আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

এই পোস্টটি একটি টিপস & ট্রিকস রিলেটেড পোস্ট। আমি নিজের মন থেকে এই পোস্টটি আমার সকল মুসলিম ভাই-বোনদের উদ্দেশ্যে করছি যারা নিজেদের চোখের হেফাজত করতে চান।

যারা ১৮+ কন্টেন্ট একেবারে বন্ধ করতে চান। আপনি যদি মুসলিম না-ও হোন তবুও কোনো সমস্যা নেই, আপনি যে ধর্মেরই মানুষ হোন না কেন পোস্টটি আপনার জন্যে যদি আপনি ১৮+ কন্টেন্ট দেখা বন্ধ করতে চান।

অনেকেই রয়েছেন যারা নিজেদের ফোন বাচ্চাদের হাতে দেন, অথবা পাবলিক প্লেসে থাকেন যেখানে হঠাৎ করে কোনো ১৮+ কন্টেন্ট সামনে এসে পড়লে লজ্জায় পড়তে হয়, কিংবা বাচ্চাদের এসব দেখাতে চান না।

কিংবা অনেকে এমনও রয়েছেন যারা নিজেদের চোখকে হেফাজতে রাখতে চান। এই পোস্টটি আপনার সকলেরই জন্যে। এখানে আমি একাধিক টিপস + ট্রিকস শেয়ার করবো যেগুলো আমার জানা আছে।

তাহলে চলুন শুরু করা যাক।

METHOD – 1) DNS SERVER :

১) আপনার ফোনের Settings Option এ যান

২) Network Settings এ যান।সেখানে গিয়ে VPN নামক Option টির নিচেই দেখতে পারবেন Private DNS নামের একটি Option রয়েছে। সেখানে প্রবেশ করুন।

৩) সেটি Off বা Automatic এ থাকলে সেটাকে Custom বা Private Dns Provider Hostname এ ক্লিক করবেন এবং এই লেখাটি enter করবেন

“adult-filter-dns.cleanbrowsing.org”

অথবা এটি

“family-filter-dns.cleanbrowsing.org”

এটি Enter করেই Ok তে ক্লিক করুন।

৪) এরপর আপনার ফোনের যেকোনো Browser বা App দিয়ে ঢুকে কোনো ১৮+ কন্টেন্ট Search করে দেখুন। দেখবেন আসবে না। এটা ১০০% কার্যকরী Method।

তবে হ্যাঁ, আপনার ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম আইডিতে যদি কোনো এমন অযাচিত পেজ, গ্রুপ বা আইডি থাকে তবে এর ক্ষেত্রে এটা কাজ করবে না। ঐসব থেকে আপনাকে নিজেরই ডিলিট + Leave নিতে হবে।

 

METHOD – 2) GOOGLE SAFESEARCH :

অনেকেই এটা সম্পর্কে জেনে থাকতে পারেন। তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি।

১) প্রথমে “www.google.com” এ যাবেন।

২) এরপর বাম পাশের 3 Dot Icon এ Click করবেন। এরপর “Hide Explicit Result” এই Option এ যাবেন।

৩) এরপর explicit results filter option টি On করে দিবেন।

৪) যদি সরাসরি এই Option টি না পান। তবে settings option এ যাবেন। এরপর safesearch filter option টি পাবেন। সেখানে hide explicit results এ গিয়ে select করে on করে দিবেন।

এর ফলে আপনার ঐ Gmail + Browser এ থাকা সকল google এ search দিলে ১৮+ কন্টেন্ট বন্ধ হয়ে যাবে। এটা শুধুমাত্র নির্দিষ্ট ব্রাউজার বা ঐ ব্রাউজারে থাকা জিমেইল আইডি তেই কাজ করে।

যার কারনে আপনার ফোনে একাধিক ব্রাউজার থাকলে আপনাকে এক এক করে সবগুলোতে গিয়ে এভাবে hide করতে হবে।

METHOD – 3) VPN ব্যবহার না করাঃ

অনেকেই এটা দেখে হাসতে পারেন। কারন Vpn এর প্রয়োজন অনেকেরই আছে। তাদেরকে বলবো Vpn এর বিকল্প কোনো ব্যবস্থা খুজে নিতে।

কারন দেখুন বিষয়টা। আপনার ফোনে VPN থাকলেই আপনি সেই vpn on করে ১৮+ কন্টেন্ট দেখবেন। এটাই স্বাভাবিক। মানব মস্তিষ্ক এমনই। সহজে সবকিছু পেয়ে গেলে সেটা থেকে দূরে সরে থাকতে চায় না।

আর বাংলাদেশে ১৮+ কন্টেন্ট একেবারেই ব্যান যতটা আমি জানি। তাই VPN ব্যবহার না করলে আপনি আর এসব সাইটে এমনিতেও ঢুকতে পারবেন না। এটা একটা উপদেশ বলে মনে করতে পারেন।

 

METHOD – 4) GOOGLE PLAY PARENTAL CONTROL :

অনেকেই আছেন যারা নিজেদের ঘরের বা পরিচিত কোনো বাচ্চার হাতে ফোন দেন। তারা Playstore এ গিয়ে ১৮+ কন্টেন্ট আছে এমন গেমস ও ডাউনলোড করে খেলতে পারে।

তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে?

১) Google Playstore এ ঢুকুন।

২) Settings Option এ যান।

৩) “Family” নামক Option টিতে ঢুকুন।

৪) Parental Controls এ ঢুকুন।

৫) এরপর এখানে PIN দিয়ে select করুন কত বয়সের ঊর্ধ্বের Content গুলো Playstore এ Show করবে না।

৬) এরপর Parental Controls On করে দিন।

ব্যাস। এভাবেই আপনি Playstore থেকে সকল ১৮+ Apps & Games বন্ধ করতে পারবেন একেবারে।

 

METHOD – 5) HIDE EXPLICIT RESULTS THROUGH GOOGLE APP :

১) প্রথমে Google App এ যান।

২) এরপর সেখান থেকে Settings Option এ যান। (উপরে ডান দিকে আপনার জিমেইল একাউন্টের আইকনে ক্লিক করলেই পেয়ে যাবেন)

৩) এরপর সেখানে “Hide Explicit Results” নামক একটা Option পাবেন। সেটা On করে দিন।

৪) ব্যাস। আপনার কাজ শেষ এখন থেকে আর Google আপনাকে 18+ Content দেখাবে না।

 

METHOD – 6) SPIN SAFE BROWSER :

Link : Playstore (Search করলেই পেয়ে যাবেন)

এই Browser টি হুবহু Firefox Browser এর মতোই। যারা Firefox Browser ব্যবহার করেন তাদের এই Browser টি চালাতে কোনো সমস্যা হবে না।

এই Browser টি Anti 18+ Content Browser। এখানে কখনোই কোনো ১৮+ কন্টেন্ট আপনি দেখতে পারবেন না। এখানে Block করার বা Unblock করার কোনো Option নেই।

কারন এখানে Default ভাবেই সব ১৮+ কন্টেন্ট + ওয়েবসাইট ব্লক করাই আছে। আপনাকে আর কষ্ট করে এত কিছু করতে হবে না। আপনার বাসায় কোনো বাচ্চা ইন্টারনেট ব্যবহার করলে তাকে এই ব্রাউজারটি দিয়ে দিতে পারেন ব্যবহার করতে।

 

METHOD – 7) SAFE SURFER :

APP LINK : PLAYSTORE

এই App টি আপনার ফোনের প্রত্যেকটি App এ নিজে নিজেই ১৮+ কন্টেন্ট Restrict করে দিবে। এখানে আরো বিভিন্ন রকমের Feature ও রয়েছে।

কিভাবে কি করবেন বলছিঃ

১) App টি Install করে Open করুন।

২) এরপর “I Agree” তে click করে Get Started এ Click করুন।

৩) এরপর আপনার ডিভাইসের নাম দেখাবে। Next এ ক্লিক করুন।

৪) এরপর আপনার জিমেইল আইডি দিয়ে সাইন ইন করুন।

৫) এরপর আপনি বাকীসব Skip করে App এ ঢুকুন। এরপর বাম পাশে Swipe করুন।

৬) এখানে আপনি আলাদা ভাবে N***ity Detection আর Social Media Monitoring দুটি option পাবেন। দুটিকেই Allow করে দিন Permission থেকে এবং On করে ফেলুন।

৭) এরপর Settings এ যান। এখানে Default ভাবে সব Automatic Blocker On করা আছে। আপনি চাইলে আলাদা ভাবে Pin Set করতে পারবেন আপনার ইচ্ছামতো।

৮) Fingerprint ও Set করতে পারবেন চাইলে। এখানে Blacklist এরও Option রয়েছে।

৯) আরো একটি অসাধারন ফিচার হচ্ছে Prevent Uninstall। এই Option টি On করলে App টিকে আপনি আর Uninstall করতে পারবেন না। এর ফলে আপনি চাইলেও 18+ Site, content দেখতে পারবেন না। এই Option টি অন্যান্য App থেকে Better কাজ করবে বলে আশা করছি।

১০) এছাড়াও এখানে Social media তে থাকা ১৮+ কন্টেন্টও Block করার Option রয়েছে যা একেবারে সবচেয়ে বেস্ট App এ পরিনত করেছে। এগুলো ছাড়াও Notification সহ অন্যান্য আরো কিছু ফিচার রয়েছে।

 

METHOD – 8) BLOCKHERO :

APP LINK – PLAYSTORE

এই App টিও আগের App এর মতোই অসাধারনভাবে কাজ করে।
কিভাবে কি করবেন বুঝিয়ে দিচ্ছিঃ

১) App টি ডাউনলোড করে ইন্সটল করুন।

২) App এ ঢুকে সকল Permissions Allow করে দিন।

৩) এরপর আপনার Gmail দিয়ে Log in করুন।

৪) এরপরই আপনি Setting পাবেন। এখানে আপনি adult content, image/video search এমনকি youtube shorts, app টা uninstall করা, phone reboot option, recent apps screen, unsupported browsers, new installed apps, notification panel, screen countdown, screen message সব Block করে দিতে পারবেন।

৫) এমনকি Custom Redirect URL এর মাধ্যমে আপনি যেই website এ redirect করাতে চান সেটাও set করে দিতে পারবেন।

৬) এছাড়াও এখানে Apps, website, keyword block এরও Option রয়েছে। App block টা মারাত্মকভাবে কাজ করে। আপনাকে ১৮+ কন্টেন্ট দেখা কি ব্রাউজারেই ঢুকতে দিবেনা ?।

৭) App টি যেন আপনি Uninstall না করতে পারেন যে ব্যবস্থাও এখানে রয়েছে।

 

তো এই ছিল আমাদের কিছু টিপস & ট্রিকস যার মাধ্যমে আপনি আপনার ফোনে থাকা সকল ১৮+ কন্টেন্ট ব্লক করতে পারবেন।

এগুলোতে কাজ দিবে কি দিবে না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি যদি এগুলো Allowed করে Setting On করে তবুও আগের অবস্থাতেই ফিরে যান তবে এর ক্ষেত্রে কারো কিছুই করার থাকবে না।

কারন সমস্যাটা আপনার। সমাধান যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করলাম। বাকীটা আপনার নিজের Self Control এর উপর Depend করবে। আপনি যদি সত্যি সত্যিই ১৮+ কন্টেন্ট দেখা একেবারে বন্ধ করতে চান তবে এগুলো করে রাখেন আর এগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করবেন না।

প্রথম প্রথম খারাপ লাগলেও অভ্যস্ত হয়ে যাবেন। এতে আশা করছি আপনার জীবনের বড় একটি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি আপনার ১৮+ কন্টেন্টে আসক্ত হয়ে থাকেন তবে।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
THIS IS 4HS4N
LOGGING OUT….

14 thoughts on "আপনার মোবাইল থেকে সম্পূর্ণভাবে ১৮+ কন্টেন্ট একেবারের জন্য বন্ধ করে দিন এই Tricks গুলোর মাধ্যমে!"

    1. 4HS4N Author Post Creator says:
      ?✌️
  1. Rahim Islam Author says:
    খুবই ভলো কাজ করেছেন শেয়ার করে এর আগেও এই বিষয় নিয়ে পোষ্ট করা আছে কিন্তু সেটা শুধু DNS।
    ধন্যবাদ
    1. 4HS4N Author Post Creator says:
      Thanks
      Amar ja ja jana chilo shob diye dilam ?✌️
  2. Ifran Ahamed Contributor says:
    sundor akta post
    1. 4HS4N Author Post Creator says:
      Thank you ?
  3. mdmamunrahman Contributor says:
    অসাধারণ
    ভাই
    এক সাথে দুইটাdns ব্যবহার করা যাবে কি
    মানে আমি চাচ্ছিলাম একটা এড ব্লক আর একটা এডাল্ট ব্লক
  4. laptop e dns er maddhome kora zabe? extra kono software cara?
  5. Rafay Contributor says:
    BLOCKHERO ta amr kaje lagbe
    hindi serial er site gula block mara jabe
    thanks a lot
  6. Mohammad Ariful Islam Contributor says:
    ভালো ছিলো পোস্টটি!
    জাযাকাল্লাহু খাইর।
  7. aiverahamanchygmail.com Contributor says:
    পোস্টটি অসাধারণ ছিল। ধন্যবাদ।
  8. idiosyncratical Contributor says:
    Netis router theke wifi e kivabe bondho kors jabe

Leave a Reply