সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক


ত্যাগ ও উৎসর্গের ঈদ হলো ঈদুল আযহা। বছর ঘুরে আমাদের মাঝে আবারো হাজির হলো।

বছরে দুইবার ঈদের নামাজ পড়তে হয়। এই দিনগুলোতে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘অতএব তোমার রবের উদ্দেশেই নামাজ পড়ো এবং নহর করো।’ (সুরা আল কাউছার, আয়াত: ২)

দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো ভুলে যায়। তাই সবার সুবিধার্থে ঈদের নামাজ পড়ার নিয়মগুলো তুলে ধরা হলো-

ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয় তাকবির দিতে হয়।

প্রথম রাকাতঃ

আল্লাহ তাআলার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে এই ইমামে পিছনে আদায় করছি বলে নিয়ত বাঁধতে হয়।

প্রথমেইঃ– তাকবিরে তাহরিমা- ‘আল্লাহু আকবার’ বলে
নিয়ত বাঁধবেন।

নিয়ত বাঁধার পর ছানা পড়বেনঃ

উচ্চারণঃ– সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক।

তারপর ইমামের উচ্চস্বরে তাকবির বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও তাকবির বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবির বলার সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবিরের সময় উভয় হাত কান বরাবর ওঠিয়ে না ছেড়ে হাত বাঁধবেন।

এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু, সিজদা করবেন; মুসল্লিরাও ইমামের সঙ্গ রুকু সিজদা করবেন।

দ্বিতীয় রাকাতঃ

ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবির প্রথম রাকাতের মতোই আদায় করবেন। অতপর রুকু-সিজদা করার পর অন্যান্য নামাজের মতোই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন।

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

6 thoughts on "?সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক? আসুন ঈদুল আযহার এর নামাজের নিয়ম গুলা জেনে নিয়া যাক.!!"

  1. সময় উপযোগী পোস্ট। ধন্যবাদ?
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    সুন্দর পোস্ট করেছেন ভাইঈদ মোবারক ?
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ
  3. Avatar photo MD FAYSAL Contributor says:
    সুন্দর পোস্ট করেছেন ভাইঈদ মোবারক ?
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply