আসসালামু আলাইকুম

আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে টরেন্ট অথবা যেকোন লো স্পিড এর ফাইল দুর্দান্ত গতিতে ডাউনলোড করবেন।

আপনারা যেকোন লো স্পিড এর ফাইল অথবা টরেন্ট ফাইল ড্রাইভে কনভার্ট করতে পারবেন।
এরপর সেটা দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

তো চলুন শুরু করা যাক।

প্রথমে আপনার ফোনে টেলিগ্রাম ইনস্টল দেওয়া থাকতে হবে।
না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে একাউন্ট খুলে নিন।

এরপর টেলিগ্রাম এর সার্চ বারে লিখবেন MirrorLeechCloud
অথবা এখানে ক্লিক করুন

নিচে যেই সার্চ রেজাল্ট টি দেখছেন সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হয়ে নিন।
যাতে করে লেটেস্ট আপডেট গুলো পেতে পারেন।

এরপর চ্যানেল এর প্রথম পোস্ট এ ক্লিক করুন।

এরপর এখানে ক্লিক করুন।

এবং মিরর গ্ৰুপ এ জয়েন হয়ে নিন।

অতঃপর /help কমান্ড টাইপ করে বট ব্যবহার করার কমান্ড গুলো দেখে নিন।

এরপর আপনি আপনার ব্রাউজার এ চলে যান এবং আপনি যেই টরেন্ট ফাইল অথবা যেই ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন তার ডিরেক্ট লিংক টি আর টরেন্ট হলে ম্যাগনেট লিংক টি কপি করুন।

আমি uptodown সাইট থেকে cod লেটেস্ট ভার্সন টির ডাউনলোড লিংক কপি করলাম।

এরপর গ্ৰুপ এ এসে /mirror টাইপ করে লিংক টি পেস্ট করে সেন্ড এ ক্লিক করুন।

দেখুন বট তার নিজস্ব সার্ভারে ফাইলে সর্বোচ্চ 1 জীবিপিএস পার সেকেন্ড এ ডাউনলোড করছে।

ডাউনলোড হয়ে গেলে বট আপনাকে একটি ড্রাইভ এবং ডিরেক্ট ইনডেক্স লিংক দিবে।

ইনডেক্স লিংক এর সুবিধা হলো আপনি ডাউনলোড আটকিয়ে রেখে 1 দিন পর আবার চালু করলেও সেখান থেকেই ডাউনলোড হবে ?

অর্থাৎ লিংক কখনো ফেইল্ড বা এক্সপায়ার্ড হবে না ?
তবে ড্রাইভ লিংক এ আমরা প্রায়শই লিংক ফেইল্ড এবং এক্সপায়ার্ড এর সমস্যায় ভুগি।

এরপর আপনার পছন্দমতো লিংক থেকে হাই স্পিড এ ফাইল ডাউনলোড করতে পারেন।

যদিও দুই লিংক এর সুবিধা আগেই বলেছি।

এভাবেই হাই স্পিড এ ডাউনলোড করুন টরেন্ট সহ যেকোন ফাইল।

আমার মুভি সাইট টি ভিজিট করতে ভুলবেন না ?

17 thoughts on "[মিরর গ্ৰুপ] যেভাবে যেকোন লো স্পিড সার্ভার বা টরেন্ট থেকে হাই স্পিড এ ফাইল ডাউনলোড করবেন।"

  1. Masum billa Contributor says:
    এইটা কোন হলো।
    বট এর কাছ থেকে ডাউনলোড যদি আবার দেওয়া তাহলে আগের থেকে খুব বেশি একটা সুবিধা পাবো না
    1. Leonardo Author Post Creator says:
      টরেন্ট সাইট বা লো স্পিডের সাইট থেকে বট এর মাধ্যমে ড্রাইভ লিংক দিয়ে ডাউনলোড দিতে পারবেন।
      যার জন্য আপনার নেট এর সর্বোচ্চ স্পিড পাবেন ডাউনলোড এর ক্ষেত্রে।
  2. Arfat Edward Contributor says:
    Telegram a wifi diye slow speed pai er solution ki?
    1. Naimn6683 Contributor says:
      amio
    2. Leonardo Author Post Creator says:
      টেলিগ্রাম এর ফাইলগুলো আমাদের বট দিয়ে মিরর করে ড্রাইভ থেকে ডাউনলোড করুন।
      তাহলে আর আপনাকে টেলিগ্রাম থেকে স্লো স্পিড এ ডাউনলোড করতে হবে না ?
    1. Leonardo Author Post Creator says:
      ?
  3. MhGoogle Contributor says:
    File size er limitation ase?
    Big size er file download kra possible?
    1. Leonardo Author Post Creator says:
      কোন লিমিটেশন নাই।
      1 টিবির ফাইল ও ডাউনলোড দিতে পারবেন।
  4. Tech Lover Author says:
    Drive link kaj korena
    1. Leonardo Author Post Creator says:
      ভাই পিন পোস্ট এ ভিডিও দেওয়া আছে।
      কাইন্ডলী চেক করে নেন।
      তাহলেই বুঝতে পারবেন কিভাবে এক্সেস পেতে হয়।
  5. Nayon889 Contributor says:
    List/Find er View er Telegraph kmne edit kore Github er file theke?
    1. Leonardo Author Post Creator says:
      Not possible!
  6. Gk_Jahid Contributor says:
    Not working
    1. Leonardo Author Post Creator says:
      কমান্ড গুলো ভালোভাবে ইউজ করেন ?
      ইউজ করতে না পারলে এই না যে not working ??
  7. Nayeem Contributor says:
    NoTe : BOT Down..
    It will be alive soon..
    When it will alive you can mirror again thanks

    নোট : সাময়িক সময়ের জন্য বট টি সমস্যার কারণে চালু হচ্ছে না
    খুব শীঘ্রই ঠিক করে
    আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে..

    ধন্যবাদ

Leave a Reply