আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ ২০২২ নিয়ে।
- আমাদের মত ফিচার ফটো বানাতে এই পোস্ট টি দেখাতে পারেন- কিভাবে ব্লগ পোস্টের ফিচার ফটো বানাতে হয়?
Adobe Lightroom আমার প্রিয় ছবি এডিট করার সফটওয়্যার।
এই অ্যাপটি খুবই জনপ্রিতা অর্জন করেছে। মোবাইলে ছবি এডিট করার জন্য one of the best সফটওয়্যার বলা যেতে পারে।
কারণ, এর কিছু স্পেশাল ফিচারস আছে যেগুলো এই অ্যাপ কে সবার থেকে আলাদা করে।যেমন, আপনি অন্ধকরে তোলা ছবিকে খুব সহজেই উজ্জ্বল করতে পারেন।
এছাড়াও অটো মুড দ্বারা যেকোনো ইমেজের রূপ পাল্টে দিতে পারেন,অনেক গুলো ফিল্টার আছে যার সাহায্যে ছবির লুক,কালার ও স্টাইল পাল্টাতে পড়বেন।
আপনি যদি প্রফেশনাল ইউটিউব thumbnail অথবা ফেসবুকের পোস্ট তৈরি করেন তাহলে মোবাইলে এই অ্যাপের সাহায্যে সেই সব কাজ খুব সহজে করতে পারবেন।
তার জন্য আপনি কিছু pre-set ফিল্টার এর সাহায্য নিতে পারেন।
তাছাড়া যদি নিজে মেনুয়ালি এডিট করতে চান তার জন্য এখানে এক্সপোজার,কনট্রাস্ট,লাইট ইত্যাদি বিভিন্ন রকমের ফাংশন ম্যানুয়ালি চেঞ্জ ও নিয়ন্ত্রন করতে পারবেন।
1st published TUNES71.COM
2 thoughts on "মোবাইলের জন্য সেরা ৫ টি ফটো এডিটর অ্যাপ"