ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবতী॔ দূরত্বে উৎপন্ন কোণ নিণ॔য়ের সহজ উপায়

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও অনেক ভালো আছি । আজ আমি একটি শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হয়েছি, যা আমি টাইটেলেই উল্লেখ করেছি । তো চলুন বিষয়টি সম্পকে॔ জেনে আসা যাক ।

আমরা নবম-দশম শ্রেণীর গণিত এবং উচ্চতর গণিতের অনেক প্রশ্নে দেখে থাকি যে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবতী॔ দূরত্বে উৎপন্ন কোণ নিণ॔য় করতে বলা হয় । এগুলো MCQ তে এসব অঙ্ক কষে দেখতে গেলে প্রচুর সময় নষ্ট হয়ে যায় । আমরা সহজ উপায়ে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবতী॔ দূরত্বে উৎপন্ন কোণ বের করতে পারব । এই কোণ বের করার একটি ছোট সূত্র রয়েছে । সূত্রটি নিচের দেওয়া ছবি থেকে দেখে নিন ।

সূত্রটি হচ্ছে, 30H – 11M/2 ।
এখানে,
H দ্বারা ঘন্টাকে এবং M দ্বারা মিনিটকে বোঝানো হয়েছে । যদি ঘড়ির কাঁটায় ১২ টা ১৫ বাজে তাহলে, ঘন্টা,H=১২ এবং মিনিট,M= ১৫ । তো চলুন সূত্রের ব্যবহারটি একটি অঙ্ক কষে বুঝে নেওয়া যাক ।

নিচের ছবিতে এই জাতীয় একটি সমস্যা দেওয়া আছে । সমস্যাটি দেখে নিন ।

সমস্যা অনুযায়ী সূত্রে H ও M এর মান বসিয়ে সমাধান করে ফেলুন ।

অরিজিনাল পদ্ধতি ব্যবহার করে সমস্যাটি সমাধান করলেও উত্তরটির কোনরুপ পরিবত॔ন হবে না । চেষ্টা করে দেখতে পারেন । সূত্রটি MCQ করতে ব্যবহার করা হয় ।

  • সতক॔তা : সূত্রে অনেক সময় কোণের মান ঋণাত্নক হতে পারে । তাই ” |-yx| ” মডুলাস চিহ্ন ব্যবহার করুন যেন সকল মান ধনাত্নক হয় ।

  • বিশেষ দ্রষ্টব্য : সূত্রটি মোডিফাইফ করে অনেক সহজ করে আনা যেতে পারে । নিচে তার উদাহরণ দেওয়া হলো ।

তো বন্ধুরা আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি । ধন্যবাদ ।

11 thoughts on "ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবতী॔ দূরত্বে উৎপন্ন কোণ নিণ॔য়ের সহজ উপায়"

  1. Ashraful Author says:
    Informative Post. Keep Posting
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      thanks for supporting me.
  2. Toaha Contributor says:
    ভাইয়া পিক দুইটা ডাউনলোড করে নিলাম।আগামী বছর নবম শ্রেণিতে উঠবো।উচ্চতর গণিতে সূত্রটা খুব কাজে দেবে।
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      Mcq te time save korbe
  3. TAHER Author says:
    Good , keep up it
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      Thanks for supporting me.
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    এই প্রথম মনে হলো আপনার কাছে কোনো গুরুত্তপূর্ণ পোস্ট পেলাম
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      It is Your choice.
  5. Samiulla Contributor says:
    Sudhu matro mcq te ei formula use kora jabe.
    Creative Question a eta use korle full marks pawa jabe na.
    1. Aubdulla Al Muhit Contributor Post Creator says:
      Yes bro.

Leave a Reply