আসসালামু আলাইকুম

কম্পিউটার এর জন্য Wi-fi adapter কিনতে চাচ্ছেন? প্রায় এক বছর আগে আমি একটা Wi-Fi adapter কিনেছিলাম। মনে করেছিলাম Tp-link এর টা কিনব কিন্তু ওইটার দাম ছিলো অনেক প্রায় ১২০০ টাকা। আবার ১৫০/২০০ টাকায় adapter পাওয়া যায় আগুল বেশি দিন টিকে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম Tanda নিয়ে দেখি। মনে করলাম রিভিউ টা দিলে আপনারা উপক্রিত হবেন।

বি দ্র.. আমি কখনো review করি নাই। তাই তেমন ভালো নাও লাগতে পারে। সাধারণত যা লাগে কিনলে কিরকম স্পিড পাওয়া যাবে এগুলোই আলোচনা করা হয়েছে।

আমি আগে Charger cable দিয়ে নেট use করতাম। এতে অনেক সমস্যা হতো।

Wi-Fi adapter Model: w311mi

Price update 450tk

Net speed খুবই ভালো charger cable দিয়ে যেমন পেতাম তেমন।  কখনো disconnect হয়নাই। কোনো সমস্যা নাই।

এটি আপনার মোবাইল এর হটস্পট অন করেও ব্যাবহার করতে পারবেন। এই রিসিভার দিয়ে YouTube এ ভিডিও দেখতে পারবেন Smoothly এবং ইন্টারনেট এ যাবতীয় কাজ অনায়াসেই করা সম্ভব।

 

বাকি নেট স্পিড নিচের ভিডিও দেখেনিবেন।

https://youtu.be/rD6kRQaq2XUahttps://youtu.be/rD6kRQaq2XUhttps://youtu.be/rD6kRQaq2XU

4 thoughts on "(Wi-Fi Adapter) কম্পিউটার এর জন্য ভালো মানের Wi-Fi Adapter ১ বছর ব্যাবহার করে Review"

  1. Avatar photo xD Abubokor Contributor says:
    এইটা আবার কেমন রিভিউ?
    1. কেমন হলে ভালো হয় জানাবেন
  2. Avatar photo SagorSrkian Author says:
    আমারো কিনতে হবে একটা Wifi-Adapter
  3. Avatar photo Shourav Contributor says:
    atate ki monitor mode support kore?

Leave a Reply