হেই, আমি অনামিকা চৌধুরী কি অবস্থা সবার? চিনতে পেরেছেন? জানি ভুলে গেছেন বাট আমি কিন্তু আপনাদেরকে ভুলি নাই।
কিছু প্রবলেমের কারণে ট্রিকবিডি থেকে ছিটকে গেছিলাম! যদিও সেসব প্রবলেম ট্রিকবিডি টিমের সাথে কথা বলে সলভ করে নিয়েছি।
এনিওয়ে বলে রাখি, আমি কিন্তু এখন ট্রিকবিডির ভেরিফাইড✔️ একজন মেয়ে অথর। তাই কমেন্ট সেকশনে আজাইরা ছেলে-মেয়ে ছেলে মেয়ে কমেন্ট কইরেন না যেটা খুবই বিরক্তিকর লাগে।
তো সবকিছু ভুলে নতুন করে শুরু করতে চাই নতুন কিছু শেখাতে বা শিখতে চাই আশা করছি আপনাদের সাপোর্ট পাবো।
যাহোক মূল টপিকে চলে যাই! অনেকদিন লেখালেখি নাই বানান বা অন্য কোন ইস্যু থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অনেকদিন পর যেহেতু পোস্ট লিখতে বসেছি তাই মেসেঞ্জার এর স্টোরির ওপর ছোট দুইটা সিক্রেট শেয়ার করব।
যে দুটি বিষয়ে কথা বলবো-
১। স্টোরি তে কিভাবে ৩০ সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করা যায়।
২। কিভাবে ফেসবুক স্টোরি ভিডিও ডাউনলোড করা যায়
তো আগেই বলে রাখি এই দুইটা সিক্রেট ট্রিকস হয়তো অনেকের জানা থাকতে পারে! আবার অনেকের অজানাই রয়ে গেছে।
যাদের এই ট্রিকস দুটি অলরেডি জানা আছে তারা এখনই স্কিপ করে চলে যেতে পারেন! আজ যাদের জানা নাই তারা অবশ্যই আগ্রহের সাথে পোস্টটি পড়তে থাকুন।
আমরা জেনে থাকি সাধারণত ফেসবুক স্টোরিতে সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যায়! কিন্তু আপনার ধারণা একদমই ভুল কারণ একটু বুদ্ধি খাটালেই ৩০ সেকেন্ড না ১০ ঘন্টার ভিডিও (ও ) স্টোরিতে দেওয়া যায়।
তো এই কাজটি করার জন্য! অবশ্যই ফোনে মেসেঞ্জার ইন্সটল থাকতে হবে।
এখন মোটামুটি সবার ফোনেই মেসেঞ্জার আমরা দেখে থাকি আর না থাকলে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
১। প্রথমে মেসেঞ্জার ওপেন করুন-এরপর যে কারো ইনবক্সে চলে যান। যে কেউ হতে পারে আপনার ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি।
২। ইনবক্সে যাওয়ার পর আপনি আপনি নিচে দেখতে পারবেন আপনার ফোনের গ্যালারির মত একটি আইকন রয়েছে ওখানে ক্লিক করবেন।
৩। এবার আপনি যে লং ভিডিওটা হিস্টোরিতে দিতে চান! সেটা ২০ মিনিট হোক ৫০ মিনিট হোক আর ২ ঘন্টা হোক সেটার উপর ক্লিক করুন।
৪। এবার দেখুন দুইটা বাটন দেখতে পারতেছেন বাম পাশে (এডিট) এবং ডান পাশে (সেন্ড) নামের। তো আপনি সরাসরি ইডিট এর উপর ক্লিক করুন।
৫। এবার নিচে বাম পাশে দেখতে পারবেন ইউর স্টোরি নামে একটা অপশন রয়েছে! কোন কিছু না ভেবেই ওইটার উপর ক্লিক করে দিন।
মোটামুটি আপনার কাজ শেষ এবার আপনার ভিডিও যতই লম্বা হোক না কেন! সেটি হিস্টোরিতে আপলোড হয়ে যাবে, এবং সবাই তা দেখতে পারবে।
তোর প্রথম সিক্রেট টি মোটামুটি আমরা সবাই জেনে নিলাম এবার চলুন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে যেনে নেওয়া যাক।
কিভাবে ফেসবুক স্টোরি ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করবো?
আমাদের অনেকেই ফেসবুক স্টোরি ভিডিও দেখে থাকি। তো দেখতে দেখতে অনেক সময় একটা ভিডিও অনেক ভালো লেগে যায়।
কিন্তু আমরা সেটি ফোনে গ্যালারিতে সেভ করতে পারি না।
এর ফলে ওই ব্যক্তির ইনবক্সে গিয়ে ভিডিওটি চাইতে হয় , যেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে।
তবে আপনি এখন চাইলেই যে কারো স্টোরি ভিডিও ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন (উইথআউট পারমিশন।)
এটি করা ও খুবই সোজা আপনার ফোনের মধ্যে যে কোন একটা ব্রাউজারে চলে যাবেন।
আমি সব সময় গুগল ক্রোম সাজেস্ট করি এটা অনেক ভালো একটা ব্রাউজার। তো আপনিও গুগল ক্রোমে চলে যান।
এরপর যা করবেন-
১। আপনি ভিজিট করবেন www.facebook.com । এরপর আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন
২। লগইন করার সাথে সাথে সরাসরি আপনাকে ফেসবুকের মধ্যে রিডারেক্ট করে নিয়ে চলে যাবে! এবার আপনার যেই ভিডিওটা পছন্দ ওই ভিডিওটাতে ক্লিক করুন। তারপর উপরে থ্রি ডট এ ক্লিক করুন।
৩। এবার নিচে খেয়াল করলে দেখবেন সেভ ভিডিও নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন।
ব্যাচ শেষ মোটামুটি আপনার ফোনের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। খুবই সহজ একটা প্রসেস।
অনেকদিন পর পোস্ট লিখলাম কেমন হলো জানিনা তবে আমি আশা করলাম আপনার কাছে ভালো লেগেছে আর্টিকেলটি। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মাস্ট আমার জন্য।
কোন প্রবলেম ফেস করলে ফেসবুকে আমি- https://www.pocobd.com/2022/10/new-release-bangla-natok.html
শেয়ার করতে পারেন ফেসবুক সহ নানা সোশ্যাল মিডিয়াতে। তো এখানেই বিদায় নিচ্ছে আজ দেখা হচ্ছে ইনশাল্লাহ তাড়াতাড়ি! সবাই ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ ❤️
তারপর ও সুন্দর হয়েছে পোস্ট