এই পোস্ট হয়তো সবার পছন্দ হবে না। বিশিষ্ট একদল নাইটকোর ভক্তদের পছন্দ হবে, তাদের জন্যই।
তবে অন্যদের জন্য এটা একটা জ্ঞানমুলক পোস্ট হবে। নতুন কিছু জানবেন আপ্নারা।

যাইহোক,

Nightcore (নাইটকোর) হলো একটি গানের “sped-up” ভার্শন।

একটি গান কে তার মুল পিচ (pitch) এবং স্পীড (speed) ২৫-৩৫% বৃদ্ধি করা হলে সেই গান কে নাইটকোর গান বলা হবে। সাধারণত সংখায় একটি গানের “bpm” মিনিটে ১৬০ বিট থেকে মিনিটে ১৮০ বিট এর মধ্যে রাখলে সেটা কে নাইটকোর গান বলে বিবেচনা করা হবে।

২০০১ সালে সর্বপ্রথম দুইজন ডিজে মিলে তাদের গান টেম্পলেট প্রায় ৩০% বেশী গতিতে রেখে গান মডিফাই করেন এবং যে ইভেন্টে থাকেন সেটার নাম করণ করে Nightcore।

Nightcore শব্দটির তারা যে মানে বুঝিয়েছিল তা হলো- “we are the core of the night, so you’ll dance all night long”
এটার বাংলা অর্থে তারা এমনটা বুঝিয়েছিল যে- “এই রাত আজ আমাদের, তাই আজ তোমরা পুরো রাত নাচবে”।

Musice Speed Changer নামক app এর সাহায্যে আপ্নারা একটি গানকে নাইটকোর বানাতে পারবেন।

Work-condition: Fully Offline

Free version Link: Play Store (12 MB)

Premium MOD Link: RexDL(26 MB)

মোড বা ফ্রী যেকোনোটাই ব্যবহার করতে পারেন। দুইটাই কাজ করবে। প্লে স্টোরের ফ্রী ভার্শনে এড শো করবে।

আমি মোড ভার্শন ইউজ করতেছি।

অ্যাপ এ প্রবেশ করলে নিচের মতো ইন্টারফেস পাবেন। একটি গান সিলেক্ট করুন এবং স্ক্রীনশটের মতো কাজ করুন।










উপরের অডিওটার example : Google Drive

এই অ্যাপটাতে আরো অনেক কম্পনেন্ট আছে।
এটা দিয়ে যা যা করতে পারবেন-
-Vocal Reduce

-Reverse
-Tag edit
-Tone Modify
-Reverb, Hall, Water etc Effect with various modificational option
-EQ generate
আরো অনেক, নিজেরাই একেকবার একেক্টা ট্রাই করে দেখবেন কোনটার কাজ কী! ?

যাইহোক, এ পর্যন্তই।

20 thoughts on "Nightcore কী? কীভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে Nightcore গান তৈরি করবেন? বিস্তারিত"

    1. V Author Post Creator says:
      হ্যা
  1. MD Tamim Ahmed Contributor says:
    নতুন কিছু শিখলাম। চালিয়ে জান।
    1. V Author Post Creator says:
      ধন্যবাদ
    2. MD Tamim Ahmed Contributor says:
      আপনাকে স্বাগতম।
  2. V Author Post Creator says:
    ❤️‍?
  3. Levi Author says:
    Soundbox যেনো না ফেটে যায়,কিন্তু ভলিউম একটু বেশি করার টিপস দিয়েন।
    1. V Author Post Creator says:
      Capcut ( https://play.google.com/store/apps/details?id=com.lemon.lvoverseas ) দিয়ে ভিডিও এর সাউন্ড অনেক বেশি বাড়ানো যায়।
      আর অডিও এর সাউন্ড বাড়ানোর জন্য Audiolab (https://play.google.com/store/apps/details?id=com.hitrolab.audioeditor) ব্যবহার করতে পারেন।
    2. Levi Author says:
      Thanks.
  4. TAHER Author says:
    নতুন কিছু জানলাম।

    গান এবং সুর আলাদা করার কোন অ্যাপস জানা আছে?

    1. TAHER Author says:
      গান এবং সুর সত্যি আলাদা হয়?
  5. Saif Contributor says:
    Thank you. কাজে লাগলো। চালিয়ে যান।
  6. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ আপনাকে করতে পেরেছি
  7. Sumitroy Contributor says:
    ট্রিকটা কাজে লাগলো!
  8. Mubassir Ahmed Siddique Contributor says:
    ধন্যবাদ। চালিয়ে যান…
  9. Minhaj sakib Expert Author says:
    nightcore manei bhalobhasha

Leave a Reply