Whadd UP TrickBD GYS….
This is Career Message / Back With Another Post কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন !!

আমাদের পূর্বের চ্যানেল এ কিছু সমস্যার কারণে – নতুন করে আমরা আবারও Career Message এর যাত্রা শুরু করলাম ! আশা করি এবার পূর্বের থেকেও আরও ভালো মানের তথ্য পূর্ণ ভিডিও পাবেন ।

তো সবাই আর দেরি না করে – আমাদের এই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাসের বেল আইকন এ ক্লিক করে All করে দিয়ে – আমাদের সাথেই থাকুন !!

আমাদের আজকের বিষয় – সেনাবাহিনীর ছুটি বছরে কত দিন ?? সৈনিকরা কিভাবে ছুটি পায় ??

বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত প্রাথমিক ভাবে ৩ মাস পর পর ১০-১২ দিনের একটি ছুটি দেওয়া হয়ে থাকে,
এর মধ্যে পাহাড়ি এলাকায় যারা পোস্টিং রয়েছে তাদেরে ১২ দিন এবং সমতল এলাকায় ১০ দিন ছুটি প্রদান করা হয় ।

এরপর প্রতিবছর আবার ২ মাস একটানা ছুটি দেয়া হয় যাকে সামরিক ভাষায় পি-লিভ বলা হয় ।

এছাড়াও – প্রতি ৩ বছর পর পর ১৫ দিনের একটি আর-লিভ ছুটি দেয়া হয়ে থাকে। #CareerMessage

এরপর আউট-পাস, নাইট-পাস এর মধ্যমে সৈনিকরা সেনানিবাসের বাহিরে যেতে পারে,
আউট-পাস মানে বিকাল ২ টা অথবা ৩ টার দিকে বাহিরে যেতে দিবে আবার সন্ধ্যা ৬ টার আগে আপনাকে সেনানিবাসের ভিতরে ঢুকতে হবে,
আর নাইট-পাস বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দিবে আবার শনিবার সন্ধ্যার আগে সেনানিবাসের ভিতরে ঢুকতে হবে।
তবে বিশেষ কিছু পরিস্থিতিতে এছুটি গুলো বন্ধ থাকে ।

কারণ – ম্যানপাওয়ার ক্রাইসিস এর জন্য এ নিয়মগুলো সরকার সবসময় মেনে চলতে পারে না বা পারবেও না।
সেনাবাহিনীর বিভিন্ন কোর্স ক্যাডার এর জন্য অনেক সময় ব্যাটালিয়ন এ জনবলের ঘাটতি দেখা দেয় তখন ডিউটিতে সমস্যা হবে বলে সরকার সবাইকে ছুটি দিতে পারে না, তবে ৫ মাসের ভিতরে সরকার সর্বোচ্চ চেষ্টা করে সৈনিকদের ছুটি দেওয়ার জন্য ।

আই হোপ সৈনিক এর ছুটির বিষয়ে আপনারা মোটামুটি ভালো একটি ধারনা পেয়েছেন ।

অন্যান্য ভিডিও –

এবার চাকরি হবে নিজ যোগ্যতায় ! সেনা – নৌ – বিমান -পুলিশ – বিজিবি । সৈনিক থেকে অফিসার । 

বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, RAB ইত্যাদি সহ সকল প্রকার ডিফেন্স এর সামরিক বেসামরিক ও আধা – সামরিক বাহিনীর সকল প্রকার সাহায্য ও নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে । ঘুরে আসতে পারেন

 • আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও
 • আমাদের ফেসবুক পেজ Israfil’s Create থেকে । 

আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।

3 thoughts on "সেনাবাহিনীর ছুটি বছরে কত দিন ?? সৈনিকরা কিভাবে ছুটি পায় ?? Career Message"

 1. Limon Sarkar Contributor says:
  শিক্ষণীয় পোষ্ট ?
 2. Roksana Ovi Author says:
  Bro mashe 3 din kore chuti pai, Amar vai ace Ami jani. Details ektu vul ace
 3. Sïmplë sömrüt Author says:
  লজিক্যালি ব্যাপারটা কোনো রুলস ফলো করে না ভাই। ব্যাটালিয়ন পলিসি ফলো করে ছুটি দেয়া হয়। সেক্ষেত্রে ছুটিতে যারা সিনিয়র থাকে তাদের অগ্রাধিকার দেয়া হয়।
  বিশেষ কিছু ক্ষেত্রে ৬ মাস হয়ে গেলেও ছুটি হয়না আবার ১ মাসের মধ্যে কেউ কেউ ২-৩ বারও ছুটি হতে পারে।

Leave a Reply