আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ফেজবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন এবং যেই নাম্বার দিয়ে ফেজবুক খোলছেন সেটাও হারিয়ে গেছে। আমি দেখাবো কিভাবে ফেজবুকের পাসওয়ার্ড রিসেট করবেন। এটা করতে অবশ্যই আপনার ফোনে হয় facebook or Facebook lite or messenger any browser লগইন থাকতে হবে তাহলে আপনি আপনার আইডিটি আবার নতুন পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন।
প্রথমে চলে যাবো messenger এ ।
এখন প্রোফাইলে ক্লিক করবো।
এখন account settings ক্লিক করবো।
এখন personal information ক্লিক করবো।
এখন contact info তে ক্লিক করবো।
এখন দেখতে পাচ্ছি নাম্বার আর মেইল add করা যাবে ।আমি বলবো অবশ্যই একটা নাম্বার add করবেন। কারণ যখন আমার নাম্বার add করবো তখন নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেই কোডটি দিলে নাম্বার add হয়ে যাবে।
আর যদি মেইল দেই তাহলে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে। এই জন্য বলি নাম্বার দিবেন।
নতুন নাম্বার দিবেন যেই নাম্বারে কোন ফেজবুক account নাই।
নাম্বার দেওয়ার পর একটা কোড যাবে যেই নাম্বার দিছেন সেটায়।
কোডটি দেওয়া পর দেখতে পারবেন আপনার নাম্বার টি add হয়ে গেছে ।
এখন যাবো security and login
Change password ক্লিক করবো।
এখন forgot password ক্লিক করবো।
দেখতে পাচ্ছেন আমার নতুন এবং পুরাতন দুইটাই শো করছে আপনি নতুন টা সিলেট করে continue ক্লিক করবেন। একটি কোড যাবে আপনার নাম্বারের ও কোডটি দিয়ে নতুন পাসওয়ার্ড দিবেন।
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন।
আগে টাইটেল ঠিক করেন