আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ওয়েবসাইট থাকার কিছু সুবিধা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

একটি ওয়েবসাইট থাকার সুবিধাসমূহ :-



১। খুব কম খরচে যে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান,ওয়েবসাইট ব্যাবহার করে তাদের ব্যবসার প্রসার করতে পারে ।

২। যে কেউ যে কোন স্থান থেকে ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য যে কোন সময় দেখতে পারে ।

৩। নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে ওয়েবসাইটে তাৎক্ষনিক তথ্য প্রকাশ করা যায় ।

৪। ওয়েবসাইটে লেখা,
অডিও, ভিডিও, স্থির
চিত্র, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত করা সহ এছাড়াও আরও অনেক কাজ করা যায়।

৫। ওয়েবসাইট থেকে
প্রয়োজনীয় তথ্য
( যেমনঃ বিভিন্ন ছবি,
অডিও, ভিডিও,
পিডিএফ ফাইল )
ডাউনলোড করা যায় ।

৬। সাধারনত প্রিন্ট
মিডিয়ার চেয়ে অনেক
কম খরচে আকর্ষণীয় ও

ইউজার ফ্রেন্ডলি
ওয়েবসাইট তৈরি করা
যায় ।

৭। বড় বড় কর্পোরেশন
ও আর্থিক প্রতিষ্ঠান
গুলো
আন্তর্জাতিকভাবে
তাদের ব্যবসায়িক
লেনদেনের ও
পরিচিতি লাভের জন্য
ওয়েবসাইটকে তাদের
গুরুত্বপূর্ণ মাধ্যম
হিসেবে ব্যবহার করে
থাকে।

৮। একটি ওয়েবসাইটের
মাধ্যমে খুব দ্রুত ও
সহজেই যেকোন ব্যবসা
মানুষের কাছে
পরিচিতি পাচ্ছে ও
আস্থা গড়ে তুলতে
সক্ষম হচ্ছে।

৯। বিভিন্ন সরকারি
ওয়েবসাইট থাকার ফলে

আমরা সহজেই
প্রয়োজনীয় তথ্য
সংগ্রহ ও জানতে পারি ।
যেমনঃ বিভিন্ন
পাবলিক পরীক্ষার
রেজাল্ট, জমি-
জমা সংক্রান্ত তথ্য,
নিয়োগ বিজ্ঞপ্তি
ইত্যাদি।

১০। আজ ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপন ব্যাবহার করা সম্ভব হচ্ছে এবং অনেকের কাছে বিজ্ঞাপনের বিশেষায়িত্ব তুলে ধরা হচ্ছে ।

১১। নিজেস্ব সাইটে যে কেউ তার প্রয়োজনীয় জিনিসপত্র ফাইল আকারে রেখে দিতে পারছে এবং তা যেকোন প্রয়োজনে ব্যাবহার করতে সক্ষম হচ্ছে ।

১২ । ওয়েবসাইট থেকে অনেকে নিজের প্রয়োজনীয় খরচ খরচার টাকা উপাজন করতে সক্ষম হচ্ছে ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি ।

4 thoughts on "একটি ওয়েবসাইট থাকার সুবিধাসমূহ"

  1. Limon Author says:
    Ata Kirokm Post?
  2. shantomb Contributor says:
    Trickbd এখন এদেরকে অথর বানায়?
  3. tricklover Contributor Post Creator says:
    কেন ভাই?আমার কোথাও কি ভূল হয়েছে?

Leave a Reply