আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd
এর সকল সদস্যগণ।
কেমন আছেন সবাই আশা করি
আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,,
আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো
বর্তমান সময় এর আলোচিত ফেসবুক গেম AHA নিয়ে।
মূলত এই গেম টি সমাজে ফেৎনা এর সৃষ্টি করছে,
এই সময় ফেসবুক খুললে দেখা যাচ্ছে অনেকে
এই গেম টি মজার ছলে খেলছে এবং
অনেকে নিজের টাইম লাইন এ শেয়ার করছেন
এইখানে দেখা যাচ্ছে আপনি এই সময়
মারা যাবেন, আপনার জীবনে কি ঘটেছে বা ঘটবে,
আপনি জীবনে উন্নতি করবেন এই দিনে এত তারিখে
অনেকে এইগুলা বিশ্বাস করছেন, এইটা সম্পূর্ন
ফেত্না এর মধ্যে পড়ে, মহান আল্লাহ তায়ালা পবিত্র
কুরআন শরীফ এ বলেছে,, আমি ফেত্নাকারী এবং
আমার সাথে শিরককারী কে ক্ষমা
করবো না। তাই আমার মতে সবার উচিত এই
গেম কে পরিত্যাগ করা,, এই গেম খেলা এবং বিশ্বাস
করা মানেই মহান আল্লাহ এর সাথে শিরক করা,,
অবাক করার বিষয় হলো এই অ্যাপ আপনার ফেসবুক এর
ব্যাক্তিগত তথ্য গুলো একসেস করতে পারে,,
যার ফলে আপনার জীবনে আসতে পারে
ভয়াবহ বিপর্যই,,,,,
সুতরাং
সবাই বিরত থাকুন,,
সবাইকে সতর্ক করার জন্য এই পোস্ট করা,
যদি কোনো ভুল কিছু বলি ধরিয়ে দেবেন শুধরে নেবো।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
মানুষ জনকে এইসব থেকে দূরে রাখার জন্য সতর্কবার্তা হিসেবে পোস্ট টা করলাম,,, যারা এমন টা করছে এটা বোঝাই যাচ্ছে পুরাই হারাম, কারণ মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না কার ভাগ্যে কি আছে
قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ
(বলুন, আসমান ও জমিনে যারা রয়েছে তাদের কেউ গায়েব জানে না; আল্লাহ্ ব্যতীত।)[সূরা নামল, আয়াত: ৬৫]
“যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং সে যা বলে তার প্রতি বিশ্বাস স্থাপন করে, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ সত্যের প্রতি কুফুরী করল।’’
একটু সার্চ দিলেই হাজার রেফারেন্স পাবেন এই বিষয়ে। ধন্যাবাদ, পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।