আসসালামু আলাইকুম

আজকে Anime এর বিস্তারিত আলোচনা হবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Anime কি?

অ্যানিমে হল জাপানি শব্দ যা দ্বারা জাপানিজ “অ্যানিমেশন” কে বোঝায় অর্থাৎ অ্যানিমে জাপানে উদ্ভূত সমস্ত অ্যানিমেশনকে বোঝায়। অ্যানিমে শব্দটি উচচারিত হয় এভাবে “ah-nee-may.”

এটি অ্যানিমেশোন শব্দগুচ্ছের একটি সংক্ষিপ্ত সংস্করণ, যার অর্থ অ্যানিমেটেড অঙ্কন। অ্যানিমে শব্দটি আসার আগে, পশ্চিমারা জাপানের সমস্ত অ্যানিমেশনকে “মাঙ্গা” বলে ডাকত৷

জাপানে উদ্ভূত কমিক বই এবং গ্রাফিক উপন্যাস বর্ণনা করতে মাঙ্গা আজও ব্যবহৃত হয়। অ্যানিমে এবং মাঙ্গা আসলে বেশ আলাদা। জাপানে তৈরি কমিক বই বই হলো মাঙ্গা এবং এর থেকে যে অ্যানিমেটেড সিনেমা বা সিরিজ তৈরি হয় তাই হলো অ্যানিমে।

কেন অ্যানিমে এত জনপ্রিয়?

আপনি যদি কার্টুন দেখতে উপভোগ করেন, তাহলে বলা যায় যে আপনি কয়েকটি অ্যানিমে তো দেখেছেনই। কার্টুনের এই শিল্পটি দীর্ঘকাল ধরে চলে আসছে। ১৯২০ এর দশকে এটি প্রথম চালু হওয়ার পর থেকে এটি সারা পৃথিবীতে বিকশিত হচ্ছে।
অ্যানিমে এত জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হল এটি বহুমুখী। এটি বিভিন্ন বিষয় শেখাতে ব্যবহার করা যেতে পারে এবং বিভিন্ন গল্প বলতে ব্যবহার করা যেতে পারে।
শিল্পকলার প্রতি তাদের এই ভালবাসার কারণে লোকেরা Anime দেখতে শুরু করে এবং এই জনপ্রিয়তা বছরের পর বছর ধরে বাড়তে থাকছে।

কিছু লোক এই Anime দেখে কারণ গল্পের জন্য এবং অন্যরা দেখে কারন তারা জাপানি সংস্কৃতি সম্পর্কে শিখতে পেরে আনন্দ পায়৷ সারা বিশ্বের মানুষের মধ্যে অ্যানিমের জনপ্রিয়তা বছরের পর বছর ধরে দ্রুতগতিতে বেড়েছে৷

এই কার্টুনগুলি লক্ষ লক্ষ মানুষের কাছে বিভিন্ন উপায়ে আবেদন করেছে এবং এখন সারা পৃথিবীর লোকেরা নিয়মিত এগুলি দেখে উপভোগ করছে৷

Anime এর জনপ্রিয়তা:

অ্যানিমের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল ধারণাগুলির মধ্যে একটি হল এটি শুধুমাত্র জাপানিজদের জন্য। অবশ্যই, এটি তাদের সংস্কৃতির একটি বিশাল অংশ, তবে অন্যান্য দেশেও এর প্রচুর ভক্ত রয়েছে।
আমেরিকা, নেপাল, চিনা, ইন্দোনেশিয়া, ভারত ইত্যাদি দেশসহ বাংলাদেশেও এর জনপ্রিয়তা প্রচুর পরিমাণে রয়েছে।

শুধু কারণ এটা অ্যানিমেটেড মানে এটা বাচ্চাদের জন্য নয়

অ্যানিমেশন সব ধরনের বিষয়বস্তুকে আকর্ষক করতে ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র শিশুদের জন্য অ্যানিমেশন ব্যবহার করা হয় এবং প্রাপ্তবয়স্কদের জন্য ব্যবহৃত হয় এটি একটি বড় ভুল।
Anime মূলত প্রাপ্তব়স্কদের জন্য তৈরি অ্যানিমেটেড চিত্র। তবে অনেক বাচ্চারাও এটি দেখতে পছন্দ করে। Anime বিভিন্ন genere এর হয়ে থেকে যেমন: রোমান্স, কমেডি, অ্যাকশন, থ্রিলার, স্কাই – ফাই, হরর ইত্যাদি।

কিছু জনপ্রিয় Anime সিরিজ ও মুভি:

সবচেয়ে জনপ্রিয় কয়েকটি Anime হলো Naruto, Bleach, Dragon Ball Series, Black Clover, One Piece, Jojo’s Blizzard Adventure, Fullmetal Alchemist, Death Note, Attack on Titan, Tokyo Ghoul, Your Name (Movie), A Silent Voice (Movie), Weathering With You (Movie).

তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। বিদায়।

31 thoughts on "Anime কি? এটি কেন এত জনপ্রিয়। বিস্তারিত আলোচনা।"

  1. niktarhossain Contributor says:
    মুলত শিশুরাই এনিমেটেড ভিডিও দেখে বলে মনে করা হলেও বড়দের জন্যও এই ধরনের এনিমেটেড মুভি জনপ্রিয়। বিস্তারিত তুলে ধরার জন্য আশরাফুল আপনাকে অনেক ধন্যবাদ।
    1. Ashraful Author Post Creator says:
      ☺️
    2. MD Zakaria Contributor says:
      আমার ইউনিভার্সিটির এক বন্ধু আছে সে এনিমির পাগলা ফ্যান
    3. MD Zakaria Contributor says:
      আমার ইউনিভার্সিটির এক বন্ধু এনিমি অনেক পছন্দ করে
  2. Aubdulla Al Muhit Contributor says:
    আপনার লেখাটি পড়ে মনে হলো যেন উপন্যাসের সারকথা পড়ছি । অসাধারণ হয়েছে ভাই ।
    1. Ashraful Author Post Creator says:
      Thank You ☺️
  3. MD FAYSAL Contributor says:
    সুন্দর পোস্ট anime lover
    1. MD Zakaria Contributor says:
      যদি আমি এনিমি খুব একটা দেখি না তবে পোস্টটি আসলে সুন্দর হয়েছে
  4. MD FAYSAL Contributor says:
    সুন্দর পোস্ট anime lover
    1. Ashraful Author Post Creator says:
      ??
  5. AMIT✪ Author says:
    Attack on Titan Ar Download Link Ta Takle Diyan
    1. Ashraful Author Post Creator says:
      Animekaizoku, Anidl, Gogoanime eishob site e peye jaben.
    2. AMIT✪ Author says:
      Tnq vaiya❤️❤️
  6. MD Zakaria Contributor says:
    That’s a great post
    1. Kawser Mia Contributor says:
      অনেক সুন্দর একটা পোষ্ট,।
  7. MD Zakaria Contributor says:
    Bubble এর লিংক থাকলে দিয়েন ভাই,
    1. Ashraful Author Post Creator says:
      Animekaizoku, Anidl, Gogoanime eishob site e khuje dekhen. Peye jaben.
  8. পোস্টটা আরো অনেক বড় করতে পারতেন। আমি যদি শুরু করতাম তাহলে শেষ পাইতেন না…..?
    1. Ashraful Author Post Creator says:
      তাইলে আপনিই লিখলেন না কেন?
    2. আমি এখানে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসি নাই। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আপনাকে উৎসাহিত করা।
      ধন্যবাদ।
  9. Najmul Nazu Author says:
    কিছু ছবি দিয়ে পোস্টটাকে সাজালে আরও ভালো হতো। অভারঅল নাইস পোস্ট। যদিও আমার তেমন ফেভারিট নয়।
    1. Ashraful Author Post Creator says:
      আপনার মতামতের জন্য ধন্যবাদ।
    2. Najmul Nazu Author says:
      ওয়েলকাম
  10. Sajid Blue Author says:
    Death Note, Erased, Garden of The Words, – Favorite ❤
    1. MD Zakaria Contributor says:
      Yes, series written by Tsugumi Ohba, he is boss. Movie IMDB rate 9/10
  11. MD Musabbir Kabir Ovi Author says:
    কালকে একটা anime সিরিজ দেখে বেশ ভালো লেগেছে আমার
    1. Ashraful Author Post Creator says:
      Ki anime?
  12. Xein Ahmed Author says:
    কোনও টার্ম নিয়ে এক্সপ্লেইনেশন টপিক লিখলে একটু বড় করে লিখবেন
  13. MD Zakaria Contributor says:
    যদিও আমি এনিমেল একটা ফ্যান না তবে দেখতে বেশ ভালই লাগে
  14. Md Sihab Ali Contributor says:
    Amar abar uncensored hentai valo lage??

Leave a Reply