ট্রিকবিডি’র সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে পোস্ট শুরু করছি ৷
এই পোস্ট তাদের জন্যই কাজে দিবে যারা গ্রাফিক্স ডিজাইন করে ৷ তাছাড়াও PicsArt/PixelLeb ইউজাদের জন্য খুব ভালো কাজে দিবে ৷ চলুন তাহলে শুরু করা যাক আজকের পোস্ট ৷
#ইউনিকোড এবং ANSI টেক্স কি:
ANSI টেক্স সম্পর্কে কম বেশি সবাই জানি ৷
ANSI টেক্স PicsArt/PixelLeb দেখা যায় ৷ Text এ গেলে দেখা যায় বাংলা ৷ ইউনিক লেখা গুলো বাংলা স্টাইল সহজেই হয় ৷
সংক্ষিপ্ত বিবরণ:
-
ANSI একটি পুরানো অক্ষর এনকোডিং এবং ইউনিকোড বর্তমানে ব্যবহার বর্তমান মান
-
এএনএসআই বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন পৃষ্ঠা ব্যবহার করে, যখন ইউনিকোড
-
না ANSI নির্দিষ্ট প্রস্থ এনকোডিং ব্যবহার করে যখন ইউনিকোড উভয় স্থায়ী এবং পরিবর্তনশীল প্রস্থ ব্যবহার করতে পারেন
-
ইউনিকোড প্রোগ্রামগুলি পুরোনো সিস্টেমগুলিতে কাজ করবে না
-
বর্তমান কম্পিউটারে ইউএনডিওড প্রোগ্রামের চেয়ে ANSI প্রোগ্রামগুলি ধীর গতিতে
পুরটা পড়তে ডাওনলোড করুন [ইউনিকোড এবং ANSI]
#এপস পরিচয়:
এই এপসটি লিপিঘর তৈরী করেছে তাদের নিজস্য এপস ৷ তারা এই এপস এর নাম দিয়েছে অক্ষর52 ৷ আবার অক্ষর52 নামে তাদের ওয়েব সাইট আছে যেখান থেকে বাংলা স্টাইল text Download করে নিতে পারবেন ৷
আমার মতে, ইউনিকোড এবং ANSI কনভার্ট করার সেরা এপস ৷
কোন প্রকার নেট কালেকশন ছাড়াই ইউনিকোড এবং ANSI কনভার্ট করতে পারবেন ৷
এপস লিংক অক্ষর 52
এই এপস এ বাংলা Symbols ও আছে যা আপনারা ফ্রি ব্যাবহার করতে পারবেন ৷
মাত্রালতাও রয়েছে ৷
#কনভার্ট করবো কি ভাবে:
নিচের স্ক্রিনসুট ফ্লো করুন ⇩⇩
কনভার্ট করা হলে ৷
PicsArt/PixelLeb text এ গিয়ে পেস্ট করুন ৷
এটা ইনিককোড=(ট্রিকবিডিডটকম)
⇅
এটা ANSI =(wUªKwewWWUKg)
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
কোন সমস্যা হলে কমেন্ট করুন ৷৷
এখনকার যুগে আনসি ব্যবহারের কোনো যুক্তিই নাই। ইউনিকোড দিয়ে বাংলা লেখাও অক্ষরের ভাঙন ছাড়াই প্রিন্ট করসি।
যাইহোক, ভালো পোস্ট, আনসির ফ্যানবয়দের সংখ্যা কম না, তাদের কাজে লাগবে।