আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd

এর সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই আশা করি

আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,,

আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো

বর্তমান সময় এর আলোচিত ফেসবুক গেম AHA নিয়ে।

মূলত এই গেম টি সমাজে ফেৎনা এর সৃষ্টি করছে,

এই সময় ফেসবুক খুললে দেখা যাচ্ছে অনেকে

এই গেম টি মজার ছলে খেলছে এবং

অনেকে নিজের টাইম লাইন এ শেয়ার করছেন

এইখানে দেখা যাচ্ছে আপনি এই সময়

মারা যাবেন, আপনার জীবনে কি ঘটেছে বা ঘটবে,

আপনি জীবনে উন্নতি করবেন এই দিনে এত তারিখে

অনেকে এইগুলা বিশ্বাস করছেন, এইটা সম্পূর্ন

ফেত্না এর মধ্যে পড়ে, মহান আল্লাহ তায়ালা পবিত্র

কুরআন শরীফ এ বলেছে,, আমি ফেত্নাকারী এবং

আমার সাথে শিরককারী কে ক্ষমা

করবো না। তাই আমার মতে সবার উচিত এই

গেম কে পরিত্যাগ করা,, এই গেম খেলা এবং বিশ্বাস

করা মানেই মহান আল্লাহ এর সাথে শিরক করা,,

অবাক করার বিষয় হলো এই অ্যাপ আপনার ফেসবুক এর

ব্যাক্তিগত তথ্য গুলো একসেস করতে পারে,,

যার ফলে আপনার জীবনে আসতে পারে

ভয়াবহ বিপর্যই,,,,,

সুতরাং

সবাই বিরত থাকুন,,

সবাইকে সতর্ক করার জন্য এই পোস্ট করা,

যদি কোনো ভুল কিছু বলি ধরিয়ে দেবেন শুধরে নেবো।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

16 thoughts on "ফেইসবুকে AHA গেম খেলা থেকে বিরত থাকুন, কিন্তু কেনো জানতে হলে পোস্টটি দেখুন"

  1. Mahbub Pathan Author says:
    বাস্তব কথা তুলে ধরলেন। আর বুঝলাম না অধিকাংশ শিক্ষিত মানুষ দেখি এইসব করে থাকে। তারা আসলে কি বুঝে এইসব করে আমার বুঝে আসে না।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হ্যা,, এই বিষয় টা লক্ষ করেছি আমি তাই

      মানুষ জনকে এইসব থেকে দূরে রাখার জন্য সতর্কবার্তা হিসেবে পোস্ট টা করলাম,,, যারা এমন টা করছে এটা বোঝাই যাচ্ছে পুরাই হারাম, কারণ মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না কার ভাগ্যে কি আছে

  2. Avatar photo Loading Contributor says:
    হাদীস বা কোরআনের রেফারেন্স সহ পোস্ট করবেন।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আচ্ছা ঠিক আছে, আপনার মূল্যবান মতামত এর জন্য ধন্যবাদ
  3. NaYaN Contributor says:
    অনেক সুন্দর একটি পোষ্ট
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে উৎসাহিত করে সাথে থাকার জন্য ❣️❣️
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thnx brother
    2. Avatar photo abir Author says:
      Wlc
  4. Avatar photo jahid71 Contributor says:
    Kob e valo post korcen vai
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thank you so much ?
  5. Avatar photo Shohag Ahmed Contributor says:
    Thank you so much for sharing this. May Allah bless you.
    1. Avatar photo AJ sabbir ✅ Author says:
      কোন জ্যোতিষীর কাছে এসে তাকে জিজ্ঞেস করে এবং সে যা বলেছে তা বিশ্বাস করে। এটি আল্লাহ্‌র সাথে কুফরী। কেননা এ ব্যক্তি জ্যোতিষীকে তার গায়েবের জ্ঞানের দাবীতে বিশ্বাস করেছে। কোন মানুষকে তার গায়েবের জ্ঞান জানার দাবীতে বিশ্বাস করা মানে আল্লাহ্‌র এ বাণীকে মিথ্যা প্রতিপন্ন করা:

      قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ

      (বলুন, আসমান ও জমিনে যারা রয়েছে তাদের কেউ গায়েব জানে না; আল্লাহ্‌ ব্যতীত।)[সূরা নামল, আয়াত: ৬৫]

      “যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে এবং সে যা বলে তার প্রতি বিশ্বাস স্থাপন করে, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ সত্যের প্রতি কুফুরী করল।’’

      একটু সার্চ দিলেই হাজার রেফারেন্স পাবেন এই বিষয়ে। ধন্যাবাদ, পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।

  6. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
    Ji Vai dhonnobad
  7. Avatar photo Sohag21 Author says:
    প্রয়োজনীয় পোস্ট ?
  8. Avatar photo Shakib Expert Author says:
    Necessary Post ❤

Leave a Reply