Whadd UP TrickBD GYS….
This is Career Message / Back With Another Post কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন !!
আমাদের পূর্বের চ্যানেল এ কিছু সমস্যার কারণে – নতুন করে আমরা আবারও Career Message এর যাত্রা শুরু করলাম ! আশা করি এবার পূর্বের থেকেও আরও ভালো মানের তথ্য পূর্ণ ভিডিও পাবেন ।
তো সবাই আর দেরি না করে – আমাদের এই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাসের বেল আইকন এ ক্লিক করে All করে দিয়ে – আমাদের সাথেই থাকুন !!
বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত প্রাথমিক ভাবে ৩ মাস পর পর ১০-১২ দিনের একটি ছুটি দেওয়া হয়ে থাকে,
এর মধ্যে পাহাড়ি এলাকায় যারা পোস্টিং রয়েছে তাদেরে ১২ দিন এবং সমতল এলাকায় ১০ দিন ছুটি প্রদান করা হয় ।
এরপর প্রতিবছর আবার ২ মাস একটানা ছুটি দেয়া হয় যাকে সামরিক ভাষায় পি-লিভ বলা হয় ।
এরপর আউট-পাস, নাইট-পাস এর মধ্যমে সৈনিকরা সেনানিবাসের বাহিরে যেতে পারে,
আউট-পাস মানে বিকাল ২ টা অথবা ৩ টার দিকে বাহিরে যেতে দিবে আবার সন্ধ্যা ৬ টার আগে আপনাকে সেনানিবাসের ভিতরে ঢুকতে হবে,
আর নাইট-পাস বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দিবে আবার শনিবার সন্ধ্যার আগে সেনানিবাসের ভিতরে ঢুকতে হবে।
তবে বিশেষ কিছু পরিস্থিতিতে এছুটি গুলো বন্ধ থাকে ।
কারণ – ম্যানপাওয়ার ক্রাইসিস এর জন্য এ নিয়মগুলো সরকার সবসময় মেনে চলতে পারে না বা পারবেও না।
সেনাবাহিনীর বিভিন্ন কোর্স ক্যাডার এর জন্য অনেক সময় ব্যাটালিয়ন এ জনবলের ঘাটতি দেখা দেয় তখন ডিউটিতে সমস্যা হবে বলে সরকার সবাইকে ছুটি দিতে পারে না, তবে ৫ মাসের ভিতরে সরকার সর্বোচ্চ চেষ্টা করে সৈনিকদের ছুটি দেওয়ার জন্য ।
আই হোপ সৈনিক এর ছুটির বিষয়ে আপনারা মোটামুটি ভালো একটি ধারনা পেয়েছেন ।
অন্যান্য ভিডিও –
এবার চাকরি হবে নিজ যোগ্যতায় ! সেনা – নৌ – বিমান -পুলিশ – বিজিবি । সৈনিক থেকে অফিসার ।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, RAB ইত্যাদি সহ সকল প্রকার ডিফেন্স এর সামরিক বেসামরিক ও আধা – সামরিক বাহিনীর সকল প্রকার সাহায্য ও নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে । ঘুরে আসতে পারেন
আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।
You must be logged in to post a comment.
শিক্ষণীয় পোষ্ট ?
Bro mashe 3 din kore chuti pai, Amar vai ace Ami jani. Details ektu vul ace
লজিক্যালি ব্যাপারটা কোনো রুলস ফলো করে না ভাই। ব্যাটালিয়ন পলিসি ফলো করে ছুটি দেয়া হয়। সেক্ষেত্রে ছুটিতে যারা সিনিয়র থাকে তাদের অগ্রাধিকার দেয়া হয়।
বিশেষ কিছু ক্ষেত্রে ৬ মাস হয়ে গেলেও ছুটি হয়না আবার ১ মাসের মধ্যে কেউ কেউ ২-৩ বারও ছুটি হতে পারে।