই ভালো হবে।
    2. SagorSrkian Author says:
      Asha kori next time onek sundor post korben ?

Leave a Reply