আসসালামুআলাইকুম প্রিয় ট্রিকবিডি বাসি।

কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।

আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

হঠাৎ কিছুদিন ধরে একটু সাময়িক ব্যস্ততার জন্য কোন পোস্ট করতে পারেনি এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

তো বেশি কথা না বলে পোস্ট শুরু করতে চাই।

আপনারা সকলেই জানেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে থাকে।

এগুলোর মধ্যে উপায় অন্যতম একটি।

উপায় ক্যাশ আউট চার্জ কম।

আবার উপায়ের ব্ল্যাক চেইন প্রযুক্তি থাকায়,

টাকাপয়সা হারানোর কোন চিন্তা নাই।

তাই বর্তমান সময়ে উপায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করছে।

উপায় তার গ্রাহকসেবা কে আকৃষ্ট করার জন্য,

প্রত্যেকদিন নতুন সব অফার নিয়ে আসছে,

তাই এই স্বাধীনতার মাসে,

17 টাকা রিচার্জ করলে পাচ্ছেন 17 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

অফারটি কিছু নির্দিষ্ট গ্রাহকের জন্য প্রযোজ্য।

সকলে পাবেন না, যাদের ফোনে এরকম এসএমএস এসেছে শুধুমাত্র তারাই এই অফারটি পেতে পারেন

দেরি না করে এখনি যারা এসএমএস পেয়েছেন তারা অফারটি নিয়ে নিন।

সীমিত সময়ের জন্য অফারটি প্রযোজ্য

সকলে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সঙ্গেই থাকবেন ।

আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন পোস্ট নিয়ে।

4 thoughts on "উপায়ে ১৭ টাকা রিচার্জ এ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক! শর্ত প্রযোজ্য"

  1. BORNO Contributor says:
    এ অফার কি সবার জন্য কি আমার তো sms আসেনি
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Na ATI sobar jonno na.. Jara sms paise only tader jonno
  2. Avatar photo MD Shakib Hasan Author says:
    আপনি পাইছেন তার প্রুফ কই
  3. Avatar photo Johnny Contributor says:
    not working

Leave a Reply