?আসসালামু আলাইকুম?
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর, আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।
আজকের টফিক TrickBD কাস্টমাইজেশন Trickbd Glass থিম , তবে এটি কেবল পিসি ইউজারদের জন্য।
Update: Android ইউজাররা Kiwi Browser বা Yandex Browser ইনস্টল করে এটা ইউজ করতে পারবেন। ইনস্টল করার পর বাকিটা সেম পিসি এর মতোই।
Github repo Trickbd-Theme
Android Preview :
PC Preview :
যারা আমার ফেসবুক কাস্টমাইজেশন Cyber-punk-facebook থিম পোষ্টটি পরেন নাই তারা ক্লিক করে দেখেনিন কিভাবে এই থিম ইউজ করবেন।
সো, এখানে আমরা আগের বারের মতই একটি থিম ইউজ করব যেটা সিএসএস দিয়ে বানানো হইছে।
যাদের এক্সটেনশনটি ইন্সটল নাই তারা ইন্সটল করে নিন Stylus ।
ইন্সটল হয়ে গেলে git repo তে ভিসিট করুন link -> TrickBD Theme
এবার Install Directly With Stylus বাটনটিতে ক্লিক করে ইন্সটল করে নিন।
এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সবার পছন্দ নাও হতে পারে, স যাদের ভালো লাগবেনা বা চেঞ্জ করতে চান তারা নিছের স্টেপ ফলো করুন।
প্রথমেই এক্সটেনশন এ ক্লিক করুন থিম নাম দেখতে পাবেন। পাসের ইডিট বাটনে ক্লিক্করুন।
ক্লিক করার পর থিম কোড শো করবে। এখানে ১২ নাম্বার লাইনে background:url(https://wallpapercave.com/wp/wp4676588.jpg); সিএসএস প্রোপারটিতে আপনার ইমেজ লিঙ্ক দিলেই ব্যাকগ্রাউন্ড ইমজেটা চেঞ্জ হয়ে আপনার দেওয়া ইমেজ শো করবে।
ইমেজ এর পরিবর্তে কালার ও দেওয়া যাই । সে ক্ষেত্রে সুদু url(trickbd.com) এই অংশ কেটে দিয়ে সুধু কালার নেম বা কালার কোড দিলেই কাজ হবে। যেমন background: black;
[Ads: কারো ওয়েবসাইট বানানো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। Movie , Portfolio, Wp, blogger, Boomber or Info fetching etc.
Contact me in telegram Lamb3rt ]
Support me in telegram by joining my Channel MisfitsDEV
তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Kiwi Browser, Yandex Browser diye.. ei browser Gulai Extension use kora jai..