আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২ নিয়ে।

মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২ঃ
1.PixlLab
2.Picsart
3.Snapseed
4.Canva
5.Adobe Lightroom
নিচে এগুলোর সম্পর্কে বিস্তারিত জানবো।
PixlLab ( পিক্সেল ল্যাব): ইমেজ & টেক্স এর মাধ্যমে ফটো এডিট করার জন্য ভালো একটি আপ্লিকেশন। আপনি  PixlLab এর মাধ্যমে চাইলে লগো বানাতেও পারবেন।এখানে নিজের ইচ্ছামত ফন্ট ব্যাবহার করে ছবি এডিট করতে পারবেন।

আমাদের ফিচারফটো গুলোও এই অ্যাপটির মাধ্যমে করা। 

মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২



Short Description about PixlLab – 

Name – PixlLab

Size– 36 MB
Download  – 50 M+
Rating – 4.4
Released Date – 10 April 2015
Link: Download



PicsArt ( পিক্সআর্ট):
এর মাধ্যমে আপনার ফটোগুলোকে পেশাদার ইফেক্ট দিতে পারবেন। 

পিক্সআর্ট  আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট, ফিল্টার, সংশোধন, মাস্ক, ফ্রেম, বর্ডার, স্টিকার, টেক্সট, আঁকা, ক্রপ, ফটো ঘোরানো, রঙ সামঞ্জস্য করতে এবং আরও অনেক কিছুর সাহায্যে আমাদের ফটো এডিট করতে দেয়।

এখানে ফটো এডিটি করার জন্য রয়েছে ক্রপিং, ইফেক্ট, বিউটিফাই, টেক্সট, ফটো অ্যাড, অ্যাডজাস্টমেন্ট, ব্রাশ, বর্ডার, মাস্ক, ড্র, ফ্লেয়ার, মাস্ক, ফ্রেম এবং কলআউট ইত্যাদি। এসব ব্যবহার করে আপনার ফটোকে আরো প্রানবন্ত করে তোলা যায়।

মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২



Short Description about Picsart – 

Name:Picsart
Size– 40 MB
Download -500M+
Rating– 4.3
Released Date – 4 Nov 2011
LinkDownload




Snapseed ( স্ন্যাপসিড) : স্ন্যাপসিড  গুগলের মালিকানাধীন  একটি ফটো-এডিটিং অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের ছবিগুলি উন্নত করে তুলতে এবং ডিজিটাল ফিল্টার প্রয়োগ করতে সম্ভব করে।হলো আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য দুটো ভার্সনেও পাওয়া যায়।

স্ন্যাপসিড ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন ইফেক্ট এবং উন্নত ফিচার ব্যবহার করে তাদের ছবিগুলি সম্পাদনা করতে পারেন।

বিশেষ ইফেক্ট এবং ফিল্টারগুলির তালিকার মধ্যে রয়েছে ড্রামা, গ্রঞ্জ, ভিনটেজ, সেন্টার-ফোকাস, ফ্রেম এবং একটি টিল্ট শিফট (যেটি ছবিগুলোর মাপ পরিবর্তন করে) অন্তর্ভুক্ত। 

মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২


Short Description about snapseed – 

Name – Snapseed
Size-22 MB
Download – 100M+
Rating-4.3
Released Date – 6 Dec 2012
LinkDownload



Canva(ক্যানভা): 
Canva – ক্যানভা হলো এমন একটি ওয়েবসাইট বা এপ্লিকেশন যার মাধ্যমে আপনি বিভিন্ন ট্যাম্পলেট কাস্টমাইজ করে আপনার ডিজাইন করে নিতে পারবেন।এর পাশাপাশি আপনি চাইলে ক্যানভা ব্যবহার করে কাস্টম ডিজাইনও তৈরি করতে পারবেন। আরও একটি বড় সুবিধা হলো আপনি চাইলে ক্যানভা আপনার মোবাইল বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।

ক্যানভা দিয়ে আপনি সোস্যাল মিডিয়া ব্যানার,পোস্টার,কার্ড,লগো ইত্যাদি বানাতে পারবেন।

তবে সবগুলো ফিচার ব্যাবহার করার জন্য আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে ক্যানভা প্রো অ্যাকাউন্ট। 

মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২



Short Description about Canva – 

Name– Canva
Size– 23 MB
Download – 100M+
Rating– 4. 4
Released Date – 7 Nov 2017
LinkDownload


Adobe Lightroom(এডোবি লাইটরুম):

Adobe Lightroom আমার প্রিয় ছবি এডিট করার সফটওয়্যার।

এই অ্যাপটি খুবই জনপ্রিতা অর্জন করেছে।  মোবাইলে ছবি এডিট করার জন্য one of the best  সফটওয়্যার বলা যেতে পারে। 


কারণ, এর কিছু স্পেশাল ফিচারস আছে যেগুলো এই অ্যাপ কে সবার থেকে আলাদা করে।যেমন, আপনি অন্ধকরে তোলা ছবিকে খুব সহজেই উজ্জ্বল করতে পারেন।


এছাড়াও অটো মুড দ্বারা যেকোনো ইমেজের রূপ পাল্টে দিতে পারেন,অনেক গুলো ফিল্টার আছে যার সাহায্যে ছবির লুক,কালার ও স্টাইল পাল্টাতে পড়বেন। 


আপনি যদি প্রফেশনাল ইউটিউব thumbnail অথবা ফেসবুকের পোস্ট তৈরি করেন তাহলে মোবাইলে এই অ্যাপের সাহায্যে সেই সব কাজ খুব সহজে করতে পারবেন।


 তার জন্য আপনি কিছু pre-set ফিল্টার এর সাহায্য নিতে পারেন।

তাছাড়া যদি নিজে মেনুয়ালি এডিট করতে চান তার জন্য এখানে এক্সপোজার,কনট্রাস্ট,লাইট ইত্যাদি বিভিন্ন রকমের ফাংশন  ম্যানুয়ালি চেঞ্জ ও নিয়ন্ত্রন করতে পারবেন।




মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২


Short Description about Adobe Lightroom- 

Name– Adobe Lightroom
Size- 97MB
Download – 100M+
Rating – 4. 4
Released Date – 7 Dec 2016
LinkDownload

1st published TUNES71.COM












































2 thoughts on "মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ"

  1. Safiul islam Author says:
    একই পোস্ট 2টি ওয়েবসাইটে ভালো লাগে না!!!
  2. Safiul islam Author says:
    একই পোস্ট ওয়েবসাইটে ভালো লাগে না!!!

Leave a Reply