আসসালামু আলাইকুম। ভাইজানরা সকলে কেমন আছেন???? আশা করি সবাই ভালো আছেন। আমরা পিসি ব্যবহারকারীরা (আমার পিসি নাই আমার বন্ধুর পিসি ব্যবহার করি) হয়ত প্রায়ই পিসির সামনে বসে থাকি,বিশেষ করে নানা ধরনের কর্ম সাধন করি এই পিসি দিয়ে। কিন্তু আপনার কি জানা আছে?? যে এই পিসির রশ্মি আমাদের চোখের কতটা ক্ষতি করছে??? হয়ত জানা নেই,আজকের টিউনটি আমার এই বিষয়ের উপর। আমি টিউনটি দিতে চেয়েছিলাম না,কিন্তু ভাবলাম কোন ভাইয়ের যদি কাজে লেগে যায় তাই দিলাম।
আজকে আপনাদেরকে এমন একটি সফটওয়্যারটির দিব যেটা দিয়ে আপনি পিসির ক্ষতিকারক রশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করতে পারবেন। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রথমে eye protector এবং ইন্সটল দিন।
ফাইলটা ডাউনলোড করার পর Extrac করুন। এমনে এই ফাইলের ভিতরে একটা Software পাবেন। আপনার পিসিতে ঐ Software টা ইনস্টল দিবেন। এবার আসল কাজ।

Leave a Reply